তারাকান্দা উপজেলা
তারাকান্দা উপজেলা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা।[১]
তারাকান্দা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে তারাকান্দা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৫০′৪৮″ উত্তর ৯০°২৫′৫১″ পূর্ব / ২৪.৮৪৬৬৭° উত্তর ৯০.৪৩০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
সংসদীয় আসন | ১৪৭ |
সরকার | |
আয়তন | |
• মোট | ৩১৪.৩৩ বর্গকিমি (১২১.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২) | |
• মোট | ৪,১২,২৬১ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৮৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২২৫২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাউপজেলাটি ২০১৩ সালে ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন] এর আগে এটি ফুলপুর উপজেলার অধীন একটি থানা ছিল যা ১৯ মে, ১৯৯৯ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন] উত্তর ময়মনসিংহে মরা খড়িয়া নদীর তীরে ময়মনসিংহ-ফুলপুর পাকা রাস্তার পাশে তারাকান্দা উপজেলা সদরের অবস্থান। তারাকান্দা উপজেলার আয়তন ৫৮৯ বর্গ কিলোমিটার।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে এ উপজেলা ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
ভৌগোলিক পরিচিতি
সম্পাদনাতারাকান্দা উপজেলার ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪°৯৫' এবং ৯০°৩৫' পূর্ব। রাংসা নদীর তীরে এ উপজেলা অবস্থিত। এ উপজেলার উত্তরে ফুলপুর উপজেলা, হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা, দক্ষিণে ময়মনসিংহ সদর উপজেলা, পূর্বে গৌরীপুর উপজেলা,পশ্চিমে শেরপুর জেলার নকলা উপজেলা। এই উপজেলার উল্লেখযোগ্য খাল হচ্ছে- কংশ খাল।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাতারাকান্দা উপজেলায় বর্তমানে ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম তারাকান্দা থানার আওতাধীন।[২]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাউপজেলায় ১১টি কলেজ, ৭৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ
সম্পাদনা- সরকারী বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ
- ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ
- এইচ এ ডিজিটাল স্কুল এন্ড কলেজ
- শেখ মুজিব কলেজ
- চান্দপুর ডিগ্রী কলেজ
মাদ্রাসা
সম্পাদনা- কুটুরাগাঁও ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা।
- ভাটিয়াপাড়া দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়
- তালদিঘী উচ্চ বিদ্যালয়
- কাকনী মডেল একাডেমি
- বকশিমুল উচ্চ বিদ্যালয় ও কলেজ
- গোপালপুর উচ্চ বিদ্যালয়
- তারাকান্দা রেসিডেন্সিয়াল মডেল স্কুল
- চরপাড়া উচ্চ বিদ্যালয়
- চাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
- বাট্টা মিলন বহুমূখী উচ্চ বিদ্যালয়
- চাড়িয়া উচ্চ বিদ্যালয়
- গালাগাঁও উচ্চ বিদ্যালয়
- বাট্টাবাট পাড়া উচ্চ বিদ্যালয়
- আশ্বিয়া উচ্চ বিদ্যালয়
- চান্দপুর উচ্চ বিদ্যালয়
- বিসকা আনির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ঢাকির কান্দা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়
দর্শনীয় স্থান
সম্পাদনা- হলোই বিল
- আইলী বিল
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- শরীফ আহমেদ, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
- এম শামসুল হক, ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি (একুশে পদক প্রাপ্ত)
- আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, ইসলামি পণ্ডিত ও লেখক
- শহিদুল্লাহ ফরায়জী- গীতিকার ও সুরকার।,
- রফিকুল ইসলাম তাওহিদ- গীতিকার ও সাহিত্যিক।
বিবিধ
সম্পাদনা- পত্র পত্রিকা
মাসিক কালের আলো, মাসিক নবদিগন্ত, পাক্ষিক তারাকান্দা, দৈনিক সকালের দুনিয়া।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে তারাকান্দা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়নসমূহ - তারাকান্দা উপজেলা"। tarakanda.mymensingh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- তারাকান্দা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |