ত্রিশাল ইউনিয়ন

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন

ত্রিশাল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন[১][২]

ত্রিশাল ইউনিয়ন
ইউনিয়ন
৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ।
ত্রিশাল ইউনিয়ন ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
ত্রিশাল ইউনিয়ন
ত্রিশাল ইউনিয়ন
ত্রিশাল ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
ত্রিশাল ইউনিয়ন
ত্রিশাল ইউনিয়ন
বাংলাদেশে ত্রিশাল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব / 24.57750; 90.39722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাত্রিশাল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট৩৫,৭২৫জন
সাক্ষরতার হার
 • মোট৪০.৭১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ত্রিশাল ইউনিয়ন প্রায় সমতল ও অল্প অসমতল ভুমি নিয়ে গঠিত। এটি ত্রিশাল উপজেলা সদর হতে প্রায় .৫ কি.মি. দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত। ত্রিশাল ইউনিয়নের উত্তর পার্শ্বে ১নং ধানীখোলা ইউনিয়ন, দক্ষিণ পার্শ্বে মঠবাড়ি ইউনিয়ন, পূর্ব পার্শে সাখুয়া ইউনিয়ন এবং পশ্চিম পার্শ্বে রাধাকানাই, উত্তর পাশে ত্রিশাল পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  1. ছলিমপুর
  2. চিকনামনোহর
  3. পাঁচপাড়া
  4. সতের পাড়া
  5. আউলটিয়া
  6. বাগান
  7. কোনাবাড়ী বেপারী পাড়া

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তনঃ ২৯.৫০ বর্গ কিলোমিটার।

লোকসংখ্যাঃ ৩৫,৭২৫ জন (পুরুষ ১৭,৮৫৫ জন এবং নারী ১৭,৮৭০জন)

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষার হারঃ  ৪০.৭১%

শিক্ষা প্রতিষ্ঠানঃ

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১৭ টি
  • উচ্চ বিদ্যালয় - ০৩টি
  • মাদ্রাসা - ০২টি

যোগাযোগের ব্যবস্থা সম্পাদনা

৬নং ত্রিশাল ইউনিয়নের বিভিন্ন রাস্তার বর্ণনাঃ

  1. ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তা :- ৫ কিমি।
  2. ত্রিশাল- ধুরধুরিয়ার ধানের চাতাল হতে জাহিদ চেয়ারম্যান বাড়ীর রাস্তা - ৩ কিমি।
  3. ত্রিশাল- ধুরধুরিয়ার ধানের চাতাল হতে আমলিতলা পর্যন্ত আধাপাঁকা রাস্তা - ২ কিমি।
  4. ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তার খুশের দোকান হতে দক্ষিণ দিকে আকলিমার বাড়ীর কাঁচা রাস্তা -৩ কিমি।
  5. ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তা হতে ছলিমপুর (ম) পাড়া প্রাথমিক বিদ্যালয় হতে চানু মেম্বার বাড়ীর কাঁচা রাস্তা - .৫ কিমি।
  6. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নজরুল ইউনিভার্সিটির বাইপাস রোড় - ৩ কিমি
  7. ত্রিশাল- পোড়াবাড়ী রোড়ের চিকনামনোহর পাঁকা রাস্তার অংশ - ৩ কিমি।
  8. ত্রিশাল- পোড়াবাড়ী রোড়ের চিকনামনোহর বেপারী বাড়ী মোড় হতে হাতেম মৌলভী সাহেবের ঘাট পর্যন্ত কাঁচা রাস্তা - ২ কিমি।
  9. ত্রিশাল- সতেরপাড়া রাস্তা পেত্রারঘাট পর্যন্ত পাঁকা রাস্তা - ৫ কিমি।
  10. কোনাবাড়ী - তয়কার রাস্তা পাঁকা- ৭ কিমি।
  11. ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ত্রিশাল ইউনিয়ন অংশ- ৫ কিমি।
  12. ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক হতে কোনাবাড়ী- নওপাড়া রাস্তা পাঁকা- ৪ কিমি।
  13. ত্রিশাল- পাঁচপাড়া হয়ে বাগান কাঁচা রাস্তা - ৩কিমি।
  14. ত্রিশাল - চান্দের টিকি রাস্তা রাগামারা বাজার পর্যন্ত- ৪কিমি।
  15. নওপাড়া - পেত্রারঘাট পর্যন্ত পাঁকা রাস্তা - ৫ কিমি।
  • রাজধানী ঢাকা হতে ত্রিশাল ইউনিয়নে আসার জন্য ঢাকা মহাখালী বাসটার্মিনাল হতে ঢাকা-শেরপুর, ঢাকা- হালূয়াঘাট (শ্যামলী বাংলা, ইমাম ট্রেইলওয়ে বাস সার্ভিস), ঢাকা- মুক্তাগাছা (ইসলাম পরিবহন), ঢাকা-ফূলবাড়ীয়া (আলম এশিয়া), ঢাকা-ময়মনসিংহ (এনা, শৌখিন) বাসে করে ত্রিশাল আসা যায়।

এছাড়া লোকাল যোগাযোগের জন্য রিকসা, অটোটেম্পো, ভ্যান, সিএনজি চালিত টেম্পো, ভাড়ায় চালিত মোটরসাইকেল রয়েছে।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি যাদুঘর
  • পাঁচপাড়া জামে মসজিদ (প্রায় শত বর্ষী)
  • ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ মো: শাহজাহান অজানা
০২ আবু জাহিদ মাসুদ অজানা
০৩ সোহরাব হোসেন অজানা
০৪ মরহুম আঃ মতিন সরকার অজানা
০৫ মোঃ আঃ রউফ অজানা
০৬ মোঃ রুহুল আমীন অজানা
০৭ আঃ মতিন সরকার অজানা
০৮ মরহুম আব্দুর রশীদ' অজানা
০৯ আ.জ.ম.মাসুদ আল আমীন অজানা
১০ মোঃ জাকির হোসেন ২০২১-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ত্রিশাল ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  2. "ত্রিশাল ইউপি"ত্রিশাল ইউপি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা