খাগডহর ইউনিয়ন

ময়মনসিংহ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

৯ নং খাগডহর ইউনিয়ন‌ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার একটি ইউনিয়ন।[১] এটি ময়মনসিংহ শহর থেকে সবচেয়ে কাছের ইউনিয়ন। শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এই ইউনিয়নের অবস্থান। ময়মনসিংহ - টাঙ্গাইল মহাসড়কের পাশে লেংরাবাজার নামক স্থানে এই ইউনিয়নের প্রধান ও বর্তমান কার্যালয় অবস্থিত। ইউনিয়নের বেশি অর্ধেক অংশ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে।

খাগডহর
ইউনিয়ন
খাগডহর ইউনিয়ন পরিষদ।
খাগডহর ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
খাগডহর
খাগডহর
খাগডহর বাংলাদেশ-এ অবস্থিত
খাগডহর
খাগডহর
বাংলাদেশে খাগডহর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব / ২৪.৭৪৯১৭° উত্তর ৯০.৪২০৮৩° পূর্ব / 24.74917; 90.42083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাময়মনসিংহ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআনোয়ার হোসেন খান
আয়তন
 • মোট১০.৩৮ বর্গ কিঃ মিঃ বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট৫৫,৪৫৩
সাক্ষরতার হার(২০০১)
 • মোট৪৫ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানাঃ

সম্পাদনা

খাগড়হর ইউনিয়নের পশ্চিম উত্তর পাশে কুষ্টিয়া ইউনিয়ন, উত্তর পশ্চিমে চর সিরতা ইউনিয়ন, দঃ পাশে দাপুনিয়া ইউনিয়ন, পূর্ব পাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সম্পূর্ণ পশ্চিম পাশে মুক্তাগাছা উপজেলা এবং ইউনিয়নের এক পাশ দিয়ে নদ বয়ে গিয়েছে।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

অধিভুক্ত গ্রাম:

  • কালিকাপুর
  • রহমতপুর
  • মাইজবাড়ী
  • মির্জাপুর
  • গনেশ্যামপুর
  • বরিয়ান
  • স্বল্প বরিয়ান
  • চরদুলালবাড়ী
  • চরগোবিন্দ
  • বাহাদুরপুর
  • কল্যাণপুর
  • তারাগাই
  • চরজেলখানা

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন – ১২.৭০ (বর্গ কিঃ মিঃ),২০১১ সালের আদম শুমারি অনুযায়ী লোকসংখ্যা – ২৭১২৪ জন (প্রায়)। গ্রামের সংখ্যা – ১৪টি, মৌজার সংখ্যা – ১৩ টি, হাট/বাজার সংখ্যা -৩ টি।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার : ৭৭ শতাংশ

শিক্ষা প্রতিষ্ঠান কলেজ –১টি, মাধ্যমিক বিদ্যালয়-০৩টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -০১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১২টি,কমিউনিটি বিদ্যালয় ০১টি,ভোকেশনাল বিদ্যালয়-০১টি, মাদ্রাসা-১৫ টি,মহিলা মাদ্রসা-০৪টি। উল্লেখযোগ্য

শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে:

স্কুল ও কলেজ সমূহ:

  • মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়
  • মাইজবাড়ী টেকনিক্যাল কলেজ, (লেংরাবাজার)(ভোকেশনাল শাখা)
  • প্রগ্রেসিভ মডেল স্কুল স্থায়ী ক্যাম্পাস (লেংরাবাজার)
  • বেগুন বাড়ি উচ্চ বিদ্যালয়
  • কালিকাপুর উচ্চ বিদ্যালয়,

প্রাথমিক বিদ্যালয়:- গনেশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগুন বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনপ্রিয় কওমী মাদ্রাসা ছাওতুল হেরা মাইজবাড়ী ইত্যাদি অবস্থিত।

যোগযোগ ব্যবস্থা

সম্পাদনা

ময়মনসিংহ শহর থেকে খাগডহর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াতের সু ব্যবস্থা আছে। ময়মনসিংহ শহর নিকটবর্তী হবার ফলে সহজেই বাস, অটো, ইজিবাইক ইত্যাদির সাহায্যে শহর থেকে গ্রামে যাতায়াত করা যায়।

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- আবু সাঈদ বাদল

সাবেক চেয়ারম্যান: আনোয়ার হোসেন নান্নু, খাইরুল আলম সোহাগ, স্বপন আহমেদ, আজাহারুল ইসলাম ইত্যাদি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "খাগডহর ইউনিয়ন‌"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০