পরাণগঞ্জ ইউনিয়ন

ময়মনসিংহ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

পরানগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

পরানগঞ্জ
ইউনিয়ন
৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ
পরানগঞ্জ ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
পরানগঞ্জ
পরানগঞ্জ
পরানগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
পরানগঞ্জ
পরানগঞ্জ
বাংলাদেশে পরাণগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব / ২৪.৭৪৯১৭° উত্তর ৯০.৪২০৮৩° পূর্ব / 24.74917; 90.42083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাময়মনসিংহ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআবু হানিফ সরকার
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়ন ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত একটি পুরনো ইউনিয়ন। যা ব্রিটিশ আমলে মুক্তাগাছার জমিদারের অধীনে ছিল। ব্রহ্মপুত্রের কোলঘেষা এই ইউনিয়ন জেলা শহর থেকে মাত্র ২০ কি.মি. দূরে।

আয়তন সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়নের আয়তন ৮,৫৬৬ একর (৩৪.৬৬৮ বর্গ কিলোমিটার)।

অবস্থান ও সীমানা সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়ন ময়মনসিংহ সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ময়মনসিংহ সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১৪৯নং নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪ এর অংশ। এই ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

  • হিরণপলাশিয়া/ফলিয়মারী
  • বাঘাডোবা
  • মীরকান্দাপাড়া
  • চরবওলা/আব্দুল্লাহপুর
  • বীরবওলা/ছাতিয়ানতলা
  • সানাদিয়া
  • হাসাদিয়া
  • চকশ্যামরামপুর
  • ফদিয়ারচর/শ্যামরামপুর

শিক্ষাব্যবস্থা সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৮৫.৮২%। এই ইউনিয়নের প্রতিটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর উত্তরে সর্বপ্রথম উচ্চমাধ্যমিক স্তরে কলেজ, ২ টি উচ্চবিদ্যালয় অনেক মদারাসা ও বেসরকারি বিদ্যালয় ও কিন্ডার গার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান
  • অম্বিকাগঞ্জ কলেজ
  • মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়
  • পরাণগঞ্জ উচ্চ বিদ্যালয়
  • মুক্তি বিদ্যাপীঠ
  • মীরকান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরাণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ময়মনসিংহ জেলা শহর থেকে সড়ক বা নৌপথে সহজে পরাণগঞ্জ ইউনিয়ন এ পৌছানো যায়। বর্তমানে সড়ক পথ জনপ্রিয়। ময়মনসিংহ ব্রীজের মোড় থেকে সিএনজি অথবা মাহিন্দ্রা যোগে শম্ভুগঞ্জ হয়ে সরাসরি পরাণগঞ্জে আসা যায়। তাছাড়া, কাচারীঘাট, খাগডহর ঘাট ও জেলখানা ঘাট দ্বারা নৌকায় নদী পাড় হয়ে মোটরসাইকেল,অটো বা মিশুক দিয়ে কাঙ্খিত স্থান( পরাণগঞ্জ,সারবাজার) এ পৌছাতে পারবেন।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

  • পরাণগঞ্জ বাজার জামে মসজিদ
  • অম্বিকাগঞ্জ বাজার জামে মসজিদ
  • সরকার বাড়ী জামে মসজিদ,মীরকান্দাপাড়া।
  • আদম আলী সরকার বাড়ী জামে মসজিদ,মীরকান্দাপাড়া।
  • ঐতিহাসিক পুরনো ঈদগা মাঠ, মীরকান্দাপাড়া।
  • হিরণপলাশিয়া মসজিদ,হিরনপলাশিয়া।
  • কালি মন্দির, অম্বিকাগঞ্জ বাজার।
  • দূর্গা মন্দির, সাহা পাড়া, মীরকান্দাপাড়া।

হাট-বাজার সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়নের প্রধান হাট/বাজার হল:

  • অম্বিকাগঞ্জ বাজার( গগনসাহার বাজার)
  • পরাণগঞ্জ বাজার

খাল ও নদী সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়নের উপর প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদের ১টি শাখা নদ। এছাড়া ইউনিয়নের অন্যান্য খালগুলো হল ডোবারপাড় খাল, বাঘাডোবা খাল ও চতলা খাল।

দর্শনীয় স্থান সম্পাদনা

পরাণগঞ্জ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৪]

  • পুরনো ব্রহ্মপুত্রের শাখা নদীর পাড়
  • পরাণগঞ্জ ব্রীজ
  • ঐতিহাসিক কাঁঠাল গাছ (পুড়া কাঁঠাল গাছ)
  • পুরনো শহীদ মিনার
  • তালুকদার গগণ সাহার বাড়ি
  • অম্বিকাগঞ্জ ডিসপেনসারী
  • মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ
  • ঐতিহাসিক মানিকডোবা
  • পরাণগঞ্জ ব্রীজ

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: জনাব আবু হানিফ সরকার
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ জনাব নওয়াব আলী
০২ জনাব এম এ জলিল
০৩ জনাব লিয়াকত আলী ১৯৯৬-২০১৭
০৪ জনাব সোলায়মান কবীর ২০১৭-২০২২
০৫ জনাব আবু হানিফ সরকার ২০২২-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরানগঞ্জ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  2. "ময়মনসিংহ সদর উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  3. "গ্রাম সমূহের তালিকা ইউনিয়ন - পরাণগঞ্জ ইউনিয়ন"paranganjup.mymensingh.gov.bd 
  4. "দর্শনীয়স্থান - পরাণগঞ্জ ইউনিয়ন"paranganjup.mymensingh.gov.bd