রামপুর ইউনিয়ন, ত্রিশাল
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন
রামপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
রামপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৫নং রামপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে রামপুর ইউনিয়ন, ত্রিশালের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ত্রিশাল উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ নাজমুল সরকার |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০ % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাত্রিশাল উপজেলা হতে পূর্বদিকে ৫ কি.মি. এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ২০ গজ পশ্চিমে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনা- ০১ দরিরামপুর
- ০২ বীররামপুর উজানপাড়া
- ০৩ চরপাড়া
- ০৪ চকরামপুর
- ০৫ বীররামপুর ভাটিপাড়া
- ০৬ দরিল্যা
- ০৭ কাকচর
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তনঃ ২০.২০ বর্গ কিলোমিটার। জনসংখ্যাঃ ২৩৪৪২ জন (পুরুষ-১১৮৯৯জন এবং নারী-১১৫৪৩ জন) মোট ভোটার সংখ্যাঃ ২৩৬১০ জন (পুরুষ -১১৩০৫জন, মহিলা- ১২৩০৫জন)
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হার : ৬০ %
শিক্ষা প্রতিষ্ঠান
- উচ্চ বিদ্যালয় -০১টি
- দাখিল মাদরাসা-০৪টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়-১২টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-০১টি
- কিন্ডার গার্টেন-০৭টি
- কওমী মাদরাসা-০২টি
- ফুরকানিয়া মাদরাসা-২ টি
- মসজিদ-৪৫টি
দর্শনীয় স্থান
সম্পাদনা- গলহর বিল
- চেচুয়া বিল যা শাপলা বিল নামে পরিচিত
- চকরামপুর গফুর সরকার বাড়ির প্রাচির।
- চিরাতল বিল।
- নজরুল চেয়ারম্যান বাড়ি ফিসারি।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মোঃ নাজমুল সরকার
ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | তমিজ উদ্দীন | |
০২ | আঃ রাজ্জাক | |
০৩ | গিয়াস উদ্দীন | |
০৪ | খলিলুর রহমান | |
০৫ | নবী নেওয়াজ সরকার | |
০৬ | নবী নেওয়াজ সরকার | |
০৭ | নজরুল ইসলাম সরকার | |
০৮ | আব্দুূল মবিন রঞ্জু | |
০৯ | মোঃ নাজমুল সরকার | বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রামপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- ↑ "ত্রিশাল উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |