দারুল উলুম হাটহাজারীর শিক্ষার্থীদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ কওমী মাদ্রাসা। এটিকে বেসরকারি ইসলামি বিশ্ববিদ্যালয়ও বলা হয়। এটি বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের মা বা উম্মুল মাদারিস নামে খ্যাত যা বাংলাদেশে দেওবন্দ আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র।

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম
স্থাপিত১৮৯৬ (১২৯ বছর আগে) (1896)
প্রতিষ্ঠাতাগণ
অবস্থান
সংক্ষিপ্ত নামহাটহাজারী মাদ্রাসা

তালিকা

সম্পাদনা
নাম ভূমিকা তথ্যসূত্র
শাহ আবদুল ওয়াহহাব তিনি বঙ্গ অঞ্চলে আশরাফ আলী থানভীর প্রধান শিষ্য ও দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক ছিলেন। []
মুফতি ফয়জুল্লাহ তিনি মুফতিয়ে আজম বা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি দীর্ঘকাল দারুল উলুম হাটহাজারীর প্রধান মুফতির দায়িত্ব পালন করেছিলেন। জামিয়া ইসলামিয়া হামিউস-সুন্নাহ, একটি ব্যতিক্রমী ইসলামি শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। []
ছিদ্দিক আহমদ খতিবে আজম হিসেবে খ্যাত, তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস, নেজামে ইসলাম পার্টির সভাপতি ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব এবং পূর্ব বাংলা আইনসভার সদস্য ছিলেন। []
মুহাম্মদ ইউনুস শায়খুল আরব ওয়াল আজম খ্যাত আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ২য় মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। []
হারুন বাবুনগরী তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। []
শাহ আহমদ হাসান তিনি দারুল উলুম হাটহাজারীর একেবারে প্রথম দিকের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের দ্বিতীয় কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি প্রতিষ্ঠা করেন। []
আব্দুর রহমান ফকিহুল মিল্লাত নামে পরিচিত, বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার জনক। তিনি দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের প্রথম ছাত্র ছিলেন। মুফতি হিসেবে তার ব্যাপক পরিচিত ছিল। তার ফতোয়া সমূহ ১২ খণ্ডে ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত নামে প্রকাশিত হয়েছে। ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ সহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করে গেছেন। []
শাহ আহমদ শফী শায়খুল ইসলাম নামে প্রসিদ্ধ, একজন বিপ্লবী ইসলামি আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করে তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক সংস্কার করেছিলেন। তার নেতৃত্বে ঐতিহাসিক শাপলা চত্বর সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ছিলেন। []
জমির উদ্দিন নানুপুরী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের ২য় মহাপরিচালক। []
মুহিব্বুল্লাহ বাবুনগরী একজন সংস্কারপন্থী ইসলামি ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে দেওবন্দ আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হন। নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদীইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি সবসময় কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরএর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির। [১০]
জুনায়েদ বাবুনগরী কায়েদে মিল্লাত নামে খ্যাত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদিস ছিলেন। [১১]
মিজানুর রহমান সাঈদ বাংলাদেশি মুফতি, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক। [১২]
জিয়া উদ্দিন তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশআযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি এবং জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক। [১৩]
মুশতাক আহমদ তিনি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক এবং জামিয়া শায়খ যাকারিয়্যা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক। [১৪]
তাফাজ্জুল হক হবিগঞ্জী তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের মহাপরিচালক ছিলেন। [১৫]
নুরুল ইসলাম জিহাদী তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস। [১৬]
ইজহারুল ইসলাম তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতি।
আশরাফ আলী বিশ্বনাথী তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, বিশ্বনাথ, মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা এবং সাহিত্য সাময়িকী মাসিক আল ফারুকের প্রতিষ্ঠাতা ছিলেন। [১৭]
ইয়াহইয়া আলমপুরী তিনি দারুল উলুম হাটহাজারীর বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। [১৮]
জাফরুল্লাহ খান তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির ছিলেন। [১৯]
সাজিদুর রহমান তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহ-সভাপতি। এছাড়াও তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদিস ও জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। [২০]
শায়খ আহমাদুল্লাহ তিনি আন্তর্জাতিক ইসলামিক স্কলার,মুফতী, প্রাবন্ধিক, গবেষক, লেখক, সমাজসেবী, উদ্যোক্তা এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত ও আরব আমিরাতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি আইকিউএ.ইনফো নামে একটি ইসলামি প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন। তার গবেষণা সংবলিত ৬টি বইও রয়েছে। [২১]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. নিজামপুরী, আশরাফ আলী (২০১৩)। (মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহহাব রহ.)দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান) (১ম সংস্করণ)। হাটহাজারী, চট্টগ্রাম: সালমান প্রকাশনী। পৃষ্ঠা ৯০—৯৬। আইএসবিএন 112009250-7। ২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১ 
  2. আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ (২০১২)। "ফয়জুল্লাহ, মুফতী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৪ 
  3. চৌধুরী, আহমদুল ইসলাম (২০০৩)। (খতীবে আযম ছিদ্দিক আহমদ)বড় হজুর গারাংগিয়া (পিডিএফ)। সাতকানিয়া, চট্টগ্রাম: গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা। পৃষ্ঠা ১২৪,১২৫। ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১ 
  4. কাদির, মাসউদুল (২০০৯)। (বিশ্ববরেণ্য আলেমেদ্বীন শায়খুল আরব ওয়াল আজম আল্লামা শাহ মুহাম্মদ ইউনুস আব্দুল জাব্বার রহ.)পটিয়ার দশ মনীষী (২য় সংস্করণ)। আন্দরকিল্লা, চট্টগ্রাম: আল মানার লাইব্রেরী। পৃষ্ঠা ৩০ — ৬১। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১ 
  5. উবাইদ, ওবায়দুল্লাহ। "ওলিয়ে কামেল হযরত মাওলানা হারুন বাবুনগরী রহ."ইনকিলাব। ২০২১-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 
  6. নিজামপুরী, আশরাফ আলী (২০১৩)। দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান) (১ম সংস্করণ)। হাটহাজারী, চট্টগ্রাম: সালমান প্রকাশনী। পৃষ্ঠা ৭৮–৭৯। আইএসবিএন 112009250-7 
  7. মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক, মুফতি (২৭ নভেম্বর ২০১৫)। "দেশ ও জাতির সেবায় ফকিহুল মিল্লাতের অবদান"কালের কণ্ঠ। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১ 
  8. ডেস্ক, অনলাইন (১৮ সেপ্টেম্বর ২০২০)। "একজন আল্লামা শাহ আহমদ শফী"কালের কণ্ঠ 
  9. মীযানুর রহমান রায়হান, মুফতী (২০ ডিসেম্বর ২০১৯)। "মাওলানা শাহ্ সুফি জমির উদ্দিন নানুপুরী (রহ)"ইত্তেফাক। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  10. সালেহী, আজগর (৩১ অক্টোবর ২০১৯)। "মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সংক্ষিপ্ত জীবনী"কওমিপিডিয়া। ২০২০-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  11. নিজামী, মাহবুবুর রহমান (২১ ডিসেম্বর ২০২০)। "মাওলানা জুনায়েদ বাবুনগরী'র সংক্ষিপ্ত জীবনী"কওমিপিডিয়া। ২২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. "মিজানুর রহমান সাঈদের পরিচিতি"বিডিনিউজ২৪.কম [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. ফরহাদ আহমদ, মাওলানা (১১ এপ্রিল ২০১৯)। "মাওলানা শায়খ জিয়া উদ্দিন দা.বা. এর কর্মময় জীবনালেখ্য"কওমিপিডিয়া। ১৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১ 
  14. রহমান, মিরাজ (১৪ ফেব্রুয়ারি ২০১৭)। "মাজার বরকতের স্থান বাণিজ্যকেন্দ্র নয় : ড. মাওলানা মুশতাক আহমদ"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫ 
  15. মুহাম্মদ উবাইদুল্লাহ, মুনশি (৩০ জানুয়ারি ২০২০)। "আউলিয়াদের জীবন : আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.)"দৈনিক ইনকিলাব। ২ পর্বে সমাপ্ত। 
  16. মুহাম্মদ হানিফ, মাওলানা (২০২০-১২-২৭)। "মাওলানা নুরুল ইসলাম জিহাদী'র সংক্ষিপ্ত জীবন ও কর্ম"কওমিপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭ 
  17. এস এম আমিনুল ইসলাম, মাওলানা; ইসলাম, সমর (জানুয়ারি ২০১৪)। বাংলার শত আলেমের জীবনকথাবাংলাবাজার,ঢাকা-১১০০: বইঘর। পৃষ্ঠা ৩৮৪–৩৮৯। আইএসবিএন 9847016800481 
  18. "হাটহাজারী মাদ্রাসার নতুন অভিভাবক কে এই মাওলানা ইয়াহইয়া?"যুগান্তর। ৯ সেপ্টেম্বর ২০২১। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  19. মুহিউদ্দিন, সুলতান (২৬ ফেব্রুয়ারি ২০২২)। "মাওলানা জাফরুল্লাহ খানের জীবন ও কর্ম"দৈনিক ইনকিলাব। ২৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  20. শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন, পৃ. ৯০–৯১
  21. "রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন ৪ লেখক"kalerkantho.com (ইংরেজি ভাষায়)। ২০২৫-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৯ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা