জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর
জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ('জামিয়া আঙ্গুরা' বা সাধারণভাবে 'আঙ্গুরা মাদ্রাসা 'হিসেবে পরিচিত), একটি বিখ্যাত কওমি মাদ্রাসা[২] যা বাংলাদেশের সিলেট অঞ্চলের বিয়ানীবাজারে অবস্থিত।[৩] এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এর সিলেবাসে পঠিত একটি মাদ্রাসা। ইমাম আযম আবু হানিফার প্রচারিত হানাফি মাযহাবের অনুসারী একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান।
الجامعة المدنية أنغورا محمدفور | |
ধরন | ইসলামী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৫ই এপ্রিল ১৯৬১ |
আচার্য | জিয়া উদ্দিন [১] |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
ওয়েবসাইট | http://jamiamadaniaangura.com/ |
অবস্থান
সম্পাদনাসিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে কুশিয়ারা নদীর দক্ষিণ তীরে মাদ্রাসাটির অবস্থান।[৩]
ইতিহাস
সম্পাদনা১৫ই এপ্রিল ১৯৬১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের শায়খ শিহাবুদ্দীন।[৪] মাদ্রাসাটি কয়েক দশক ধরে আলিম, দায়ী, লেখক, বক্তা, রাজনীতিক, মুসলিহ ও সমাজসেবক তৈরি করেছে। ইসলামী শিক্ষা, ওয়াজ-নসিহত, মসজিদ মাদরাসা পরিচালনা, লেখালেখি, রাজনীতিক সব সেক্টরেই নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে।[৪]
ক্যাম্পাস
সম্পাদনাজামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মৌলিক কাজ হজ্ছে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার। পাশাপাশি দাওয়াত ও তাবলীগ, আত্মশুদ্ধি, সমাজ সংস্কার, মসজিদ-মকতব-মাদরাসা প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধ তৈরি, বই-পুস্তক রচনা, অনুবাদ, প্রকাশনা, ইসলামী সাহিত্যের বিকাশ ইত্যাদি উল্লেখযোগ্য কার্যক্রম।[৫] মাদ্রাসায় রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। যেখানে প্রায় ১২,০০০ হাজার গ্রন্থ রয়েছে। [৩] দারসে নেজামীর সকল কিতাব এবং চার মাজহাবের উল্লেখযোগ্য কিতাবাদি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।[৬]
চিত্রশালা
সম্পাদনাজামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের কিছু চিত্র
বিখ্যাত ছাত্র
সম্পাদনাউল্লেখযোগ্য কয়েকজন- [৪]
- ফখরুদ্দীন সাদিক
- ফয়যুল হাসান খাদিমানী
- খায়রুল ইসলাম
- হাফিজ ফখরুজ্জামান
- আব্দুল মালিক কাসেমী
- নুরুল ইসলাম ফাগুরবাড়ী রঃ গোয়াইনঘাট
শিক্ষার ধরণ
সম্পাদনাজামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর একদম শিশু শ্রেণী থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষাদান করে থাকে। শিক্ষাস্তর : ১. এ, সি, ই, একাডেমী (শিশু শ্রেণী) ২. হিফ্য-উল-কুরআন ৩. সাধারণ ইসলামি শিক্ষা। [৭] ৪, ইফতা বিভাগ।
শিক্ষাবিভাগ চার স্তরে বিভক্তঃ ১) কিতাব বিভাগ, ২) হিফয বিভাগ, ৩) এ,সি,ই একাডেমী (শিশুশিক্ষা বিভাগ)[৭] ৪] ইফতা বিভাগ।
কিতাব বিভাগে পাঁচটি মারহালা বা স্তরঃ ১.ইবতিদাইয়্যাহ (প্রাথমিক) ২.মুতাওয়াসসিতা (মাধ্যমিক) ৩.সানাবিয়্যা (উচ্চ মাধ্যমিক) ৪.ফযিলত (স্নাতক) ৫.তাকমীল (মাস্টার্স)।[৭]
হিফয বিভাগঃ হিফয বিভাগে হিফযে কুরআন[৭]
এ.সি.ই একাডেমী: এ.সি.ই একাডেমী হচ্ছে শিশুশিক্ষা বিভাগ। এই বিভাগে তিনবছর মেয়াদী কোর্সে কোমলমতি শিশুদেরকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দেয়া হয়। পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজিসহ সাধারণ শিক্ষার প্রাথমিক স্তরও পড়ানো হয়।[৭]
ইফতা বিভাগঃ { ইসলামি আইন শাস্ত্রে উচ্চতর গবেষণা }
সহযোগী সংগঠন
সম্পাদনা- আশ শিহাব পরিষদ
- আল হিলাল ছাত্র সংসদ
- আশ শিহাব পরিষদ ইউকে
- ইকরা ফাউন্ডেশন ইউকে
- ইকরা ফাউন্ডেশন আমেরিকা
- চেতনা সাহিত্য পরিষদ
প্রকাশনা
সম্পাদনা- ১৯৮৬ সাল থেকে প্রতি বছর বার্ষিক মুখপাত্র আল হিলাল বের হয়।
- উকাব
- আয যিয়া
- আল ফারুক দেয়ালিকা বাংলা
- আল ফারুক দেয়ালিকা আরবি, সহ প্রতি বছর আরো অনেক বই বের হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শায়খুল হাদিস আল্লামা ইসহাকের ইন্তেকাল"। old.dhakatimes24.com। ২০১৯-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯।
- ↑ Singh, N.K. (২০০৩)। Encyclopaedia Of Bangladesh (Set Of 30 Vols.)। Anmol Publications Pvt. Limited। পৃষ্ঠা 259। আইএসবিএন 9788126113903।
- ↑ ক খ গ "সংক্ষিপ্ত পরিচিতি – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯।
- ↑ ক খ গ QOWMIPEDIA (২০১৮-০৫-১৭)। "জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর"। QOWMIPEDIA। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯।
- ↑ "কার্যক্রম – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯।
- ↑ "গ্রন্থাগার – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯।
- ↑ ক খ গ ঘ ঙ "শিক্ষা সংক্রান্ত – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- আঙ্গুরা মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ এপ্রিল ২০২০ তারিখে
- কওমীপিডিয়া