সার্বিয়া
সার্বিয়া, বা সার্বীয় প্রজাতন্ত্র (উচ্চারণ (সাহায্য·তথ্য), সার্বীয়: Република Србија রেপুব্লিকা স্র্বিয়া) মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। এটি পানোনীয় সমভূমির দক্ষিণাংশে, বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দেশটির রাজধানী বেলগ্রেড। স্বাধীনতার পূর্বে এটি উসমানীয় সাম্রাজ্য অন্তর্গত ছিল।
Republic of Serbia Република Србија Republika Srbija | |
---|---|
![]() সার্বিয়া-এর অবস্থান (কমলা) অবস্থান ইউরোপিয়ান মহাদেশ-এ (সাদা) | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | বেলগ্রেড |
সরকারি ভাষা | সার্বীয় 1 |
স্বীকৃত আঞ্চলিক ভাষা | হাঙ্গেরিয়, ক্রোয়েশিয়ান, স্লোভাক, রোমানিয়ান, রুসিন 2 আলবেনিয়ান 3 |
সরকার | অর্ধ-প্রেসিডেন্ট প্রজাতন্ত্র |
Aleksandr Vucic | |
Anna Brnavic | |
প্রতিষ্ঠা | |
• বাইজেন্টাইন সাম্রাজ্য হতে স্বাধীনতা এবং সার্বিয়া রাজ্য গঠন | ৭৮০ সাল |
• অটোমান সাম্রাজ্য দখল করে | ২০ জুন ১৪৫৯ |
• অটোমান সাম্রাজ্য হতে স্বাধীনতা সার্বিয়া রাজ্য গঠন | ৩ই মার্চ ১৮৭৮ |
• সার্বিয়া রাজ্য, মন্টিনিগ্রো রাজ্য ও হলি রোমান সম্রাজ্যের ক্রট-স্লোভেনিয়া নিয়ে যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন | ১ ডিসেম্বর ১৯১৮ |
• যুগোস্লাভিয়া রাষ্ট্র ভাঙ্গন এবং সার্বিয়া ও মন্টিনিগ্রো এর স্বাধীনতা | ৫ জুন ২০০৬ |
• কসোভো স্বাধীনতা ঘোষণা এবং লাভ | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ও ২০১২ |
• পানি/জল (%) | ০.১৩ |
• ঘনত্ব | ৯১.১ /কিমি২ (২৩৫.৯ /বর্গমাইল) (১২১তম) |
জিডিপি (পিপিপি) | ২০১৮ আনুমানিক |
• মোট | $112.475 বিলিয়ন [১] (৭৮তম) |
• মাথাপিছু | $16,063 (কসোবো বাদে)[১] (৮৩তম) |
জিডিপি (মনোনীত) | ২০১৮ আনুমানিক |
• মোট | $42.378 billion[১] (৮৬তম) |
• মাথাপিছু | $6,052 (কসোবো)[১] (88th) |
জিনি (২০১৩) | 29.6[২] নিম্ন |
মানব উন্নয়ন সূচক (n/a.) | ![]() উচ্চ · 66th |
মুদ্রা | সার্বিয়ান ডিনার5 (RSD) |
সময় অঞ্চল | ইউটিসি+১:০০ (কেন্দ্রিয় ইউরোপিয়ান সময়) |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ইউটিসি+২:০০ (CEST) |
কলিং কোড | ৩৮১ |
ইন্টারনেট টিএলডি | .yu (.rs)6 |
1 Following the adoption of the new Constitution, Serbian Latin script is awaiting parliamentary approval alongside the official Serbian Cyrillic script. 2 Official languages of Vojvodina. 3 কসোভোর সরকারি ভাষা 4 does not include the figures for Kosovo 5 The Euro is used in Kosovo alongside the Dinar. 6 The .rs was reserved in September 2006, should be available in 2007. Suffix .yu is still in use until the current active leases expire. |
সার্বিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ "Serbia"। International Monetary Fund। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৮।
- ↑ "Human Development Reports: Gini coefficient"। hdr.undp.org। United Nations Development Programme। ১০ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮।
- ↑ "2016 Human Development Report" (পিডিএফ)। United Nations Development Programme। ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |