অ্যাড্রিয়াটিক সাগর
আড্রিয়াটিক সাগর (প্রাচীন নাম Adria বা Mare Adriaticum) ভূমধ্যসাগরের একটি বাহু যা দক্ষিণ ইউরোপে ইতালির পূর্ব উপকূল ও বলকান উপদ্বীপের পশ্চিম উপকূলের মধ্যভাগে অবস্থিত। আড্রিয়াটিক সাগর দক্ষিণ প্রান্তে ওত্রান্তো প্রণালীর মাধ্যমে আয়োনীয় সাগরের সাথে যুক্ত হয়েছে। উত্তরে ভেনিস উপসাগর এবং উত্তর-পূর্বের ত্রিয়েস্তে উপসাগর আড্রিয়াটিক সাগরের প্রধান দুইটি উপসাগর। পশ্চিম উপকূলটি তুলনামূলকভাবে নিচু ও পোতাশ্রয়ের পরিমাণ কম। উত্তরের উপকূল জলাময় এবং লেগুনে পূর্ণ। পূর্বের আলবেনীয় উপকূল খাড়া ও পাহাড়ি। বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ার উপকূলের কাছে রয়েছে বহু দ্বীপ। আড্রিয়াটিক সাগরের আয়তন ১,৩২,০০০ বর্গকিলোমিটার। পূর্বের শিলাময় উপকূল শীতকালে নাবিকদের জন্য ঝুঁকিপূর্ণ; এসময় উত্তর-পূর্ব দিক থেকে বোরা নামের ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়। আড্রিয়াটিক সাগরের প্রধান বন্দরগুলির মধ্যে আছে ত্রিয়েস্তে, ভেনিস, আঙ্কোনা, বারি এবং ব্রিন্দিসি। আড্রিয়াটিক সাগরের মৎস্যশিল্প উচ্চ উৎপাদনশীল।
অ্যাড্রিয়াটিক সাগর | |
---|---|
![]() অ্যাড্রিয়াটিক সাগরের মানচিত্র | |
অবস্থান | Europe |
স্থানাঙ্ক | ৪৩° উত্তর ১৫° পূর্ব / ৪৩° উত্তর ১৫° পূর্বস্থানাঙ্ক: ৪৩° উত্তর ১৫° পূর্ব / ৪৩° উত্তর ১৫° পূর্ব |
ধরন | সাগর |
প্রাথমিক অন্তর্প্রবাহ | Adige, বোজানা, ড্রিন, ক্রকা, নেরেতভা, পো, Soča |
প্রাথমিক বহিঃপ্রবাহ | আইয়োনিয়ান সাগর |
অববাহিকা | ২,৩৫,০০০ কিমি২ (৯১,০০০ মা২) |
অববাহিকার দেশসমূহ | Bordering: ইতালি, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, গ্রীস, মন্টেনেগ্রো, স্লোভেনিয়া, এবং Bosnia-Herzegovina Not bordering: Serbia, North মেসিডোনিয়া, কসোভো,[ক] অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং ফ্রান্স (drainage basins for inflow rivers)[১] |
সর্বাধিক দৈর্ঘ্য | ৮০০ কিমি (৫০০ মা) |
সর্বাধিক প্রস্থ | ২০০ কিমি (১২০ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ১,৩৮,৬০০ কিমি২ (৫৩,৫০০ মা২) |
গড় গভীরতা | ২৫২.৫ মি (৮২৮ ফু) |
সর্বাধিক গভীরতা | ১,২৩৩ মি (৪,০৪৫ ফু) |
পানির আয়তন | ৩৫,০০০ কিমি৩ (২.৮×১০১০ acre·ft) |
বাসস্থান সময়]] | 3.4±0.4 years |
লবণাক্ততা | 38–39 PSU |
উপকূলের দৈর্ঘ্য১ | ৩,৭৩৯.১ কিমি (২,৩২৩.৪ মা) |
সর্বোচ্চ তাপমাত্রা | ২৪ °সে (৭৫ °ফা) |
সর্বনিম্ন তাপমাত্রা | ৯ °সে (৪৮ °ফা) |
দ্বীপপুঞ্জ | Over 1300 |
জনবসতি | Bari, Venice, Trieste, Split, Pescara, Šibenik, Rimini, Rijeka, Durrës, Ancona, Zadar, Vlorë, Brindisi, Dubrovnik |
১ উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি। |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Drainage Basin of the Mediterranean Sea"। Second Assessment of Transboundary Rivers, Lakes and Groundwaters (PDF) (প্রতিবেদন)। UNECE। আগস্ট ২০১১।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি, বা বন্ধকরণ </ref>
দেয়া হয়নি