বিশ্ব আবহাওয়া সংস্থা

বিশ্ব আবহাওয়া সংস্থা (ইংরেজি: World Meteorological Organization) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটির ১৯৩ সদস্য[১] রাষ্ট্র ও টেরিটোরি রয়েছে। ১৮৭৩ সালে, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উত্‍পত্তি হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা ১৯৫০ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত হয়।


বিশ্ব আবহাওয়া সংস্থা
বিশ্ব আবহাওয়া সংস্থার পতাকা
সংস্থার ধরনজাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নামWMO
OMN
প্রধানপেটারি তালাস
 ফিনল্যান্ড
(মহাসচিব)
গেরহার্ড অ্যাড্রিয়ান
 জার্মানি
(রাষ্ট্রপতি)
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল১৯৫০
প্রধান কার্যালয়  সুইজারল্যান্ড,জেনেভা
ওয়েবসাইটhttp://www.wmo.int/
মাতৃ সংস্থা UN

প্রতিষ্ঠা সম্পাদনা

WMO এর আগে ছিল ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (IMO)। WMO তৈরি করা হয়েছিল বিশ্ব আবহাওয়া কনভেনশন দ্বারা, যা IMO-এর ১২ তম পরিচালক সম্মেলনে গৃহীত হয়েছিল।


WMO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।[২]

কার্যক্রম সম্পাদনা

বিশ্বব্যাপী আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা, অন্যান্য ক্ষেত্রে আবহাওয়াবিদ্যার প্রয়োগ এবং স্বল্পোন্নত দেশগুলোত জাতীয় আবহাওয়া সংক্রান্ত পরিষেবাগুলির উন্নয়নের জন্য গঠিত হয়।

আবহবিদ্যা-সম্বন্ধীয় সংকেতগুলো সম্পাদনা

বিশ্ব আবহাওয়া দিবস সম্পাদনা

 
জেনেভাতে বিশ্ব আবহাওয়া সংস্থা
 
  বিশ্ব আবহাওয়া সংস্থা সদস্য রাষ্ট্রসমূহ
  WMO member territories
  • ১৯৫১ সাল থেকে সারাবিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে ।[৩]

সভ্যপদ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

আবহাওয়া
বিশ্ব আবহাওয়া দিবস

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Member States | WMO"www.wmo.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  2. "Headquarter | WMO"www.wmo.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫ 
  3. "বিশ্ব আবহাওয়া দিবস"। বিশ্ব আবহাওয়া সংস্থা। ১৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা