টেনিস কোর্ট হলো সেই স্থান যেখানে টেনিস খেলা খেলা হয়। এটি একটি দৃঢ় আয়তক্ষেত্রাকার পৃষ্ঠ যার কেন্দ্রে একটি নিচু জাল থাকে। একটি টেনিস কোর্টকে একক এবং দ্বৈত উভয় ধরনের ম্যাচ খেলতে ব্যবহার করা যায়। টেনিস কোর্ট তৈরি করতে বিভিন্ন ধরনের পৃষ্ঠ ব্যবহার করা যায়। প্রত্যেকটি পৃষ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা খেলার শৈলীকে প্রভাবিত করে। টেনিস এমন একটি খেলা যেখানে একটি র‍্যাকেট দ্বারা একজন খেলোয়াড় একটি টেনিস বলকে আঘাত করে এবং সেটি কোর্টের মাঝখানের জাল পার হয়ে অন্যজনের কাছে গেলে সে আবার র‍্যাকেট দিয়ে বলটি ফেরত পাঠায়। প্রতি দলে একজন করে বা দু’জন করে টেনিস খেলায় অংশ নেয়া যায়।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর টেনিস কোর্ট

১৯শ শতকের শেষের দিকে ইংল্যান্ডের বার্মিংহামে সর্বপ্রথম টেনিস খেলার প্রচলন হয়। এই খেলা একটি আয়তকার কোর্টে খেলা হয় যার দৈর্ঘ্য থাকে ৭৮ ফিট ও প্রস্থ ২৭ ফিট। তবে টেনিস কোর্টের প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। মূলত টেনিস কোর্ট ৪ ধরনের হয়। ক্লে কোর্ট, গ্রাস কোর্ট, হার্ড কোর্ট এবং কার্পেট কোর্ট।[১][২][৩]

বর্ণনা সম্পাদনা

 
টেনিস কোর্টের মাপ

ক্লে কোর্ট

 
ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে খেলা হয়।

ক্লে কোর্ট বা কাদা কোর্ট তৈরি করা হয় নরম শিলা, পাথর আর ইটের গুঁড়া দিয়ে। গ্র্যান্ডস্লামগুলোর মধ্যে একমাত্র ফ্রেঞ্চ ওপেনে খেলা হয় ক্লে কোর্টে। এই ধরনের কোর্টে বল মাটিতে পড়ে গতি কমে যায় এবং বল লাফায় বেশি। ফলে যেসব খেলোয়াড় সার্ভ-নির্ভর তাদের জন্য এই কোর্ট অসুবিধাজনক। ক্লে কোর্ট তৈরি করতে খরচ কম হলেও রক্ষণাবেক্ষণ করা ব্যয়বহুল। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকায় ক্লে কোর্ট বেশি দেখা যায়।

গ্রাস কোর্ট

 
উইম্বলডনে গ্রাস কোর্ট রক্ষণাবেক্ষণ।

গ্রাস কোর্ট বা ঘাসের কোর্টে শক্ত মাটির উপর গজানো ঘাসের উপরে খেলা হয়। এই কোর্ট তুলনামূলক দ্রুত। যে সার্ভ করে সে কিছুটা সুবিধা পায়। তবে ঘাসের আকার, ছাঁটাই এগুলোর ওপরও অনেক কিছু নির্ভর করে। আগে গ্রাস কোর্ট প্রচুর দেখা গেলেও অত্যধিক খরচের কারণে এখন খুব কমই দেখা যায়। গ্র্যান্ডস্লামের মধ্যে কেবল উইম্বলডন টেনিস এখনো পর্যন্ত ঘাসের কোর্টে খেলা হয়।

হার্ড কোর্ট

 
টেনিস হার্ডকোর্ট, কার্টিস পার্ক, স্যালাইন, মিশিগান

হার্ড কোর্ট সাধারণত শক্ত সিমেন্টের তৈরি হয়ে থাকে। মাখে মধ্যে এর উপর পাতলা এক্রেলিকের প্রলেপও দেয়া হয়। এই ধরনের কোর্টে বল নিয়মিত বাউন্স করে এবং গতিও দ্রুত হয় যদিও গ্রাস কোর্টের মত দ্রুত নয়। ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন টেনিস হার্ড কোর্টে খেলা হয়।

কার্পেট কোর্ট

 
সাইপ্রাসেরনিকোসিয়ায় একটি কৃত্রিম টার্ফ টেনিস কোর্ট।

কার্পেট কোর্ট হচ্ছে এক ধরনের অস্থায়ী কোর্ট যা রাবারের তৈরি হয়ে থাকে। ইনডোর খেলাগুলোতে সাময়িকভাবে এই কোর্ট ব্যবহার করা হয়। এই কোর্ট দ্রুত তবে বাউন্স হয় কম। বর্তমানে বড় কোন টুর্নামেন্টে কার্পেট কোর্ট ব্যবহার করা হয় না। এর আগে প্যারিস মাস্টার্স, ক্রেমলিন কাপ ইত্যাদি কার্পেট কোর্টে খেলা হতো।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ITF Rules of Tennis"। ITF। 
  2. Rules of tennis ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ডিসেম্বর ২০০৮ তারিখে
  3. "ITF Play and Stay"। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০