পুর একটি প্রত্যয় যার অর্থ নগর, আবাস এবং দুর্গ। ভারতের সর্বপ্রাচীন গ্রন্থ ঋগ্বেদে শব্দটি নগর এবং বাসস্থান অর্থে প্রায় ৩০ বারের কাছাকাছি ব্যবহৃত হয়েছে। [১]ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফগানিস্তান এবং ইরান পর্য্যন্ত বিস্তৃত এলাকায় পুর প্রত্যয়যুক্ত স্থান-নামের ব্যবহার পরিলক্ষিত হয়। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি পুর প্রত্যয়যুক্ত দেশ।

জেলা সম্পাদনা

বাংলাদেশে পুর প্রত্যয়যুক্ত ১২টি জেলা আছে।

উপজেলা সম্পাদনা

বাংলাদেশে পুর প্রত্যয়যুক্ত ৬৯টি উপজেলা আছে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Tej Ram Sharma (১৯৭৮)। Personal and geographical names in the Gupta inscriptions। Concept Publishing Co., Delhi। পৃষ্ঠা 224-225।