কাজীপুর উপজেলা

সিরাজগঞ্জ জেলার একটি উপজেলা

কাজিপুর উপজেলা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।[১]

কাজিপুর
উপজেলা
মানচিত্রে কাজীপুর উপজেলা
মানচিত্রে কাজীপুর উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৩৮′২০″ উত্তর ৮৯°৩৯′১″ পূর্ব / ২৪.৬৩৮৮৯° উত্তর ৮৯.৬৫০২৮° পূর্ব / 24.63889; 89.65028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
সরকার
 • চেয়ারম্যানখলিলুর রহমান সিরাজী (বাংলাদেশ আওয়ামীলীগ)
আয়তন
 • মোট৩২৮.১৫ বর্গকিমি (১২৬.৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৮৫,৩০৯
 • জনঘনত্ব৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৭.৫ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৭১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৮৮ ৫০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

সিরাজগঞ্জ জেলা সদর হতে ২৬ কি. মি দূরে কাজিপুর উপজেলা অবস্থিত। এই উপজেলার উত্তরে বগুড়া জেলার ধুনট উপজেলা, সারিয়াকান্দি উপজেলাজামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ সদর উপজেলা, পূর্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাযমুনা নদী, পশ্চিমে বগুড়া জেলার ধুনট উপজেলা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

কাজীপুর উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।[২] ৬টি ইউনিয়ন সম্পূর্ণভাবে যমুনা নদীর চর এলাকায় অবস্থিত; নদীর ভাঙ্গনের কারণে আরও ৪টি ইউনিয়নের অংশবিশেষ চর এলাকায় অবস্থিত।

কাজিপুর উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছে -

  1. সোনামুখী ইউনিয়ন
  2. চালিতাডাঙ্গা ইউনিয়ন
  3. চরগিরিশ ইউনিয়ন
  4. গান্ধাইল ইউনিয়ন
  5. কাজীপুর ইউনিয়ন
  6. খাসরাজবাড়ী ইউনিয়ন
  7. মাইজবাড়ী ইউনিয়ন
  8. মনসুরনগর ইউনিয়ন
  9. নাটুয়ারপাড়া ইউনিয়ন
  10. নিশ্চিন্তপুর ইউনিয়ন
  11. শুভগাছা ইউনিয়ন
  12. তেকানী ইউনিয়ন

ইতিহাস সম্পাদনা

স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই চর এলাকা মুক্তিযোদ্ধাদের তুলনামূলক নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হত। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে মুক্তিযোদ্ধা ও হানাদার পাক বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। উক্ত যুদ্ধে পাক হানাদার বাহিনীর ব্যাপক ক্ষতি হয় এবং মুক্তিযোদ্ধারা জয়লাভ করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মোট জনসংখ্যাঃ ২,৮৫,৩০৯ জন (পুরুষ-১,৪০,২১৩ জন, মহিলা- ১,৪৫,০৯৬ জন)।[৩]

শিক্ষা সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা