মোহাম্মদ সেলিম (রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

ড. মোহাম্মদ সেলিম (১৯৪০-২০১৫) বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ এবং সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ছিলেন। তিনি ১৯৯৬ সালের উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২]

ড. মোহাম্মদ সেলিম
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪০
সিরাজগঞ্জ
মৃত্যু২২ জানুয়ারি ২০১৫
লন্ডন
নাগরিকত্ববাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কমোহাম্মদ নাসিম (ভাই)
তানভীর শাকিল জয় (ভাতিজা)
পিতামাতাক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী
আমেনা মনসুর

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

মোহাম্মদ সেলিম ১৯৪০ সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী[৩] এবং মাতা আমেনা মনসুর।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের উপ-নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-১সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচন করে তিনি মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হয়েছিলেন।[১]

পারিবারিক জীবন সম্পাদনা

মোহাম্মদ সেলিম পারিবারিক জীবনে বিবাহিত ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলের নাম শেহেরিন সেলিম রিপন। তিনি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই ছিলেন।

মৃত্যু সম্পাদনা

মোহাম্মদ সেলিম ২২ জানুয়ারি ২০১৫ সালে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ড. মোহাম্মদ সেলিম আর নেই"সমকাল। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  2. "সাবেক এমপি মোহাম্মদ সেলিম আর নেই"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  3. "বাবার শেষ নিঃশ্বাসের উত্তাপ এখনও পাই: মোহাম্মদ নাসিম"। টুকে মিডিয়া লিমিটেড। বাংলা ট্রিবিউন। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬ 
  4. "কাজীপুরে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের নামাযে জানাযা অনুষ্ঠিত"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা