তানভীর শাকিল জয়
তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ যিনি সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য।[১][২]
তানভীর শাকিল জয় | |
---|---|
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | মোহাম্মদ নাসিম |
উত্তরসূরী | মোহাম্মদ নাসিম |
কাজের মেয়াদ ১২ নভেম্বর ২০২০ – চলমান | |
পূর্বসূরী | মোহাম্মদ নাসিম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ আগস্ট ১৯৭৪ সিরাজগঞ্জ জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | সাবরিনা সুলতানা চৌধুরী |
সন্তান | তাপসী জয় প্রথমা |
পিতামাতা | মোহাম্মদ নাসিম লায়লা আঞ্জুমান বানু বীথি |
শিক্ষা | বি.এস.সি ইঞ্জিনিয়ার |
জীবিকা | ব্যবসা ও রাজনীতি |
প্রাথমিক জীবন ও শিক্ষা জীবনসম্পাদনা
তানভীর শাকিল জয় ১ আগস্ট ১৯৭৬ সালের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ নাসিম ও মাতা লায়লা আঞ্জুমান বানু বীথি। তিনি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি ও ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে আমেরিকার ভার্জিনিয়ার জর্জ ম্যাশন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনসম্পাদনা
তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১৩ জুন ২০২০ সালে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করলে শূন্য আসনে ১২ নভেম্বর ২০২০ সালের উপ-নির্বাচন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[৩]
পারিবারিক জীবনসম্পাদনা
তানভীর শাকিল জয় আওয়ামী লীগের রাজনীতিবিদ ও প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে। তার দাদা ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীকে বিয়ে করেন। তাদের এক কন্যা তাপসী জয় প্রথমা।[৪]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- ↑ "তানভীর শাকিল জয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- ↑ "সাহারার আসনে হাবিব, নাসিমের আসনে ছেলের জয়"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ "Nasim's family applies for compassionate bail"। bdnews24.com। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |