লক্ষ্মীপুর সদর উপজেলা
লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
লক্ষ্মীপুর সদর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে লক্ষ্মীপুর সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৭′০″ উত্তর ৯০°৪৯′৩০″ পূর্ব / ২২.৯৫০০০° উত্তর ৯০.৮২৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | হোমিও নোবেল এওয়ার্ড |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | এ.কে.এম. সালাহ উদ্দিন টিপু |
আয়তন | |
• মোট | ৫১৪.৭৮ বর্গকিমি (১৯৮.৭৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,৮৪,৪২৫[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৯০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৫১ ৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনালক্ষ্মীপুর সদর উপজেলার আয়তন ৪৮০.৩৬ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় উপজেলা।[২] এ উপজেলার উত্তরে রায়পুর উপজেলা, রামগঞ্জ উপজেলা ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, দক্ষিণে কমলনগর উপজেলা, ভোলা জেলার দৌলতখান উপজেলা ও নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, রায়পুর উপজেলা, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ও ভোলা সদর উপজেলা।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনালক্ষ্মীপুর সদর উপজেলায় বর্তমানে ২টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন।
- ১নং উত্তর হামছাদী
- ২নং দক্ষিণ হামছাদী
- ৩নং দালাল বাজার
- ৪নং চর রুহিতা
- ৫নং পার্বতীনগর
- ৬নং বাঙ্গাখাঁ
- ১৫নং লাহারকান্দি
- ১৬নং শাকচর
- ১৭নং ভবানীগঞ্জ
- ১৯নং তেওয়ারীগঞ্জ
- ২০নং চর রমণীমোহন
- ২১নং টুমচর
চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ৯টি ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা ৬,৮৪,৪২৫ জন; যার মধ্যে পুরুষ ৩,২৫,২৩৪ জন এবং মহিলা ৩,৫৯,১৯১ জন।[৪]
স্বাস্থ্য
সম্পাদনালক্ষীপুর সদর হাসপাতাল জেলার অন্যতম স্বাস্থ্য কেন্দ্র। এই ছাড়াও সরকার ও বেসরকারি অনেক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷
শিক্ষা
সম্পাদনাএই উপজেলার সাক্ষরতার হার ৫১.৯০%।
কৃষি
সম্পাদনালক্ষ্মীপুর সদর উপজেলার সিংহভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।
অর্থনীতি
সম্পাদনাএই উপজেলার প্রধান প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম হল ধান, মাছ, নারিকেল, সুপারি, সয়াবিন, চামড়া,ইলিশ । সব চেয়ে বড় খাত হল রেমিট্যান্স। ৭০ % আয় রেমিট্যান্স থেকেই আসে।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা- দূরপাল্লার যাতায়াতের জন্য জেলায় রয়েছে বেসরকারি বেশ কয়েকটি ননএসি-চেয়ার-কোচ ও এসি বাস।
- জনসাধারণ চলাচলের জন্য সিএনজি,রিক্সা,অটোরিক্সা এবং মিশুক ব্যবহার করা হচ্ছে।
- এই অঞ্চলে এখনো রেলপথে যাতায়াতের ব্যবস্থা নাই।
- লক্ষ্মীপুর থেকে ভোলা ও বরিশাল লঞ্চ যোগে নৌপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
ঐতিহাসিক নিদর্শন
সম্পাদনাচকবাজার জামে মসজিদ, লক্ষিপুর বাজার।
- চাতা মসজিদ, দিঘলী।
- মান্দারী বড় জামে মসজিদ, মান্দারী বাজার।
- ইসহাক জমিদার বাড়ি
- দালাল বাজার জমিদার বাড়ি
- কামানখোলা জমিদার বাড়ি
- নূরনবী পার্ক, খাগুড়িয়া, দিঘলী।
- তিতাখাঁ মসজিদ
জনপ্রতিনিধি
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৫] | সংসদ সদস্য[৬][৭][৮][৯][১০] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭৫ লক্ষ্মীপুর-২ | রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালাল বাজার, চর রুহিতা, পার্বতীনগর, বশিকপুর, শাকচর, চর রমণীমোহন ও টুমচর ইউনিয়ন | নুর উদ্দিন চৌধুরী নয়ন | বাংলাদেশ আওয়ামী লীগ |
২৭৬ লক্ষ্মীপুর-৩ | লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভা, বাঙ্গাখাঁ, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী, লাহারকান্দি, ভবানীগঞ্জ, কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন | গোলাম ফারুক পিংকু | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে লক্ষ্মীপুর সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮।
- ↑ আদমশুমারি রিপোর্ট ২০০১ - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |