লক্ষ্মীপুর সদর উপজেলা
লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
লক্ষ্মীপুর সদর | |
---|---|
উপজেলা | |
![]() প্রতিক্রিয়াশীল মানচিত্রে লক্ষ্মীপুর সদর উপজেলা | |
বাংলাদেশে লক্ষ্মীপুর সদর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′০″ উত্তর ৯০°৪৯′৩০″ পূর্ব / ২২.৯৫০০০° উত্তর ৯০.৮২৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | এ.কে.এম. সালাহ উদ্দিন টিপু |
আয়তন | |
• মোট | ৫১৪.৭৮ বর্গকিমি (১৯৮.৭৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,৮৪,৪২৫[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৯০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৫১ ৪৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন সম্পাদনা
লক্ষ্মীপুর সদর উপজেলার আয়তন ৪৮০.৩৬ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় উপজেলা।[২] এ উপজেলার উত্তরে রায়পুর উপজেলা, রামগঞ্জ উপজেলা ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, দক্ষিণে কমলনগর উপজেলা, ভোলা জেলার দৌলতখান উপজেলা ও নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, রায়পুর উপজেলা, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ও ভোলা সদর উপজেলা।
ইতিহাস সম্পাদনা
প্রশাসনিক এলাকা সম্পাদনা
লক্ষ্মীপুর সদর উপজেলায় বর্তমানে ২টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন।
- ১নং উত্তর হামছাদী
- ২নং দক্ষিণ হামছাদী
- ৩নং দালাল বাজার
- ৪নং চর রুহিতা
- ৫নং পার্বতীনগর
- ৬নং বাঙ্গাখাঁ
- ১৫নং লাহারকান্দি
- ১৬নং শাকচর
- ১৭নং ভবানীগঞ্জ
- ১৯নং তেওয়ারীগঞ্জ
- ২০নং চর রমণীমোহন
- ২১নং টুমচর
চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ৯টি ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত সম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা ৬,৮৪,৪২৫ জন; যার মধ্যে পুরুষ ৩,২৫,২৩৪ জন এবং মহিলা ৩,৫৯,১৯১ জন।[৪]
স্বাস্থ্য সম্পাদনা
লক্ষীপুর সদর হাসপাতাল জেলার অন্যতম স্বাস্থ্য কেন্দ্র। এই ছাড়াও সরকার ও বেসরকারি অনেক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷
শিক্ষা সম্পাদনা
এই উপজেলার সাক্ষরতার হার ৫১.৯০%।
কৃষি সম্পাদনা
লক্ষ্মীপুর সদর উপজেলার সিংহভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।
অর্থনীতি সম্পাদনা
এই উপজেলার প্রধান প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম হল ধান, মাছ, নারিকেল, সুপারি, চামড়া,ইলিশ । সব চেয়ে বড় খাত হল রেমিট্যান্স। ৭০ % আয় রেমিট্যান্স থেকেই আসে।
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
- দূরপাল্লার যাতায়াতের জন্য জেলায় রয়েছে বেসরকারি বেশ কয়েকটি ননএসি-চেয়ার-কোচ ও এসি বাস।
- জনসাধারণ চলাচলের জন্য সিএনজি,রিক্সা,অটোরিক্সা এবং মিশুক ব্যবহার করা হচ্ছে।
- এই অঞ্চলে এখনো রেলপথে যাতায়াতের ব্যবস্থা নাই।
- লক্ষ্মীপুর থেকে ভোলা ও বরিশাল লঞ্চ যোগে নৌপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
দর্শনীয় স্থান সম্পাদনা
- চাতা মসজিদ, দিঘলী।
- মান্দারী বড় জামে মসজিদ, মান্দারী বাজার।
- ইসহাক জমিদার বাড়ি
- দালাল বাজার জমিদার বাড়ি
- কামানখোলা জমিদার বাড়ি
- নূরনবী পার্ক, খাগুড়িয়া, দিঘলী।
- একরাম আলী হাওলাদার (জমিদার বাড়ি) , শহর কসবা।
জনপ্রতিনিধি সম্পাদনা
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৫] | সংসদ সদস্য[৬][৭][৮][৯][১০] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭৫ লক্ষ্মীপুর-২ | রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালাল বাজার, চর রুহিতা, পার্বতীনগর, বশিকপুর, শাকচর, চর রমণীমোহন ও টুমচর ইউনিয়ন | নুর উদ্দিন চৌধুরী নয়ন | বাংলাদেশ আওয়ামী লীগ |
২৭৬ লক্ষ্মীপুর-৩ | লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভা, বাঙ্গাখাঁ, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চর শাহী, দিঘলী, মান্দারী, লাহারকান্দি, ভবানীগঞ্জ, কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন | এ. কে. এম. শাহজাহান কামাল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে লক্ষ্মীপুর সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- ↑ https://www.lakshmipur24.com/info/%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D
- ↑ আদমশুমারি রিপোর্ট ২০০১ - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |