মান্দারী ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

মান্দারী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

মান্দারী
ইউনিয়ন
১৪নং মান্দারী ইউনিয়ন পরিষদ
মান্দারী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মান্দারী
মান্দারী
মান্দারী বাংলাদেশ-এ অবস্থিত
মান্দারী
মান্দারী
বাংলাদেশে মান্দারী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯০°৫৩′৫০″ পূর্ব / ২২.৯১৯৪৪° উত্তর ৯০.৮৯৭২২° পূর্ব / 22.91944; 90.89722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৮৭.৮৭ বর্গকিমি (৩৩.৯৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪৮,০০০
 • জনঘনত্ব৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭০৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মান্দারী ইউনিয়নের আয়তন ২১,৭১২ একর (৮৭.৮৭ বর্গ কিলোমিটার)। এটি লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তর ইউনিয়ন।[]

জনসংখ্যা

সম্পাদনা

মান্দারী ইউনিয়নের লোক সংখ্যা ৪৮,০০০ জন। এর মধ্যে পুরুষ ২৩,৮০০ জন এবং মহিলা ২৪,২০০ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যাংশে মান্দারী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দত্তপাড়া ইউনিয়নবাঙ্গাখাঁ ইউনিয়ন, পশ্চিমে লাহারকান্দি ইউনিয়ন, দক্ষিণে তেওয়ারীগঞ্জ ইউনিয়নকুশাখালী ইউনিয়ন এবং পূর্বে দিঘলী ইউনিয়নহাজিরপাড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

মান্দারী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

মান্দারী ইউনিয়নের সাক্ষরতার হার ৬২%। এ ইউনিয়নে ১টি কলেজ,১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি অন্যান্য মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজ:

  • জিল্লুর রহিম কলেজ
  • শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট
মাদ্রাসা
  • যাদৈয়া ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা
  • মান্দারী ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা
  • গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • মান্দারী ফালাহিয়া মাদ্রাসা
  • উইনার রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • দক্ষিণ মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • মান্দারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়
  • উইনার রেসিডেন্সিয়াল হাই স্কুল

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

মান্দারী ইউনিয়নে যোগাযোগের প্রধান মাধ্যম রিক্সা এবং সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

মান্দারী ইউনিয়নের রতনপুর মৌজার উপর দিয়ে রহমতখালী খাল এবং গন্ধব্যপুর মৌজার উপর দিয়ে ওয়াপদার খাল প্রবাহিত হচ্ছে।

হাট-বাজার

সম্পাদনা

মান্দারী ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল মান্দারী বাজার, আমিন বাজার, ওয়াপদা বাজার, গোধূলীর হাট এবং চতলিয়া বাজার।


সাংস্কৃতিক সংগঠনঃ

নবজাগরন শিল্পীগোষ্ঠী

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • মান্দারী বড় জামে মাসজিদ

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

ভারপ্রাপ্ত চেয়ারম্যানঃ জনাব মাওলানা কাউসার হামিদ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা