লাহারকান্দি ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

লাহারকান্দি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

লাহারকান্দি
ইউনিয়ন
১৫নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদ
লাহারকান্দি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লাহারকান্দি
লাহারকান্দি
লাহারকান্দি বাংলাদেশ-এ অবস্থিত
লাহারকান্দি
লাহারকান্দি
বাংলাদেশে লাহারকান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯০°৫০′৫৫″ পূর্ব / ২২.৯১৯৪৪° উত্তর ৯০.৮৪৮৬১° পূর্ব / 22.91944; 90.84861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

লাহারকান্দি ইউনিয়নের আয়তন ৪৮৫৮.৭২ একর।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী,

লাহারকান্দি ইউনিয়নের মধ্যে পরিবার সংখ্যা আছে ৬২২২ টি।

জনসংখ্যা ৪২,২৫৭ জন। এর মধ্যে পুরুষ ২১,১০৫ জন ও মহিলা ২১,১৫২ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যাংশে লাহারকান্দি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাঙ্গাখাঁ ইউনিয়ন, পশ্চিমে লক্ষ্মীপুর পৌরসভাটুমচর ইউনিয়ন, দক্ষিণে ভবানীগঞ্জ ইউনিয়ন এবং পূর্বে মান্দারী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

লাহারকান্দি ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ। এটি ১৩টি মৌজায় বিভক্ত যা পরবর্তীতে গ্রামে রুপান্তর হয়। গ্রামগুলো হল:

  • আটিয়াতলী
  • সফিপুর
  • লাহারকান্দি
  • হাবিবপুর (এনায়েতপুর)
  • তালহাটি
  • কুমিদপুর
  • আবিরনগর
  • পশ্চিম সৈয়দপুর
  • চাঁদখালী
  • রামানন্দী
  • কুতুবপুর
  • ইদিলপুর
  • খাজুরতলী

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়
  • চাঁদখালী এরব বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • বাইশমারা মডেল একাডেমি
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • আটিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খাজুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ চাঁদখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

লাহারকান্দি ইউনিয়নে ১২ কিলোমিটার পাকা রাস্তা, ৩৫ কিলোমিটার কাঁচা রাস্তা, ৮ কিলোমিটার ইটের সলিং রাস্তা রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

লাহারকান্দি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পিয়ারাপুর খাল (ওয়াপদা খাল)।

জকসিন বাজার থেকে (১৪নং মান্দারি এবং ১৫নং লাহারকান্দি) ইউনিয়ন এর সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে ভুলুয়ার খাল।

হাট-বাজার সম্পাদনা

লাহারকান্দি ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল জকসিন দক্ষিণ পশ্চিম বাজার, চাঁদখালী বাজার (জুগির হাট) এবং কুমিদপুর বাজার।

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: আবদুস সহিদ(ভারপ্রাপ্ত)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা