দিঘলী ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

দিঘলী ইউনিয়ন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

দিঘলী
ইউনিয়ন
১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদ
দিঘলী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
দিঘলী
দিঘলী
দিঘলী বাংলাদেশ-এ অবস্থিত
দিঘলী
দিঘলী
বাংলাদেশে দিঘলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′৭″ উত্তর ৯০°৫৫′১″ পূর্ব / ২২.৯০১৯৪° উত্তর ৯০.৯১৬৯৪° পূর্ব / 22.90194; 90.91694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসালাহউদ্দিন চৌধুরী জাবেদ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৭.২৩ বর্গকিমি (৬.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,৮৩৯
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭০৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দিঘলী ইউনিয়নের আয়তন ৪,২৫৮ একর[] (১৭.২৩ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ আদমশুমারী অনুসারে দিঘলী ইউনিয়নের জনসংখ্যা ২৪,৮৩৯ জন।[] এর মধ্যে পুরুষ ১১,৩৪৭ জন এবং নারী ১৩,৪৯২ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাংশে দিঘলী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে হাজিরপাড়া ইউনিয়ন, পশ্চিমে মান্দারী ইউনিয়ন, দক্ষিণে কুশাখালী ইউনিয়ন এবং পূর্বে চর শাহী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

দিঘলী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

দিঘলী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭০%।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়
  • দিঘলী উচ্চ বিদ্যালয়
  • জামিরতলী উচ্চ বিদ্যালয়
  • রাজাপুর উচ্চ বিদ্যালয়
  • পশ্চিম দিঘলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • খাগুড়িয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা
  • দিঘলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • পশ্চিম খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রমাপুর আহমদ উল্লাহ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

খাল ও নদী

সম্পাদনা

• ওয়াপদা খাল • রহমতখালী নদী

হাট-বাজার

সম্পাদনা
  • দিঘলী বাজার
  • রাজাপুর ভুঁইয়া মার্কেট
  • তাল গাস্থল শপিং সেন্টার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • ড্রিম হাউজ, নবী নগর।
  • ছাতা মসজিদ, নবী নগর।
  • গোয়ালীয়া দিঘি, পূর্ব দিঘলী।
  • দিঘলী বাজার জামে মসজিদ ।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

[১] হাজী নূর উন নবী (বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক)

[২] ইঞ্জিনিয়ার শাফায়েত হোসাইন ( (যুক্তরাষ্ট্র সফ্টওয়ার ডেভলোপার )

[৩] মোর্শেদ আলম (ডেপুটি কন্ট্রোলার  বুয়েট)

[৪] অধ্যাপক জাহাঙ্গীর আলম খাঁন (অধ্যক্ষ- জনতা ডিগ্রি কলেজ)

[৫] এডভোকেট রমজান আলী

[৬] হাজী আব্দুর রব ভূঁইয়া

জনপ্রতিনিধি

সম্পাদনা
১ চেয়ারম্যান ০১৮৬৫৯৭৯৭৬৪
ফাতেমা বেগম ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৪৫৪৬১৮৬৬
নাজমুন নাহার ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৮২৯৩৭১৫০৮
মিনু আক্তার ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৩১৪৬৩১২২৭
মোঃ নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৯১৭-২৭০৮২৩
সাইফুল ইসলাম স্বপন ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭১৫-২৮৯৮৫৫
আলমগীর হোসেন ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৫৭-০৪১৫৬৩
হুমায়ুন কবির ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৮৩৯৩০৮৮১৫
মোঃ সোহেল রানা ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৮১১১৪৪৮৬০
১০ মোঃ তাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৪১৯৬১৫৩০
১১ মোঃ নুরুল আমিন ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৩১২২৭৪৬৯
১২ আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭১৬-৯৯৩২৩২
১৩ মোঃ মোছলে উদ্দিন ইউনিয়ন পরিষদের মেম্বার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা