চরশাহী ইউনিয়ন
চরশাহী ইউনিয়ন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
চরশাহী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১২নং চরশাহী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চরশাহী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৪′২৮″ উত্তর ৯০°৫৮′৩″ পূর্ব / ২২.৯০৭৭৮° উত্তর ৯০.৯৬৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জাহাঙ্গীর আলম (বাংলাদেশ আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনালক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাংশে চরশাহী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও হাজিরপাড়া ইউনিয়ন, পশ্চিমে দিঘলী ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কুশাখালী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়ন এবং পূর্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন ও আলাইয়ারপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাচরশাহী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাচরশাহী ইউনিয়নে রয়েছে:
- ডিগ্রি কলেজ- ১টি
- উচ্চ বিদ্যালয়- ৪টি
- ফাজিল মাদ্রাসা- ১টি
- আলিম মাদ্রাসা- ২টি
- দাখিল মাদ্রাসা- ১টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১৭টি
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা★ কলেজ
১/ জনতা ডিগ্রি কলেজ।
★ ফাজিল মাদ্রাসা
১/ তিতার কান্দি ভূঞারহাট ফাজিল মাদ্রাসা।
★ হাইস্কুল
১/ রূপা চরা শফিউল্লাহ উচ্চ বিদ্যালয়।
২/ রামপুর উচ্চ বিদ্যালয়।
৩/ চরশাহী উচ্চ বিদ্যালয়।
৪/ নুরুল্যাপুর আনঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনা- বড় হাট-বাজারগুলো
- বসুরহাট
- দাশেরহাট
২.ছোট হাট-বাজারগুলো
- কামারহাট
- ভূঁইয়ারহাট
- মিঞাবাজার
== দর্শনীয় স্থান == বসুরহাট বাজার নতুন র্বিজ
জনপ্রতিনিধি
সম্পাদনা- জাহাঙ্গীর আলম রাজু
চেয়ারম্যান ১২নং চরশাহী ইউনিয়ন
- দাউদ চৌধুরী
মেম্বার,১নং ওয়ার্ড
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |