চর রুহিতা ইউনিয়ন
চর রুহিতা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
চর রুহিতা | |
---|---|
ইউনিয়ন | |
৪নং চর রুহিতা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চর রুহিতা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯০°৪৬′৫৯″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯০.৭৮৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০০ |
আয়তন
সম্পাদনাচররুহিতা ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন অর্থাৎ লক্ষ্মীপুরের দক্ষিনাঞ্চলে অবস্থিত। লক্ষ্মীপুর সদর উপজেলার এই দক্ষিনাঞ্চল মুক্তিযুদ্ধের চারণ ভূমি হিসেবে ও বেশ পরিচিতি রয়েছে। এই ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার আয়তন ২৮.৫৫ বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৬২,১১৭ হাজার, এই ইউনিয়নে রয়েছে ৪৪ কিঃমিঃ রাস্তা যার অধিকাংশই কাঁচা রাস্তা।চররুহিতা ইউনিয়ন ৬টি গ্রাম এবং এটি ৯ ওয়ার্ডে বিভক্ত। ইউনিয়নের ৬টি গ্রামের মধ্যে চররুহিতা গ্রামটি অন্য সব গ্রামের চাইতে বড় বিধায় এর নামকরণ করা হয়েছে চররুহিতা ইউনিয়ন।
জনসংখ্যা
সম্পাদনা৬২,১১৭ (২০১২ সালের অনুযায়ী), মোট ভোটার-২৫,০০০।
অবস্থান ও সীমানা
সম্পাদনালক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিমাংশে চর রুহিতা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দালাল বাজার ইউনিয়ন, পূর্বে লক্ষ্মীপুর পৌরসভা ও শাকচর ইউনিয়ন, দক্ষিণে শাকচর ইউনিয়ন ও চর রমণীমোহন ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়ন ও চর মোহনা ইউনিয়ন অবস্থিত।দক্ষিনে চর রমনী মোহনা ইউনিয়ন, দক্ষিন পশ্চিমে দক্ষিন চরবংশী ইউনিয়ন, পশ্চিমে চাঁদপুর মেঘনা নদী, উত্তরে রামগঞ্জ উপজেলা, উত্তর পূর্ব দিকে দালাল বাজা্র ইউনিয়ন ও রায়পুর উপজেলা পূর্বদিকে লক্ষ্মীপুর জেলা। ইউনিয়নের চার পাশে বেড়ী বাধ।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাচর রুহিতা ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- নবীগঞ্জ দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- চররুহিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়
- রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- ক্যাম্পের হাট উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচররুহিতা ইউনিয়ন জনসংখ্যার দিক দিয়ে লক্ষ্মীপুর জেলার বড় ইউনিয়ন। এই ইউনিয়ন দুই ভাগে বিভক্ত। বেড়ি বাঁধের পূর্ব পাড় যা পূর্ব চররুহিতা নামে পরিচিত। এখানে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। আর পশ্চিম পাড় চররুহিতা সহ আরো কয়েকটা গ্রাম নিয়ে গঠিত, এখানে ১,২,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ড।
পূর্ব চররুহিতার সাথে লক্ষ্মীপুর শহর বাজারের যোগাযোগ গোডাউন রোড হয়ে তেরবেকি কাচারিবাগ হয়ে কাঞ্চনিবাজার। আর পশ্চিমের যোগাযোগ লক্ষ্মীপুর শহর থেকে উত্তর স্টেশন হয়ে ইটের পোল দিয়ে রসুলগঞ্জ বাজার।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাচর রুহিতা ইউনিয়নের প্রধান বাজার হলো রসুলগঞ্জ বাজার। এছাড়া কাঞ্চনি বাজার নামে আরও একটি বড় বাজার আছে। তাছাড়া বটতলী, নবীগঞ্জ নামে দুটি ছোট বাজার আছে। জনতা বাজার, ইছা হাজীর তেমুহনী, রাণীর হাট, সাদ্দার পোল, হুলির রাস্তা নামে চারটি অনিয়মিত বাজার আছে।
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |