দক্ষিণ চর বংশী ইউনিয়ন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০১৯) |
৮নং দক্ষিণ চর বংশী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার একটি ইউনিয়ন।
দক্ষিণ চর বংশী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দক্ষিণ চর বংশী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′২১″ উত্তর ৯০°৪৩′৪৯″ পূর্ব / ২২.৯৫৫৮৩° উত্তর ৯০.৭৩০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | রায়পুর উপজেলা ![]() |
আসন | লক্ষ্মীপুর ২ সংসদ সদস্য = এড.নুরউদ্দিন চৌধুরী নয়ন |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭১০ |
অবস্থান ও সীমানা সম্পাদনা
রায়পুর উপজেলার দক্ষিণাংশে দক্ষিণ চর বংশী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ও উত্তর-পশ্চিমে উত্তর চর বংশী ইউনিয়ন, উত্তর-পূর্বে চর মোহনা ইউনিয়ন, পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো সম্পাদনা
দক্ষিণ চর বংশী ইউনিয়ন রায়পুর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রায়পুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা সম্পাদনা
মধ্যমানের তবে দিন দিন উন্নত হচ্ছে
শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
দক্ষিণ চর বংশী ইউনিয়নে মোট শিক্ষা প্রতিষ্টান ১৪টি। এর মধ্যে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি সরকারি প্রথমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ২টি কওমী মাদ্রাসা।
- মাধ্যমিক বিদ্যালয়
- এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়
- চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- দারুল ইসলাম দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
লক্ষ্মীপুর শহর থেকে ১৪ কিমি পশ্চিমে অবস্থান
খাল ও নদী সম্পাদনা
নদীঃ ডাকাতিয়া নদী
হাট-বাজার সম্পাদনা
১.আখনবাজার ২.মোল্লারহাট ৩.হাজীমারা বাজার ৪.কালুবেপারি হাট ৫.মিয়ার হাট ৬.সমিতির হাট
সংস্কৃতি সম্পাদনা
প্রতি বছর কালু বেপারীর বাজারে পৌষ মেলা অনুষ্ঠিত হয়।
দর্শনীয় স্থান সম্পাদনা
১.হাজীমারা স্লুইজ গেইট ২. রাহুল ঘাট
জনপ্রতিনিধি সম্পাদনা
চেয়ারম্যানঃ জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ(মিন্টু ফরায়েজি)
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |