বেগমগঞ্জ উপজেলা
বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। সোনাইমুড়ি বিভক্ত হওয়ার আগে এটি ছিল জনসংখ্যার দিক থেক বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা।
বেগমগঞ্জ | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে বেগমগঞ্জ উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৭′ উত্তর ৯১°৬′ পূর্ব / ২২.৯৫০° উত্তর ৯১.১০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৩ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ শাহেদ শাহরিয়ার (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৩৭.৮২ বর্গকিমি (৯১.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৪,৭৬,৩২৪ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৪৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৭৫ ০৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনা২২°৫২´ থেকে ২৩°০৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৯´ থেকে ৯১°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বেগমগঞ্জ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলা, দক্ষিণে নোয়াখালী সদর উপজেলা, কবিরহাট উপজেলা ও সেনবাগ উপজেলা, পূর্বে সেনবাগ উপজেলা, পশ্চিমে চাটখিল উপজেলা ও লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবেগমগঞ্জ থানা গঠিত হয় ১৮৯২ সালে। বর্তমানে এটি উপজেলা। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাউপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠাসমূহ হলো:[২]
- মাদ্রাসা
- জয়নারায়ণ পুর ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
- বসস্তবাগ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা
- চৌমুহনী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়
- ছয়ানী উচ্চ বিদ্যালয়
- চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়
- সোনাপুর নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়
- বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়
- সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ
- মদন মোহন উচ্চ বিদ্যালয়
- ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়
- মেডিকেল কলেজ
- আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
- নোয়াখালী মৌলবী আব্দুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল[৩]
- ইনস্টিটিউট
- কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ্জ
- টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, বেগমগঞ্জ
- বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
- কলেজ
- চৌমুহনী সরকারি এস এ কলেজ
- এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজ
- জালাল উদ্দিন ডিগ্রী কলেজ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
- সিরাজুল আলম খান
- বীর মুক্তিযোদ্ধা - মফজল মিয়া (মৃত্যু ১৯৯৯) পূর্ব আব্দুল্লাহপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
- শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী
- অধ্যাপক ড. আফতাব আহমেদ (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য)
- জেনারেল মঈন উদ্দিন আহমেদ (সাবেক সেনাপ্রধান)
- এম এ হাশেম (পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা)
- বরকত উল্লাহ বুলু (প্রধানমন্ত্রীর সাবেক বাণিজ্য উপদেষ্টা)
- আহমেদ ইমতিয়াজ বুলবুল (গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক)
- মামুনুর রশীদ কিরন - শিল্পপতি (গ্লোব)
- লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন তারেক
- সত্যজিৎ কর্মকার - সচিব,পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়
অর্থনীতি
সম্পাদনাউপজেলা শহর চৌমুহনী বৃহত্তর নোয়াখালীর বাণিজ্য শহর হিসেবে খ্যাত। এই অঞ্চলের অধিকাংশ বাজারের পাইকারী পণ্য চৌমুহনী থেকে নেয়া হয়। চৌমুহনীতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বইয়ের বাজার। চৌমুহনীতে আরও রয়েছে সরিষার তেল কারখানা, মুড়ি কারখানা ও রাইস মিল। উপজেলায় আরও রয়েছে ডেল্টা জুট মিল, গ্লোব ফার্মাসিউটিকাল, গ্লোব সফট ড্রিংকস, গ্লোব এগ্রোভেট, বেগমগঞ্জ ফিড মিল, ইন্টামেক্স গার্মেন্টস, বিসিক শিল্প নগরী সহ রয়েছে বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যক বৃহৎ ও মাঝারি শিল্প কল কারখানা।
জনপ্রতিনিধি
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭০ নোয়াখালী-৩ | বেগমগঞ্জ উপজেলা | মোঃ মামুনুর রশীদ কিরন | বাংলাদেশ আওয়ামী লীগ |
ক্রম নং. | পদবী | নাম | রাজনৈতিক দল |
---|---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান | মোঃ শাহেদ শাহরিয়ার | বাংলাদেশ আওয়ামী লীগ |
০২ | ভাইস চেয়ারম্যান | মোঃ নূর হোসেন মাসুদ | বাংলাদেশ আওয়ামী লীগ |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | সাজেদা আক্তার লাভলী | বাংলাদেশ আওয়ামী লীগ |
উপজেলা পরিষদের চেয়ারম্যান গণ
সম্পাদনাক্রম নং. | নাম | পদবী | কার্যকাল | রাজনৈতিক দল |
---|---|---|---|---|
০১ | রফিক উল্যাহ্ মাস্টার | চেয়ারম্যান | ২৫-০৫-১৯৮৫-
২৪-০৫-১৯৯০ |
বাংলাদেশ আওয়ামী লীগ |
০২ | ফখরুল ইসলাম এম.এ | চেয়ারম্যান | ২৫-০৫-১৯৯০- ১৫-১০-১৯৯১ | জাতীয় সমাজতান্ত্রিক দল |
০৩ | ভিপি মোহাম্মদ উল্যাহ্ | চেয়ারম্যান | ০২-০৪-২০০৯- ০৬-০৫-২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ |
০৪ | এডভোকেট আব্দুর রহিম | চেয়ারম্যান | ০৭-০৫-২০১৪- ০১-০৫-২০১৯ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
০৫ | ওমর ফারুক বাদশা | চেয়ারম্যান | ০২-০৫-২০১৯- ২৭-০৯-২০২০ | বাংলাদেশ আওয়ামী লীগ |
০৬ | মোঃ নূর হোসেন মাসুদ | ভারপ্রাপ্ত চেয়ারম্যান | ২৮-০৯-২০২০-
২০-০১-২০২১ |
বাংলাদেশ আওয়ামী লীগ |
০৭ | শাহনাজ বেগম | চেয়ারম্যান | ২১-০১-২০২১-
২৪-০৫-২০২৩ ০৫-০২-২০২৪- ১৯-০৬-২০২৪ |
বাংলাদেশ আওয়ামী লীগ |
০৮ | মোঃ নূর হোসেন মাসুদ | ভারপ্রাপ্ত চেয়ারম্যান | ২৫-০১-২০২৩-
০৪-০২-২০২৪ |
বাংলাদেশ আওয়ামী লীগ |
০৯ | মোঃ শাহেদ শাহরিয়ার | চেয়ারম্যান | ২০-০৬-২০২৪-
চলমান |
বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বেগমগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ "নোয়াখালী জেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা"। উইকিপিডিয়া। ২০২০-০৭-২৬।
- ↑ "বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তালিকা"। উইকিপিডিয়া। ২০২০-০২-২৬।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |