ছয়ানী ইউনিয়ন

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

ছয়ানী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

ছয়ানী
ইউনিয়ন
৫নং ছয়ানী ইউনিয়ন পরিষদ
ছয়ানী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ছয়ানী
ছয়ানী
ছয়ানী বাংলাদেশ-এ অবস্থিত
ছয়ানী
ছয়ানী
বাংলাদেশে ছয়ানী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৬″ উত্তর ৯১°১′১০″ পূর্ব / ২২.৮৯৬১১° উত্তর ৯১.০১৯৪৪° পূর্ব / 22.89611; 91.01944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২০.৮৩ বর্গকিমি (৮.০৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৫,৪৮৪
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৩৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ছয়ানী ইউনিয়নের আয়তন ২০.৮৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছয়ানী ইউনিয়নের জনসংখ্যা ৩৫,৪৮৪ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে ছয়ানী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আলাইয়ারপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে জিরতলী ইউনিয়ন, পূর্বে রাজগঞ্জ ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নচর মটুয়া ইউনিয়ন এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ছয়ানী ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আবদুল্যাপুর
  • আমিরপুর
  • ভবানী জীবনপুর
  • ভূপতিপুর
  • বড় মেহেদীপুর
  • বড় শিবনারায়ণপুর
  • চান্দিপুর
  • দেবীপুর
  • দোয়ালিয়া
  • দোয়ালিয়া কিসমত
  • দুর্লভপুর
  • গঙ্গাবর
  • জঙ্গীমন রাজপুর
  • জাহেদপুর
  • কামালপুর
  • কদ্ভবপুর
  • খালিশপুর
  • খোয়াজপুর
  • লক্ষ্মণপুর
  • ছোট শরীফপুর
  • ছোট শিবনারায়ণপুর
  • নিত্যানন্দপুর
  • উত্তর নয়নপুর
  • রফিকপুর
  • রমেশ্বরপুর
  • রতিরামপুর
  • সাদারী
  • দক্ষিণ জাহানাবাদ
  • দক্ষিণ কালিকাপুর
  • দক্ষিণ নয়নপুর
  • তাহিরপুর
  • তৈয়বপুর
  • তালিবপুর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছয়ানী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫১.৪%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[]

প্রাথমিক বিদ্যালয়[]

  • সাদারী জংগী মনরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছয়ানী আমানউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছয়ানী কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভবানী জীবনপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভবানীজীবনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গংগাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় মেহেদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আথালিয়া রফিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তালিবপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

মোফাজ্জল হায়দার চৌধুরী

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

বেগমগঞ্জ উপজেলা থেকে বাস, সিএনজি, অটোরিকশা যোগে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে নেমে দক্ষিণ দিকে ছয়ানী ইউনিয়ন কমপ্লেক্সে ভবন দেখা যাবে।

খাল ও নদী

সম্পাদনা

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা

  • ছয়ানী বাজার
  • সাদারি বাজার
  • দোয়ালিয়া বাজার
  • জাহানাবাদ

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • কচুয়া

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
ওহিদুজ্জামান চেয়ারম্যান
নুরুল হুদা সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ ইউসুফ সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
আতাউর রহমান সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
ছালা উদ্দিন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
ইকবাল হোসেন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
আবদুর রহমান সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ নিজার উদ্দিন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ সাহাব উদ্দিন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
আবদুল ওয়াদুদ সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
মুন্নি আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
বিবি আয়েশা সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
পারভীন আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "মাধ্যমিক বিদ্যালয়, আমানউল্যাপুর ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, ছয়ানী ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "বর্তমান পরিষদ, ছয়ানী ইউনিয়ন"chayaniup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা