রাজগঞ্জ ইউনিয়ন

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

রাজগঞ্জ বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

রাজগঞ্জ
ইউনিয়ন
৬নং রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ
রাজগঞ্জ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রাজগঞ্জ
রাজগঞ্জ
রাজগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
রাজগঞ্জ
রাজগঞ্জ
বাংলাদেশে রাজগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৬″ উত্তর ৯১°৩′৩০″ পূর্ব / ২২.৮৯৬১১° উত্তর ৯১.০৫৮৩৩° পূর্ব / 22.89611; 91.05833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৮.২৯ বর্গকিমি (৭.০৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৯,৯৫৮
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৩৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রাজগঞ্জ ইউনিয়নের আয়তন ১৮.২৯ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রাজগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ৩৯,৯৫৮ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে রাজগঞ্জ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ছয়ানী ইউনিয়ন, উত্তরে জিরতলী ইউনিয়ন, পূর্বে একলাশপুর ইউনিয়ননোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন এবং দক্ষিণে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

রাজগঞ্জ ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আলাদিগনর
  • আলামপুর
  • আলী হাসিমপুর
  • বানাবাড়ীয়া
  • বাকীপুর
  • ভবানীপুর
  • বড় কৃষ্ণরামপুর
  • বিজয়পুর
  • দেবীচরণপুর
  • দিলিলপুর
  • গণি হাকীমপুর
  • হাফিজপুর
  • ছোট হোসেনপুর
  • ছোট মহদীপুর
  • মাধবসিংহ
  • মজিদপুর
  • মনপুর
  • নানুপুর
  • উত্তর কেশবপুর
  • রাজেন্দ্রপুর
  • রাজুল্যাপুর
  • দক্ষিণ কেশবপুর
  • শ্রীধরপুর
  • টঙ্গীর পাড়
  • তেঁতৈয়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রাজগঞ্জ ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৫.৪%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[]

প্রাথমিক বিদ্যালয়[]

  • রাজুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলাদীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাধবসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেঁতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাবুপুর জিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলমপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছোট হোসেনপুর গোলাম মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

জনাব,ডি এম পারভেজ মেম্বার

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার হতে সিএনজি, অটোরিক্সা অথবা রিক্সা যোগে রাজগঞ্জ ইউনিয়নে যাওয়া যায়। লক্ষ্মীপুর জেলা থেকে রাজগঞ্জ ইউনিয়নে যাতায়তের মাধ্যম হচ্ছে চন্দ্রগঞ্জ বাজার থেকে সিএনজি, অটোরিক্সা করে ছয়ানী বাজার হয়ে রাজগঞ্জ বাজার আসা।

খাল ও নদী

সম্পাদনা

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা

  • রাজগঞ্জ বাজার
  • মজুমদারহাট বাজার
  • কালিরহাট বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • রাজগঞ্জ মিয়া বাড়ি দরগাহ
  • বৌদ্ধদের পরিত্যক্ত ধর্মীয় স্থান
  • গুহের বাড়ির দরজা
  • বৃক্ষরাম দীঘি

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ

নাম পদবি নির্বাচিত এলাকা
মোস্তাফিজুর চৌধুরী চেয়ারম্যান
আনোয়ার হোসেন সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
ছালেহ উদ্দিন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
আলমগীর হোসেন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ আবুল হোসেন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ মানিক সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ মোজাম্মেল হোসেন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ কামাল হোসেন সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ পারভেজ সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ ফরিদ আলম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
পারুল বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
লাইলী বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
নাজমা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "মাধ্যমিক বিদ্যালয়, আমানউল্যাপুর ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, রাজগঞ্জ ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা