কুতুবপুর ইউনিয়ন, বেগমগঞ্জ
কুতুবপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
কুতুবপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে কুতুবপুর ইউনিয়ন, বেগমগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°৯′৫৪″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.১৬৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | বেগমগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | কামাল হোসেন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৪৮ |
আয়তনসম্পাদনা
জনসংখ্যাসম্পাদনা
অবস্থান ও সীমানাসম্পাদনা
বেগমগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে কুতুবপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে দুর্গাপুর ইউনিয়ন, দক্ষিণে রসুলপুর ইউনিয়ন, পূর্বে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন এবং উত্তরে সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামোসম্পাদনা
কুতুবপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ।
শিক্ষা-ব্যবস্থাসম্পাদনা
মাদরাসা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর।
•এম এ হাশেম কলেজ।
•শহিদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়।
•কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
•কাজিরহাট ইসলামিয়া দাখিল মাদরাসা।
•মীর আহম্মদপুর ফাজিল মাদরাসা।
•কুতুবপুর ফাজিল মাদরাসা।
•কুতুবপুর উচ্চ বিদ্যালয়।
•আশা কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল।
• গ্রিন-লার্নিং গ্রামার স্কুল।
•কে এস এম একাডেমি।
খাল ও নদীসম্পাদনা
•কাজিরহাট
•বটতলা
•হাসপাতাল, আবদুল্যাহপুর
•মজুরটেক
•দারোগা পুকুরপাড়
•হাজি মার্কেট
•কীর্তনের হাট
•ফরায়েজির টেক
দর্শনীয় স্থানসম্পাদনা
•বেগমগঞ্জ গ্যাস ফিল্ড
•বেগমগঞ্জ গ্যাস ফিল্ডের দিঘি
•এম এ হাশেম কলেজের দিঘি
জনপ্রতিনিধিসম্পাদনা
🖋️চেয়ারম্যান— কামাল হোসেন।
- চেয়ারম্যান- জাহাঙ্গীর আলম হিরন
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |