মিরওয়ারিশপুর ইউনিয়ন
মিরওয়ারিশপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
মিরওয়ারিশপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মিরওয়ারিশপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°৫′৪৮″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.০৯৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | বেগমগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | শাহজাহান সাজু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮২৩ |
আয়তন সম্পাদনা
জনসংখ্যা সম্পাদনা
অবস্থান ও সীমানা সম্পাদনা
বেগমগঞ্জ উপজেলার উত্তরাংশে মিরওয়ারিশপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে গোপালপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে জিরতলী ইউনিয়ন, দক্ষিণে বেগমগঞ্জ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা, পূর্বে চৌমুহনী পৌরসভা ও নরোত্তমপুর ইউনিয়ন এবং উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো সম্পাদনা
মিরওয়ারিশপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা সম্পাদনা
শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
১. মিরওয়ারিশপুর বালিকা উচ্চবিদ্যালয় ২. ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩. মীরকাশেম বহুমুখী উচ্চবিদ্যালয় ৪. হাশমত উল্যাহ তা'লীমুল কোরআন মাদরাসা ৫. মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসা ৬. আজিজ একাডেমি ৭. শিশু কানন মডেল একাডেমি ৮.মিরআলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯.জামিয়াতুল উলুমিল ইসলামিয়া দারুস সুফ্ফাহ মাদরাসা
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
খাল ও নদী সম্পাদনা
হাট-বাজার সম্পাদনা
(১)বারির হাট (২) আমীন মার্কেট (৩)মজুমদার হাট (৪)মিরআলিপুর বাজার (হুরিরহাট) (৫)আপানিয়া বাজার
দর্শনীয় স্থান সম্পাদনা
১ঃমির আলিপুর বদুপাটোয়ারি জামে মসজিদ ২ঃমির আলি পুর তালতলা
জনপ্রতিনিধি সম্পাদনা
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |