সাদুল্লাপুর উপজেলা
সাদুল্লাপুর বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি প্রশাসনিক এলাকা।
সাদুল্লাপুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে সাদুল্লাপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°২৩′৫″ উত্তর ৮৯°২৮′৩″ পূর্ব / ২৫.৩৮৪৭২° উত্তর ৮৯.৪৬৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
আসন | গাইবান্ধা-৩ |
আয়তন | |
• মোট | ২৩০.১২ বর্গকিমি (৮৮.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011)[১] | |
• মোট | ২,৬৬,০৩৫ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.০৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৩২ ৮২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাসাদুল্লাপুর উপজেলা ২৫°১৭´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৩০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°৩১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ২২৭.৯৭ বর্গ কিমি আয়তনের এই উপজেলাটির উত্তরে সুন্দরগঞ্জ উপজেলা ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা, দক্ষিণে পলাশবাড়ী উপজেলা ও গাইবান্ধা সদর উপজেলা, পূর্বে গাইবান্ধা সদর উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা অবস্থিত।[২] জেলা সদর হতে এটি ১১ কিলোমিটার দূরে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাকথিত আছে বহুপুর্বে এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল । হিন্দু রাজা ও জমিদারদের একচ্ছত্র আধিপত্য ছিল। এক সময় সাইদুল্লাহ নামে এক ইসলাম ধর্মীয় সাধক এই এলাকায় এসে ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু করেন । তার নামানুসারে উপজেলার নাম রাখা হয় সাদুল্লাপুর।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- গ্রাম : ১৬৮টি
- মৌজা : ১৬৪টি
- ইউনিয়ন : ১১টি
- পৌরসভা : সাদুল্লাপুর
উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ:
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২,৬৬,০৩৫ জন (প্রায়) [৪]
পুরুষঃ ১,৩৪,৯৭৮ জন (প্রায়)[৪]
মহিলাঃ ১,৩১,০৫৭ জন(প্রায়)[৪]
মোট ভোটার: ১,৭২,০৫৬ জন[৫]
শিক্ষা
সম্পাদনা- শিক্ষার হার : ৩৫.০৭% [৬]
- পুরুষ : ৪০.০৪%
- মহিলা : ৩০.০৮%
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৯৬টি[২]
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১০৪টি
- জুনিয়র বিদ্যালয়: ১৩টি
- উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা): ৩৩টি
- উচ্চ বিদ্যালয়(বালিকা): ১৯টি
- উচ্চ বিদ্যালয়(বালক): ২টি
- এবতেদায়ী মাদ্রাসা: ৬৮টি
- দাখিল মাদ্রাসা: ৩৮ টি
- আলিম মাদ্রাসা: ৫টি
- ফাজিল মাদ্রাসা: ১টি
- কলেজ (শিক্ষা): ৬টি
- কলেজ (বালিকা): ১টি
- কারিগরী কলেজ(সহশিক্ষা): ২টি
- কারিগরী কলেজ মহিলা(সহশিক্ষা): ১টি
বাজার
সম্পাদনাহাটবাজারের সংখ্যা: ৩৬টি[৭]
বেশ কিছু বড় ও লোকসমাগম্পুর্ণ হাট উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বসে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ
- সাদুল্লাপুর হাটবাজার
- গোপালপুর বাজার(চকশালাইপুর মাদ্রাসাবাজার)
- বুজরুক রসুলপুর বাজার
- নিয়ামত নগর ( লাল বাজার )
- গোলাম মন্ডলে রহাট
- মহিষবান্দি বাজার
- নলডাঙ্গা হাটবাজার
- কান্তনগর বাজার
- নলডাঙ্গা কাঁচারী বাজার
- নাগবাড়ী বাজার
- মীরপুর হাটবাজার
- ঘেগার বাজার
- মোলং বাজার
- ভাজাকলাই বাজার
- ধাপেরহাট হাটবাজার
- বকসীগঞ্জ বাজার
- মহিপুর বাজার
- পচার বাজার
- কামারপাড়া হাটবাজার
- ঢোল ভাঙ্গা হাটবাজার
- খোর্দ্দকোমরপুর বাজার
- ইদ্রাকপুর বাজার
- মাদারহাট
- আলিনার বাজার।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আবু হোসেন সরকার - রাজনীতিবিদ
- তুলসী লাহিড়ী - সঙ্গীতজ্ঞ
- এজাজুল ইসলাম - অভিনেতা
দর্শনীয় স্থান
সম্পাদনা- নলডাঙ্গা জমিদার বাড়ি, সাদুল্লাপুর
- পীরের হাট মাজার
- শাহজামাল চৌধুরী এর মাজার
- জামালপুর শাহী মসজিদ, সাদুল্লাপুর
- পেরিমাধব জমিদার বাড়ি, কামারপাড়া, সাদুল্লাপুর
- মিয়া বাড়ী মসজিদ, তরফ কামাল,রসুলপুর, সাদুল্লাপুর
- ১৪ হাত কবরের মাজার, মহেশপুর কৃষ্ণপুর, ফরিদপুর, সাদুল্লাপুর
- সর্বমঙ্গলার মন্দির(উপমহাদেশের সব থেকে প্রাচীন মন্দির), মহেশপুর কৃষ্ণপুর, সাদুল্লাপুর
- চতরা বিল
- খেরুয়ার দিঘী, পাতিলাকুড়া, সাদুল্লাপুর
- পাকুড়িয়ার বিল, সাদুল্যাপুর (ভাতগ্রামে অবস্থিত, যা গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে বড় বিল)
- ঘেগার বাজার মাজার, সাদুল্লাপুর
নদ নদী
সম্পাদনা১.ঘাঘট নদী ২.নলেয়া নদী সাদুল্লাপুরের ২টি নদী
স্বাস্থ্য
সম্পাদনা- উপজেলা স্বাস্থ্যকেন্দ্র: ১টি (৫০ শয্যা বিশিষ্ট)[২]
- স্বাস্থ্য উপকেন্দ্র: ৬টি
- পরিবার কল্যাণ কেন্দ্র: ১০টি
- কমিউনিটি ক্লিনিক: ১০টি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সাদুল্লাপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ ক খ গ ঘ http://sadullapur.gaibandha.gov.bd
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ গ ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী
- ↑ বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস
- ↑ (২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী)
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |