সদরপুর উপজেলা

ফরিদপুর জেলার একটি উপজেলা

সদরপুর বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

সদরপুর
উপজেলা
মানচিত্র
প্রতিক্রিয়াশীল মানচিত্রে সদরপুর উপজেলা
সদরপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
সদরপুর
সদরপুর
সদরপুর বাংলাদেশ-এ অবস্থিত
সদরপুর
সদরপুর
বাংলাদেশে সদরপুর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৮′৩৩″ উত্তর ৯০°২′৫″ পূর্ব / ২৩.৪৭৫৮৩° উত্তর ৯০.০৩৪৭২° পূর্ব / 23.47583; 90.03472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
আয়তন
 • মোট২৯০ বর্গকিমি (১১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৮৮,৭৫৭
 • জনঘনত্ব৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ২৯ ৮৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই উপজেলার উত্তরে চরভদ্রাসন উপজেলাঢাকা জেলার দোহার উপজেলা, দক্ষিণে ভাঙ্গা উপজেলা, পূর্বে মাদারীপুর জেলার শিবচর উপজেলামুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা, পশ্চিমে নগরকান্দা উপজেলা

ইতিহাস সম্পাদনা

অত্র উপজেলায় আটরশিতে পীর সাহেব হযরত মওলানা মুহাম্মদ হাসমত উল্লাহ নকশ বন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) এর দরবার শরীফ তথা বিশ্ব জাকের মঞ্জিল ও থানা সদর হতে ৪ মাইল পূর্বে ঢেউখালী ইউনিয়নে চন্দ্রপাড়া পীর সাহেবের পাক দরবার শরীফ অবস্থিত। উক্ত দুটি স্থানে প্রতিদিন অসংখ্য মুরিদান ও দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়াও সদরপুর উপজেলা সদর হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে ২২ রশি জমিদার বাড়ি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য। জমিদার বাড়ীটি সংস্কার করা গেলে এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেত। আড়িয়াল খাঁ নদের উৎপত্তিস্থলে পদ্মা নদীর দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়। এ ছাড়া জাস্টিস ইব্রাহিম সাহেবের জন্মস্থান অত্র উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অবস্থিত। সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়ন এর মনিকোঠা বাজারে একটি আকর্ষণীয় সাত মাথা বিশিষ্ট খেজুর গাছ রয়েছে,,।।

সদরপুর উপজেলা ইউনিয়নসমূহ সম্পাদনা

ইউনিয়নের নাম

  1. চর বিষ্ণুপুর ইউনিয়ন
  2. আকটেরচর ইউনিয়ন
  3. নারিকেলবাড়িয়া ইউনিয়ন, সদরপুর
  4. চর নাছিরপুর ইউনিয়ন
  5. ভাষাণচর ইউনিয়ন, সদরপুর
  6. কৃষ্ণপুর ইউনিয়ন, সদরপুর
  7. সদরপুর ইউনিয়ন, সদরপুর
  8. চর মানাইর ইউনিয়ন
  9. ঢেউখালী ইউনিয়ন

শিক্ষা সম্পাদনা

শিক্ষা এই উপজেলায় ভালো উন্নতি সাধন করেছে। এখানে ৯৮ ভাগ ছেলে মেয়ে অন্তত কারিগরি শিক্ষা অর্জন করে থাকে[তথ্যসূত্র প্রয়োজন]। সদরপুরে দুটি কলেজ আছে। সদরপুরে দুইটা সরকারি উচ্চ বিদ্যালয় আছে। এছাড়াও সদরপুরে আর আরো বেশ কিছু বেসরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে

কলেজঃ ১.*সদরপুর সরকারি কলেজ ২.*সদরপুর মহিলা কলেজ

সরকারি উচ্চ বিদ্যালয়ঃ ১.*বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ২.*বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বেসরকারি উচ্চ বিদ্যালয়ঃ ১.*বাইশ রশি শিব সুন্দরী একাডেমী ২.*আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশন

নদ-নদী সম্পাদনা

সদরপুর উপজেলায় তিনটি নদী আছে। সেগুলো হচ্ছে পদ্মা নদী, আড়িয়াল খাঁ নদী এবং ভুবনেশ্বর নদ[২][৩]

উল্লেখযোগ্য স্থান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সদরপুর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৭, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৫। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগ সম্পাদনা