নেপালি ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

নেপালি ভাষা হল ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো-আর্য ভাষা। এটি ভারতের সিকিম রাজ্যের একাধিক সরকারি ভাষার একটি। [][] এছাড়াও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলের গোর্খা জনগোষ্ঠী এলাকার সরকারি ভাষাও নেপালি।[] ভারতের ২০১১ সালের জনগণনা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১৮তম সর্বাধিক প্রচলিত ভাষা। এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ২৯ লক্ষের বেশি যা ভারতের মোট জনসংখ্যার ০.২৪%।[] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ৫৭তম সর্বাধিক প্রচলিত ভাষা[]

নিচের তালিকাটি নেপালি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

ক্রম রাজ্য নেপালি ভাষাভাষী সংখ্যার শতকরা হার নেপালি সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
সিকিম ৬২.৬০% ৩৮২২০০ ৩য়
অরুণাচল প্রদেশ ৬.৮৯% ৯৫৩১৭ ৫ম
মণিপুর ২.২৩% ৬৩৭৫৬ ৮ম
নাগাল্যান্ড ২.২০% ৪৩৪৮১ ১০ম
আসাম ১.৯১% ৫৯৬২১০ ২য়
মেঘালয় ১.৮৪% ৫৪৭১৬ ৯ম
হিমাচল প্রদেশ ১.৩০% ৮৯৫০৮ ৬ষ্ঠ
পশ্চিমবঙ্গ ১.২৭% ১১৫৫৩৭৫ ১ম
উত্তরাখণ্ড ১.০৫% ১০৬৩৯৯ ৪র্থ
১০ মিজোরাম ০.৮২% ৮৯৯৪
১১ চণ্ডীগড় ০.৬২% ৬৫৪৬
১২ দমন ও দিউ ০.৫৮% ১৪০১
১৩ দাদরা ও নগর হাভেলি ০.৩৪% ১১৫২
১৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ০.২৫% ৯৪৯
১৫ দিল্লি ০.২২% ৩৭৪৬৮
১৬ জম্মু ও কাশ্মীর ০.১৮% ২২১৩৮
১৭ গোয়া ০.১৮% ২৬০০
১৮ পাঞ্জাব ০.০৮% ২২০৬১
১৯ হরিয়ানা ০.০৮% ১৯৯১৪
২০ ত্রিপুরা ০.০৮% ২৭৮৭
২১ মহারাষ্ট্র ০.০৭% ৭৫৬৮৩ ৭ম
২২ ঝাড়খণ্ড ০.০৫% ১৬৯৫৬
২৩ গুজরাট ০.০৪% ২৫১৪২
২৪ কর্ণাটক ০.০৩% ১৯২৭৪
২৫ পুদুচেরি ০.০৩% ৪৩১
২৬ ওড়িশা ০.০২% ৮৬৫৪
২৭ উত্তরপ্রদেশ ০.০১% ১৮৭৪৩
২৮ অন্ধ্রপ্রদেশ ০.০১% ১১৫৫১
২৯ মধ্যপ্রদেশ ০.০১% ৮৭২৪
৩০ রাজস্থান ০.০১% ৭৬৩৬
৩১ তামিলনাড়ু ০.০১% ৭৫৭৫
৩২ কেরল ০.০১% ৩৬৬৫
৩৩ ছত্তিশগড় ০.০১% ৩৪৩১
৩৪ বিহার - ৫৭২৭
৩৫ লাক্ষাদ্বীপ - ৩৫তম
ভারত ০.২৪% ২৯,২৬,১৬৮ অষ্টাদশ প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[]

সম্পাদনা
সিকিম
  1. দক্ষিণ সিকিম জেলা - ১০৬৭০২ (৭২.৬৬%)
  2. পূর্ব সিকিম জেলা - ১৮৬০১৫ (৬৫.৫৯%)
  3. পশ্চিম সিকিম জেলা - ৭৯৩২৬ (৫৮.১৪%)
  4. উত্তর সিকিম জেলা - ১০১৫৭ (২৩.২৪%)
অরুণাচল প্রদেশ
  1. নিম্ন দিবাং উপত্যকা জেলা - ১৩১৩৫ (২৪.২৯%)
  2. পশ্চিম কামেং জেলা - ১৪৩৩৩ (১৭.০৭%)
  3. লোহিত জেলা - ২১৮৭২ (১৫.০১%)
  4. দিবাং উপত্যকা জেলা - ১১৩৬ (১৪.১৯%)
  5. পূর্ব সিয়াং জেলা - ১০১৭৩ (১০.২৫%)
  6. চংলং জেলা - ১০৫১১ (৭.০৯%)
  7. তাওয়াং জেলা - ৩৫০২ (৭.০১%)
  8. অঞ্জো জেলা - ১১১৬ (৫.২৭%)
  9. পাপুম পারে জেলা - ৭৯৬১ (৪.৫১%)
  10. উচ্চ সিয়াং জেলা - ১৫৬৯ (৪.৪৪%)
  11. পশ্চিম সিয়াং জেলা - ৩০৭১ (২.৭৪%)
  12. নিম্ন সুবনসিরি জেলা - ২০০৬ (২.৪২%)
  13. পূর্ব কামেং জেলা - ১৮৮২ (২.৩৯%)
  14. তিরপ জেলা - ১৯৭৮ (১.৭৭%)
  15. উচ্চ সুবনসিরি জেলা - ৮৭৪ (১.০৫%)
মণিপুর
  1. সেনাপতি জেলা - ৩৯০৩৯ (৮.১৫%)
  2. ইম্ফল পশ্চিম জেলা - ১০৩৯১ (২.০১%)
  3. ইম্ফল পূর্ব জেলা - ৬৯০৩ (১.৫১%)
  4. উখরুল জেলা - ২৪১০ (১.৩১%)
  5. চান্দেল জেলা - ১১৬০ (০.৮০%)
  6. চূড়াচাঁদপুর জেলা - ১৩৫৯ (০.৫০%)
নাগাল্যান্ড
  1. ডিমাপুর জেলা - ২১৫৯৬ (৫.৭০%)
  2. কোহিমা জেলা - ৯৮১২ (৩.৬৬%)
  3. পেরেন জেলা - ২৪২২ (২.৫৪%)
  4. মোককচাং জেলা - ৩৩০৭ (১.৭০%)
  5. মন জেলা - ২১৫৩ (০.৮৬%)
  6. ওখা জেলা - ১৩৮৯ (০.৮৪%)
  7. ফেক জেলা - ১২৩৮ (০.৭৬%)
  8. লংলেং জেলা - ৩৭৯ (০.৭৫%)
আসাম
  1. তিনসুকিয়া জেলা - ৯৯৮১২ (৭.৫২%)
  2. শোণিতপুর জেলা - ১৩৫৫২৫ (৭.০৪%)
  3. ডিমা হাসাও জেলা - ১৩৬১৫ (৬.৩৬%)
  4. ওদালগুড়ি জেলা - ৪৬৬০৩ (৫.৬০%)
  5. কার্বি আংলং জেলা - ৫১৪৯৬ (৫.৩৯%)
  6. ধেমাজি জেলা - ৩৬০৫৮ (৫.২৬%)
  7. বাক্সা জেলা - ৩৩৭৬২ (৩.৫৫%)
  8. চিরাং জেলা - ১২০৯১ (২.৫১%)
  9. গোলাঘাট জেলা - ২৬৬২৩ (২.৫০%)
  10. কামরূপ মহানগর জেলা - ৩০০২৯ (২.৩৯%)
  11. লখিমপুর জেলা - ২৪৫১৪ (২.৩৫%)
  12. ডিব্রুগড় জেলা - ২২৭৮৫ (১.৭২%)
  13. কোকরাঝাড় জেলা - ১৪৬১৪ (১.৬৫%)
  14. শিবসাগর জেলা - ৯৮৯৬ (০.৮৬%)
  15. নগাঁও জেলা - ১৪৬৪৩ (০.৫২%)
মেঘালয়
  1. পূর্ব খাসি পাহাড় জেলা - ৩৭০০০ (৪.৪৮%)
  2. রী ভোঈ জেলা - ১০৫২৪ (৪.০৭%)
  3. পশ্চিম গারো পাহাড় জেলা - ৩৪৬৭ (০.৫৪%)
নাগাল্যান্ড
  1. কিন্নর জেলা - ৫৯১১ (৭.০৩%)
  2. শিমলা জেলা - ৩৭৬৯৩ (৪.৬৩%)
  3. লাহুল এবং স্পিতি জেলা - ৮৯১ (২.৮২%)
  4. কুলু জেলা - ১০৮৭৭ (২.৪৮%)
  5. সোলান জেলা - ১৩৬২৯ (২.৩৫%)
  6. সিরমৌর জেলা - ৫০০৪ (০.৯৪%)
  7. চাম্বা জেলা - ৩৫৭৩ (০.৬৯%)
  8. কাংড়া জেলা - ৮২২৩ (০.৫৪%)
পশ্চিমবঙ্গ
  1. দার্জিলিং জেলা - ৮৫৬৬৭০ (৪৬.৩৯%)
  2. জলপাইগুড়ি জেলা - ২৬১৪৪৩ (৬.৭৫%)
উত্তরাখণ্ড
  1. দেরাদুন জেলা - ৫৬২৮১ (৩.৩২%)
  2. উত্তরকাশী জেলা - ৭১৬২ (২.১৭%)
  3. পিথোরাগড় জেলা - ৭২৫৯ (১.৫০%)
  4. চামোলি জেলা - ৫৩৯৪ (১.৩৮%)
  5. পৌড়ী গাড়োয়াল জেলা - ৮২৮৯ (১.২১%)
  6. তেহরি গাড়োয়াল জেলা - ৫৮৭৬ (০.৯৫%)
  7. বাগেশ্বর জেলা - ২১৫৮ (০.৮৩%)
  8. নয়নীতাল জেলা - ৫৯৮৪ (০.৬৩%)
  9. রুদ্রপ্রয়াগ জেলা - ১৪৪৪ (০.৬০%)
মিজোরাম
  1. কোলাসিব জেলা - ১৫৯৬ (১.৮৫%)
  2. আইজল জেলা - ৬৫২ (১.৫১%)
চণ্ডীগড়
  1. চণ্ডীগড় - ৬৫৪৬ (০.৬২%)
দমন ও দিউ
  1. দমন জেলা - ১৩৬৫ (০.৭১%)
দিল্লি
  1. নতুন দিল্লি জেলা - ১২৭৪ (০.৯০%)
  2. দক্ষিণ পশ্চিম দিল্লি জেলা - ১১৬৯৫ (০.৫১%)
জম্মু ও কাশ্মীর
  1. রামবন জেলা - ১০৩২৮ (৩.৬৪%)
  2. লেহ জেলা - ১৩৫০ (১.০১%)

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী মারাঠিভাষীর তালিকা নিম্নরূপ:[][]

রাজ্য ক্রম রাজ্য মারাঠিভাষী সংখ্যা
ভারত ২৮,৭১,৭৪৯
০.২৮%
জম্মু ও কাশ্মীর ৮১৯৯
হিমাচল প্রদেশ ৭০২৭২
পাঞ্জার ১৯৭৭৮
চণ্ডীগড় ৫৩৯০
উত্তরাখণ্ড ৯১০৪৭
হরিয়ানা ২০৩৬২
দিল্লি ৪৪৩৬৭
রাজস্থান ১০৫৬৯
উত্তর প্রদেশ ২৬৩৯৮২
১০ বিহার ১৮৭৬৩
১১ সিকিম ৩৩৮৬০৬
১২ অরুণাচল প্রদেশ ৯৪৯১৯
১৩ নাগাল্যান্ড ৩৪২২২
১৪ মণিপুর ৪৫৯৯৮
১৫ মিজোরাম ৮৯৪৮
১৬ ত্রিপুরা ৩৩৭৭
১৭ মেঘালয় ৫২১৫৫
১৮ আসাম ৫৬৪৭৯০
১৯ পশ্চিমবঙ্গ ১০২২৭২৫
২০ ঝাড়খণ্ড ১৭৩২৬
২১ ওড়িশা ৯৯২৭
২২ ছত্তিশগড় ৩৪২৪
২৩ মধ্যপ্রদেশ ১০৯২৩
২৪ গুজরাত ১৭১২৩
২৫ দমন ও দিউ ১৪০৭
২৬ দাদরা ও নগর হাভেলি ১০৩০
২৭ মহারাষ্ট্র ৬৩৪৮০
২৮ অন্ধ্রপ্রদেশ ৮২৩৩
২৯ কর্ণাটক ১০০৩৮
৩০ গোয়া ২১৩৫
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ২৭১৫
৩৩ তামিলনাড়ু ৪৩২৩
৩৪ পুদুচেরি ৪১১
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৭৮২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://mdoner.gov.in/sikkim
  2. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (পিডিএফ)। Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India। পৃষ্ঠা 34–35। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. https://www.indianexpress.com/article/explained/nepali-language-west-bengal-darljeeling-gorkhaland-movement-gorkha-hills-2766764/lite/
  4. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  6. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  7. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  8. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  9. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm