লখিমপুর জেলা

আসাম রাজ্যের একটি জেলা

লখিমপুর বা লক্ষীমপুর জেলা (অসমীয়া: লখিমপুৰ জিলা) (ইংরেজি: Lakhimpur district); (উচ্চারণ: ˌlækɪmˈpʊə) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। এ জেলার উত্তরে অরুণাচল প্রদেশ, দক্ষিণে যোরহাট জেলা এবং ব্রহ্মপুত্র নদী, পূর্বে ধেমাজি জেলাডিব্রুগড় জেলা এবং পশ্চিমে শোণিতপুর জেলা। জেলার সদরদপ্তর হচ্ছে উত্তর লখিমপুর। এ জেলায় মহকুমা দুটা- উত্তর লখিমপুরঢকুবাখনা

লখিমপুর জেলা
জেলা
সুবর্ণসিড়ি নদী
সুবর্ণসিড়ি নদী
আসামে জেলার অবস্থান
আসামে জেলার অবস্থান
দেশভারত ভারত
রাজ্যঅসম
সদরউত্তর লখিমপুর
আয়তন
 • মোট২,২৭৭ বর্গকিমি (৮৭৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৪০,৬৪৪
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইটwww.lakhimpur.nic.in

ইতিহাসসম্পাদনা

অবস্থানসম্পাদনা

জলবায়ুসম্পাদনা

ভূগোলসম্পাদনা

প্ৰশাসনসম্পাদনা

জনগোষ্ঠীসম্পাদনা

দৰ্শনীয় স্থানসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা