দমন জেলা

দমন ও দিউের একটি জেলা

দমন জেলা হল ভারতের পশ্চিমপ্রান্তে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের তিনটি জেলার অন্যতম[]। দমন জেলার উত্তর, পূর্ব ও দক্ষিণ গুজরাত রাজ্যেভালসাড় জেলা এবং পশ্চিম আরব সাগর দ্বারা সীমাবদ্ধ। জেলাটির আয়তন ৭২ বর্গকিলোমিটার (২৮ বর্গ মাইল), এবং ২০১১র জনগণনা অনুযায়ী ১৯১,১৭৩ জন। জেলা সদর দমন[]

দমন জেলা, ভারত
ভারতের জেলা
দমন জেলা, ভারত ভারত-এ অবস্থিত
দমন জেলা, ভারত
দমন জেলা, ভারত
দমন জেলার সদর
স্থানাঙ্ক: ২০°২৫′ উত্তর ৭২°৫৩′ পূর্ব / ২০.৪১° উত্তর ৭২.৮৯° পূর্ব / 20.41; 72.89
দেশ India
কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ
সদরদমন
আয়তন
 • মোট৭২ বর্গকিমি (২৮ বর্গমাইল)
উচ্চতা০ মিটার (০ ফুট)
জনসংখ্যা (২০১১ ভারতের জনগণনা)
 • মোট১,৯১,১৭৩
 • জনঘনত্ব২,৭০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল)
ভাষা
 • Officialগুজরাতি, মারাঠি, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+5:30)
লিঙ্গানুপাত1.69 /
ওয়েবসাইটhttp://daman.nic.in/

দমন জেলাটি দমনগঙ্গা নদীর মোহনায় অবস্থিত। নিকটতম রেলওয়ে স্টেশনটি ভাপি (৭ কিমি)। এটি সমুদ্র সৈকত, পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্য, গীর্জা এবং দমন গঙ্গার দুই পারে যমজ শহর ননী-দমন এবং মোতি-দমন শহরগুলির মনোরম সৌন্দর্যের জন্যও বিখ্যাত। দমন জেলার উত্তরে সুরাত শহর এবং দক্ষিণে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মুম্বাই শহর অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

জনমিতি

সম্পাদনা

২০১১ সালের জনগণনা অনুসারে দমন জেলার জনসংখ্যা ১৯১,১৭৩ জন ,যা প্রায় সামোয়া রাষ্ট্রের জনসংখ্যার সমান। এটি জেলাটিকে ভারতে মোট ৬৪০টি জেলার মধ্যে ৫৯২তম স্থান দেয়। এই জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২৬৫৫ জন (৬৮৮০ জন / বর্গ মাইল)। ২০০১-২০১১ এর দশকে এর জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ৬৯.২৫৬%। দমন জেলা অত্যন্ত খারাপ লিঙ্গানুপাতের জন্যে কুখ্যাত। দমনের প্রতি ১০০০ জন পুরুষের মাত্র ৫৩৩ জন মহিলা এবং সাক্ষরতার হার ৮৮.০৬%.

শিক্ষা

সম্পাদনা

দমন জেলাতে একাধিক স্কুল এবং একটি সরকারি কলেজ রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Daman and Diu: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃষ্ঠা 1216আইএসবিএন 978-81-230-1617-7