ওদালগুড়ি জেলা
আসামের একটি জেলা
ওদালগুড়ি জেলা (Pron:ˌʊdʌlˈgʊəri) (অসমীয়া: ওদালগুৰি জিলা) (ইংরেজি: Udalguri district) ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। ওদালগুরি জেলা বোড়োল্যান্ড স্বায়ত্বশাসিত পরিষদের অন্তৰ্গত। ওদালগুড়ি নগর জেলার সদরদপ্তর।
ওদালগুড়ি জেলা ওদালগুৰি জিলা | |
---|---|
জেলা | |
![]() আসামে ওদালগুড়ি জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: স্থানাঙ্ক: ২৬°৪৪′৪২.৭২″ উত্তর ৯২°০৫′৪৬.৩২″ পূর্ব / ২৬.৭৪৫২০০০° উত্তর ৯২.০৯৬২০০০° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | আসাম |
সদরদপ্তর | ওদালগুড়ি |
আয়তন | |
• মোট | ১,৬৭৬ বর্গকিমি (৬৪৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ৮,৩২,৭৬৯ |
• জনঘনত্ব | ৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
পিনকোড | ৭৮৪৫০৯ |
টেলিফোন কোড | ০৩৭১১ |
আইএসও ৩১৬৬ কোড | IN-AS |
যানবাহন নিবন্ধন | AS-27 |
ওয়েবসাইট | udalguri.gov.in |
ভৌগোলিক বিবরণসম্পাদনা
ওদালগুরি জেলার ভৌগোলিক অবস্থান ৯১°৪৫′ থেকে ৯২°১৫′ দ্রাঘিমাংশ এবং ২৬°১৫′ থেকে ২৭° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। ওদালগুরি জেলার উত্তরে ভূটান এবং অরুণাচল প্রদেশ, পূবে শোণিতপুর জেলা, পশ্চিমে বাক্সা এবং কামরূপ জেলা, দক্ষিণে দরং জেলা অবস্থিত। ওদালগুরি জেলার (বিটিএডি) আয়তন ৩৪৮১ বর্গ কিলোমিটার।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Udalguri : Census 2011; আহৰণৰ তাৰিখ: ২২ এপ্ৰিল, ২০১২