লংলেং জেলা
লংলেং জেলা নাগাল্যান্ডের এগারটি জেলার মধ্যে অন্যতম জেলা৷ এই জেলাটির সংখ্যাগরিষ্ঠ লোকরা হচ্ছে ফোম জনজাতির (Phom tribe)৷ আগে লংলেং জেলা নাগাল্যান্ডের টুয়েনসাং জেলা প্রশাসনের অধীনে ছিল যদিও ২০০৪ সালের জানুয়ারি মাসে এই জেলাকে পৃথক জেলার মর্যদা প্রদান করা হয়৷[১]
লংলেং জেলা | |
---|---|
জেলা | |
নাগাল্যান্ডে লংলেং জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩১′ উত্তর ৯৪°৫৬′ পূর্ব / ২৬.৫১৭° উত্তর ৯৪.৯৩৩° পূর্ব | |
রাজ্য | নাগাল্যান্ড |
দেশ | ভারত |
বিধানসভা সমষ্টি | লংলেং |
উচ্চতা | ১,০৬৬ মিটার (৩,৪৯৭ ফুট) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৫০,৫৯৩ |
সময় অঞ্চল | ভা.মা.স. (ইউটিসি+05:30) |
আইএসও ৩১৬৬ কোড | IN-NL |
ওয়েবসাইট | longleng |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনালংলেং নাগাল্যান্ডের দশম জেলা৷ এই জেলার উত্তরে মন জেলা, দক্ষিণে টুয়েনসাং জেলা এবং পশ্চিমে মককচুং জেলা অবস্থিত৷ এই জেলার সদর শহর লংলেং যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৬৬ মিটার উচ্চতাত অবস্থিত৷ এই জেলার প্রধান টাউনসমূহ হচ্ছে তামলু (Tamlu) এবং লংলেং এবং মূল নদী দিখো (Dikhu)।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ জনর জনসংখ্যা অনুসারে লংলেং জেলার মোট জনসংখ্যা ৫০,৫৯৩ জন৷[১] ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার দিক থেকে এই জেলার স্থান ৬৩২৷ [১] লংলেঙের প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯০৩ জন৷[১] এই জেলার সাক্ষরতার হার ৭৩.১%।[১]
লংলেং জেলার সংখ্যাগরিষ্ঠ লোকের ব্যবহার করা ভাষাটি হল ফোম (Phom)৷