নাগাল্যান্ডের জেলাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(নাগাল্যান্ডের জেলাসমূহ থেকে পুনর্নির্দেশিত)

নাগাল্যান্ড (ইংরেজি: Nagaland), ভারতবর্ষ এর উত্তর পূর্বাঞ্চলএর একটি রাজ্য। নাগাল্যান্ডে মোট ১২ টি জেলা আছে।

নাগাল্যান্ডের জেলাসমূহের মানচিত্র

প্রশাসন সম্পাদনা

জেলাসমূ্হ প্রশাসনিক বিষয়ের প্রধান হলেন জেলা দণ্ডাধিকারী অথবা জেলা উপায়ুক্ত। রাজ্যটির বিভিন্ন সরকারি বিভাগ জেলা দণ্ডাধিকারী অথবা জেলা উপায়ুক্তকে জেলাটি সূচারুরূপে পরিচালনা করতে সহায়তা করে।

জেলাটির পুলিস সম্বন্ধীয় শাখা পুলিস অধীক্ষক (Superintendent of Police) পরিচালনা করেন।

ইতিহাস সম্পাদনা

প্রথমে নাগাল্যান্ডে আটটি জেলা ছিল। কিছুদিন পূর্বে তিনটি নতুন জেলা সৃষ্টি করা হয়েছে। সেইকয়টি হল: কিফিরে জেলা (Kiphire district), লংলেং জেলা (Longleng district) ও পেরেন জেলা (Peren district)।

জেলাসমূ্হ সম্পাদনা

নাগাল্যান্ডের ১২টি জেলার নাম হল:

  1. ডিমাপুর জেলা
  2. কিফিরে জেলা
  3. কোহিমা জেলা
  4. লংলেং জেলা
  5. মোককচাং জেলা
  6. মন জেলা
  7. পেরেন জেলা
  8. ফেক জেলা
  9. টুয়েনসাং জেলা
  10. ওখা জেলা
  11. জুনহেবটো জেলা
  12. নোকলাক জেলা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা