উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৪/১-৬

প্রশাসকদের আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - জুন জুলাই - ডিসেম্বর
২০১৪ নেই ১২
২০১৫ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৬ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৭ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৮ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৯ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২০ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২১ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২২ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২৩ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২৪ ১ থেকে ৬ ৭ থেকে ১২


আন্তঃউইকি স্প্যাম : গাড়ি দুর্ঘটনা আইনজীবী

অন্য উইকিতে বাধাপ্রাপ্ত RojinaKhatu (অবদান | বৈশ্বিক অ্যাকাউন্ট) বাংলা উইকিপিডিয়ায় গাড়ি দুর্ঘটনা আইনজীবী (ওয়েবসাইট) নামের একটি পাতা একাধিকবার তৈরির চেষ্টা করছেন। আমার কাছে এটি আন্তঃউইকি স্প্যাম মনে হচ্ছে। — AKanik 💬 ১৭:১১, ১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

হ্যাঁ, আন্তঃউইকি স্প্যাম। নিবন্ধ অপসারণ করা হয়েছে। বাংলা উইকিপিডিয়া ও উইকিউপাত্তে বাধা দেওয়া হয়েছে। বৈশ্বিক লকের অনুরোধ করা হয়েছে। Yahya (আলাপ) ১৭:৩১, ১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সংস্করণ অপসারণ

বিশেষ:পার্থক্য/7130026 অপসারণ করুন। কারণ: কপিরাইট লঙ্ঘন (কপিভায়ো প্রতিবেদন) ― 💬 কাপুদান পাশা  ☪  ১৮:২৪, ১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ২০:০৯, ১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সংস্করণ অপসারণ

ব্যক্তিগত তথ্য থাকার কারণে এই সংস্করণটি অপসারণ করুন। (نقاش) عبد الله ০২:৪৯, ২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছে ব্যবহারকারী:MdsShakil কর্তৃক। — AKanik 💬 ০৩:২২, ২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সংস্করণ অপসারণ করুন

বিশেষ:পার্থক্য/7145963, সঅ২ বোরহান (আলাপ) ০২:১০, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছে Yahya (আলাপ) ০৫:৪৩, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

ব্যবহারকারীর অধিকার

ব্যবহারকারী সম্পাদনা সংখ্যা সর্বশেষ সম্পাদনা অধিকার
Taief.shahed ৭১৫ ৯ জুলাই ২০১৩ autopatrolled
Auyon ৯১৫ ৮ এপ্রিল ২০১৪ autopatrolled
Sajjad ctg ৬৫২ ১৮ মে ২০১৪ autopatrolled
Motiur Rahman Oni ১,২৮৫ ১৩ জুন ২০১৬ autopatrolled,reviewer,rollbacker
Asifmuktadir ১,৬৯৬ ১৩ জুন ২০১৬ autopatrolled
Khaled0147 ৪,২০৪ ১৯ জুন ২০১৬ autopatrolled,rollbacker
WikiMonir ১,২৭৪ ৩০ এপ্রিল ২০১৭ autopatrolled
Adib5271 ৪,২৭৮ ২৬ জানুয়ারি ২০১৮ autopatrolled
Engr.Rafi ৬৫৫ ২১ এপ্রিল ২০১৮ autopatrolled
Hemayet ৪,৪৬৪ ৫ মে ২০১৮ autopatrolled
Kaisernahid ২০০ ৫ আগস্ট ২০১৮ autopatrolled
Nirvik12 ৪,৬০০ ৯ আগস্ট ২০১৮ autopatrolled,filemover,reviewer,rollbacker
Masud1395 ২,০৬৩ ১৮ অক্টোবর ২০১৮ autopatrolled
Syed Nur Kamal ৩,০৭৩ ২৫ নভেম্বর ২০১৮ autopatrolled,rollbacker
Rafaell Russell ৩,০৭৫ ১৯ মার্চ ২০১৯ autopatrolled,reviewer,rollbacker
Himel Rahmon ২,৭৪৬ ৩০ জুন ২০১৯ autopatrolled
St.teresa ১,৪৮৮ ১৩ আগস্ট ২০১৯ reviewer
S. M. Nazmus Shakib ১৫,০৮৪ ৩ মার্চ ২০২০ autopatrolled,reviewer,rollbacker
Munirhasan ১,১৯০ ২৮ এপ্রিল ২০২০ autopatrolled
Muhammad ১৩,৪৫৫ ২৮ এপ্রিল ২০২০ autopatrolled
Sajibur ১,৭৫৫ ২৪ মে ২০২০ autopatrolled
Rantybd ১,১৮৭ ২৯ মে ২০২০ autopatrolled
Ainz Ooal Gown ৪৫১ ২২ জুলাই ২০২০ rollbacker
Shafi Azim ৩,৭৫৫ ২৭ অক্টোবর ২০২০ autopatrolled
Ali Haidar Khan ২,৫১৮ ২৫ ডিসেম্বর ২০২০ autopatrolled,reviewer

উপরোল্লিখিত ব্যবহারকারীরা গত তিন বছরের বেশি ষময় ধরে নিষ্ক্রিয়, তবে তাদের কিছু বিশেষ ব্যবহারকারী অধিকার রয়েছে। আমি মনে করি বর্তমানে তাদের অধিকার গুলো অপসাণ করে রাখা ভালো, পরে যদি তারা আবার সক্রিয় হয়, তাহলে তাদের অনুরোধের ভিত্তিতে সেই ব্যবহারকারী অধিকারগুলি আবার দেয়া যাবে। একই ভাবে, Nazrul Islam Nahid এর অধিকার গুলো অপসাণ করা হোক, কেননা ভাকে উইকিপিডিয়ায় সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধা দেয়া হয়েছে। এবং, বাধা অপসারণের অনুরোধ দুই বার নাকচ করা হয়েছে, এবং তিনি সুযোগের অপব্যবহার করেছেন। জনি (আলাপ) ১১:১৮, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@জনি, বিষয়টি উত্থাপনের জন্য ধন্যবাদ। তবে আমি এই অধিকারগুলো অপসারণের পক্ষে নই। কারণে এগুলো সে অর্থে ‘বিশেষ’ কোনো অধিকার নেই, যা অপব্যবহারের সুযোগ অত্যন্ত সীমিত। তাছাড়া অনেক বছর পর একটি অবদান রাখতে এসে যদি একজন অভিজ্ঞ ব্যবহারকারীর অবদান প্যাট্রোল বা রিভিউ করা লাগে, বিষয়টা সুন্দর দেখায় না। একই সাথে বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর (অসীম বা সসীম মেয়াদে) থেকে অধিকার অপসারণও অপ্রয়োজনীয়, কারণ সম্পাদনায় বাধা দান থাকলে ঐ অধিকার অর্থহীন বরং এটি প্রমাণ করে যে একজন তুলামূলকভাবে অভিজ্ঞ ব্যবহারকারী কোনো একটি কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন ও হতে পারেন। আমার মনে হয় এটাকে ব্যুরোক্র্যাসির দিক থেকে না দেখে উইকির স্পিরিটের দিক থেকে দেখা উত্তম। — তানভির১২:০৪, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
তানভির ভাই, আমি আপনার সাথে দ্বিমত করছি না, আমি শুধু বিষয়টি নজরে এনেছি। জনি (আলাপ) ১৩:০০, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
আমি তানভির ভাইয়ের সাথে একমত। দীর্ঘমেয়াদী অপব্যবহারকারী না হলে বাধাপ্রাপ্ত হলেই অধিকার অপসারণ করা ঠিক নয়। অন্য বড় প্রকল্পগুলোতেও এটা করা হয় না। আর নিষ্ক্রিয়তার জন্য অধিকার অপসারণ করতে হলে সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। তবে এরকম নীতিমালা করাটাও যৌক্তিক কিনা তাও আলোচনার বিষয়। Yahya (আলাপ) ১৩:১৫, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

  করা হয়নি নিষ্ক্রিয়তার জন্য অধিকার অপসারণে নীতিমালা না থাকায় অধিকারগুলো অপসারণ করা হয়নি। সম্প্রদায় যদি মনে করে নিষ্ক্রিয় ব্যবহারকারীদের অধিকার অপসারণ করা উচিত তাহলে এইজন্য প্রথমে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করতে হবে। নীতিমালা তৈরি হলে প্রশাসকগণ সেই নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫৪, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

আনব্লক করার জন্য অনুরোধ এবং ক্ষমাপ্রার্থনা

Please unblock me. I did, which I accept. I apologies. if it happens in future, ban me for life.


Please give me a chance


Regards

Tanzir Islam Britto

Email: vespercasper@gmail.com Tanzir Islam Britto (আলাপ) ১৮:৫৭, ১৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Tanzir Islam Britto আপনি এই প্রকল্পে বাধাপ্রাপ্ত নন। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের উইকিউপাত্তের বাধার ব্যাপারে কিছু করার নেই। উইকিউপাত্তে বাধাপ্রাপ্ত হওয়ার পর আমাকে বলেছিলেন, আপনি আর কোনো উইকমিডিয়া প্রকল্পে সম্পাদনা অধিকারের অপব্যবহার করবেন না। তারপরও একাধিক অ্যাকাউন্ট খুলেছেন। সুতরাং দুঃখিত। Yahya (আলাপ) ১৯:২৪, ১৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

নিবন্ধ

আমি যে নিবন্ধটি ভূল করে তৈরি করে ফেলছি। আমার পৃষ্ঠাগুলি তৈরি করা হয়েছে সেখানে যোগ হয়েছে। ভূল করে যে পাতাটি তৈরি করেছি সেটা কি পৃষ্ঠাগুলি তৈরি হিস্টোরি থেকে মুছে দেওয়া যাবে। Md Abu Sayeed (আলাপ) ২০:৩৫, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Md Abu Sayeed, না ভাই। ওটি একটি সরঞ্জামে থাকা তালিকা মাত্র। কোন নিবন্ধ অপসারণ হওয়া মানে এই নয় যে আপনি খারাপ সম্পাদনা করছেন। এগুলি নিয়ে একবিন্দু মাথা ঘামাবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪০, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ধন্যবাদ ভাই। পাতাটি ভুলবশত ভাবে তৈরি হয়েছে যেমন কেউ পাতাটি তৈরি করেছিল। আমি দেখছি যে নতুন পাতাতে নিবন্ধ কোন তথ্য নেই খালি, আমি সম্পাদনা করে ট্যাগ যোগ করছি সেই নতুন করে আবার পাতা তৈরি হয়েছে যা আমার সম্পাদনার মাঝে অপসারণ করা হয়েছিল এজন্য নতুন করে আবার তৈরি হয়েছিল। Md Abu Sayeed (আলাপ) ০৪:৪১, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের নিকট বিভিন্ন অনুরোধের বিষয় সম্পর্কে আলোচনার স্থান, ভবিষ্যতে প্রশাসন সংক্রান্ত নয় এমন কোন আলোচনা এখানে শুরু না করার পরামর্শ। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৭, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

103.107.161 থেকে ধ্বংসপ্রবণতা

এই আইপি পরিসীমা থেকে টানা ধ্বংসপ্রবণতা হয়ে চলছে। সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতগুলো সম্পাদনা (প্রায় ৩০টি) হয়েছে এই পরিসীমা থেকে সবগুলোই পুনবর্হালকৃত। — AKanik 💬 ১৫:৫৮, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৬:০২, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

"ভারতীয় জিন্না পার্টি" পুনর্নির্দেশগুলো অপসারণের প্রস্তাব

এই "ভারতীয় জিন্না পার্টি" পুনর্নির্দেশগুলো অপসারণ করা উচিত, কারণ এগুলো উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নীতিকে লঙ্ঘিত করছে। ইংরেজি উইকিপিডিয়ায় এধরনের পুনর্নির্দেশ অপসারণ করা হয়েছে। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৬:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৮:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক

ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্নপদক https://www.wikidata.org/wiki/Q124610203 এই টি কে মনে করি ভেরিফাই ব্যাজ দেওয়া উচিত Masrur33 (আলাপ) ০৯:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Masrur33 ভেরিফাই ব্যাজ বলতে কী বুঝাচ্ছেন? Yahya (আলাপ) ১১:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
যে কেউ এসে তথ্য পরিবর্তন করতে পারবে না।সেটার কথা বলছিলাম। ধ্বংস বাধা দান এর ব্যাপার Masrur33 (আলাপ) ১১:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Yahya আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? Masrur33 (আলাপ) ১১:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Yahya ধংসপ্রবনতা রোধে সুরক্ষিত ব্যাপার টা নিয়ে বলতে চাচ্ছি Masrur33 (আলাপ) ১১:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Masrur33 উইকিপিডিয়ায় কোনো যৌক্তিক কারণ ছাড়া কোনো নিবন্ধ সুরক্ষিত করা হয়না। ওই পাতায় এখনো কোনো ধ্বংসপ্রবণতা হয়নি, হওয়ার ঝুঁকিও নেই। আর উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভের একটি হলো, উইকিপিডিয়া সবাই সম্পাদনা করতে পারবে। কোনো কারণ ছাড়া সুরক্ষিত করা উইকিপিডিয়ার মূলনীতির লঙ্ঘন। Yahya (আলাপ) ১২:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Yahya ধন্যবাদ বুঝতে পেরেছি। Masrur33 (আলাপ) ১২:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

কিছু নতুন অবদান কারীর বিরুদ্ধে অভিযোগ

কার্শেনবম নিবন্ধে দুই জন নতুন ব্যক্তি আপত্তিকর চিত্র যোগ করেছে। আমি যদিও ডিলিট করে দিয়েছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন রইল। এই সাথে প্রশাসকদের নিকট নিবন্ধ লক করে রাখার যোগ্যতা পাবার আবেদন জানাচ্ছি। Gc Ray (আলাপ) ১৩:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

আপনি সম্ভবত ব্যবহারকারী "Suzan.bd" ও "পবণ জারদারি"-র কথা বলছেন। ইতিমধ্যে   বাধা দেয়া হয়েছে। এই ব্যবহারকারীরা শুধু নির্দিষ্ট নিবন্ধে ধ্বংসপ্রবণতা করছেন না, তাই নিবন্ধের সুরক্ষা উপকারে আসবে কি না আলোচনার বিষয়। — AKanik 💬 ১৫:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বট দ্বারা ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করা বন্ধ করার অনুরোধ

আমি লক্ষ করেছি যে KanikBot সম্প্রতি উইকিউপাত্তের সংযোগ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করছে, যা সবসময় সঠিক হয় না। যেমন: অনেক নিবন্ধকে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী:কলকাতার পাড়া বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর বেশিরভাগ অন্তর্ভুক্তি সঠিক নয় (চন্দননগর, উত্তরপাড়া, দমদম এগুলো কলকাতার শহরতলি, পাড়া নয়)। প্রশাসকের কাছে এই বটকে উইকিউপাত্তের সংযোগ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করা বন্ধ করার অনুরোধ রইল। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১২:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Sbb1413 আমি এর বিরোধিতা করি। কারণ, যদি এভাবে অন্তর্ভুক্ত বন্ধ করতে হয়; তাহলে বিশেষ:বিষয়বস্তু অনুবাদেও বন্ধ করতে হবে। কারণ, সেখানেও স্বয়ংক্রিয় যুক্ত হয়ে যায়। আর এখানে যদি এটি ভুল হয়ে থাকে, তাহলে ভুলটি অনুবাদ বা সংযোগের; বটের নয়। এই বটটি অনেক কাজের, আশা করছি এটি বন্ধ করা হবেনা। পাশাপাশি বটটির পরিচালক @Ahmad Kanikকে উল্লেখ করতে পছন্দ করলাম। ―  ☪  কাপুদান পাশা () ১৭:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
আমি Kanik বটকে সামগ্রিকভাবে বন্ধ করতে চাইনি, আমি এই বট দ্বারা উইকিউপাত্তের সংযোগ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করা বন্ধ করতে চাইছি। এর পরিবর্তে উইকিউপাত্তের সংযোগ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করা যায় এমন এক ব্যবহারকারী গ্যাজেট তৈরি করা উচিত। তাহলে একদিকে উপরে উল্লেখিত ভুলভ্রান্তি এড়ানো যাবে, আবার অন্যদিকে বিভিন্ন নিবন্ধকে উইকিউপাত্তের সংযোগ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করাও যাবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৭:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
পূর্বের একটি আলোচনার পর, জুলাই ২০২৩ এর পর আর চালু করতে আগ্রহ পাইনি। @Sbb1413: আপনি সম্ভবত ভুলবশত "সম্প্রতি" শব্দটা ব্যবহার করেছেন। তবে বটের কাজটি করার অনুমোদন এখনো আছে। অনুমোদন তুলে নেয়া হবে কিনা, সম্প্রদায় আলোচনা করতেই পারে। আপনি প্রশাসকদের কাছে অনুরোধ করেছেন, কিন্তু প্রশাসকগণ বটের নির্দিষ্ট কাজ থামাতে পারেন না, বটে বাধা দিলে বটের সব কাজই থেমে যাবে। — AKanik 💬 ১৭:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

সাই পল্লবী

[১] ব্যক্তিগত তথ্য (ফোন নাম্বার) লুকানো উচিত।𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৭:৩৮, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৮:৪৮, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)

অবরুদ্ধ ডোমেইন তালিকায় যোগের অনুরোধ apkpure8

  • ডোমেইন : www.apkpure8.com
  • যেখানে স্প্যামিং হচ্ছে : বিশেষ:অবদান/Skaburaiha
  • সর্বশেষ স্প্যাম তারিখ : ৫ মার্চ ২০২৪
  • সতর্কীকরণ পেয়েছেন : ১ম ও ২য় স্তরের (২২ ফেব্রুয়ারি)

AKanik 💬 ০৯:৩১, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১০:১০, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)

পাতা স্থানান্তরের অনুরোধ

আলাপ:মোহনদাস করমচাঁদ গান্ধী পাতার আলোচনা অনুযায়ী মোহনদাস করমচাঁদ গান্ধী নিবন্ধকে মহাত্মা গান্ধী নামে স্থানান্তরের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৩:৩২, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)

  সমর্থন জানাচ্ছি R1F4T আলাপ ০৪:০০, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)

অবরুদ্ধ ডোমেইন তালিকায় যোগের অনুরোধ allresultbd

  • ডোমেইন : allresultbd.com
  • যেখানে স্প্যামিং হচ্ছে : বিশেষ:অবদান/Imranrobin
  • সর্বশেষ স্প্যাম তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • সতর্কীকরণ পেয়েছেন : ২য় স্তরের (২৮ জানুয়ারি ২০২৪)

AKanik 💬 ২০:৩২, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ২২:৫২, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)

আরও পড়ুন ব্যবহারকারীকে অবরুদ্ধ করুন

দয়া করে আরও পড়ুন ব্যবহারকারীকে অবরুদ্ধ করুন। এই ব্যবহারকারী প্রবাসী ভারতীয় পাতায় ভারতের পতাকার জায়গায় নগ্ন মহিলার ছবি যোগ করেছেন এবং আমার আলাপ পাতাতেও একই কাজ করছেন, যা আদৌ গ্রহণযোগ্য নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:১৪, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)

আমার নজরে আসামাত্র ব্লক করেছি, দীর্ঘমেয়াদি অপব্যবহারকারী। এখানে বার্তা দেওয়ার সময় উক্ত ছবিগুলোর সংযোগ দেওয়ার প্রয়োজন নেই —শাকিল (আলাপ · অবদান) ০৪:৪০, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)

পদ্ধতিগত সমস্যা

আমরা নিবন্ধ তৈরির সময় কখনো কখনো কোন বিষয়ে লেখার ক্ষেত্রে সেটা সম্পর্কে অধিক তথ্যের জন্য "মূল" নামে ট্যামপ্লেট যোগ করি। সেক্ষেত্রে বিষয়টি যোগ করি, তা যদি তৈরি না হয়ে থাকে তাহলে "লাল" রঙের দেখাতো। কিন্তু বর্তমানে নিবন্ধ থাকলেও সবুজ না থাকলেও সবুজ দেখাচ্ছে। এতে বুঝতে অসুবিধা হচ্ছে, কোন নিবন্ধ তৈরি করতে হবে বা হবে না। Gc Ray (আলাপ) ০৬:৩৩, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)

@Gc Ray সবুজ নাকি নীল? আর অনুগ্রহ করে এসব সমস্যা নিয়ে আলোচনা করতে মূল আলোচনাসভা অথবা কারিগরি আলোচনাসভা ব্যবহার করুন। কেবল প্রশাসনিক বিষয়েই এখানে আলোচনা শুরু করবেন। ―  ☪  কাপুদান পাশা () ১৭:৩৬, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)

বাধাদানের অনুরোধ: 103.107.161.19

অগঠনমূলক সম্পাদনা। ২১ মার্চ থেকে ২৬ মার্চ। — AKanik 💬 ০৭:৫৯, ২৬ মার্চ ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৯:২৬, ২৬ মার্চ ২০২৪ (ইউটিসি)

অপব্যবহারকারীকে বাধা দেওয়া

এই ব্যবহারকারী:আলি জারদারি আমার আলাপ পাতায় বার্তা দিয়ে বলছেন তিনি সক পাপেট। তার সম্পাদনার ধরনও আগের বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের মতো। তাকে বাধা দেওয়া হোক। Ahmed Reza Khan (আলাপ) ০৬:১৩, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৬:১৯, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)