উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৮/১-৬

প্রশাসকদের আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - জুন জুলাই - ডিসেম্বর
২০১৪ নেই ১২
২০১৫ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৬ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৭ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৮ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৯ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২০ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২১ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২২ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২৩ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২৪ ১ থেকে ৬ ৭ থেকে ১২

Supporting Indian Language Wikipedias Program এ বাংলা উইকিপিডিয়ার যোগদান সম্পর্কিত

Supporting Indian Language Wikipedias Program এই প্রোগ্রামটিতে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের যোগদান করা উচিৎ বলে আমি মনে করি। এবিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি।Soumyapatra13 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় হিসেবে এখানে আমাদের অংশগ্রহণ আমার মতে সম্ভব নয়। আমাদের বাৎসরিক একটি নিবন্ধ প্রতিযোগিতা হয় ভাষার মাস উপলক্ষ্যে ফেব্রুয়ারি ও মার্চ জুরে এবং এটি বাংলা উইকিপিডিয়ার ফ্ল্যাগশীপ প্রতিযোগিতা। সুতরাং সময়সীমা সামঞ্জস্যপূর্ণ নয়। দ্বিতীয়ত, যেহেতু ভারতীয় ভাষা সম্প্রদায়ের জন্য সেক্ষেত্রে এটার জন্য পুরো বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় হিসেবে যাওয়া উচিত হবে না। তবে এ ব্যাপারে “পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ব্যবহারকারী দল” ব্যবহারকারী দল হিসেবে আগ্রহী হলেও হতে পারেন, আমি এটি নিশ্চিত বলতে পারবো না।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:০৫, ২৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

শব্দের বানান

বর্তমানে ,প্রাণী এবং প্রাণি এই দুটি বানানই ব্যবহার করা হয়ে থাকে । প্রাণী শব্দটির ক্ষেত্রে শব্দের পরে প্রত্যয় বা অন্য কোন শব্দ যোগ করার ক্ষেত্রে হ্রস্ব ই হবে। যেমন: প্রাণিবিজ্ঞান, প্রাণিদের, প্রাণিজগৎ ইত্যাদি । বর্তমানে বাংলা একাডেমী প্রণীত আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী প্রাণী শব্দটিকে প্রাণি লেখা হচ্ছে । উইকিতে কোন বানানটি ব্যবহার করা হচ্ছে বা হবে ? প্রশাসকদের মন্তব্য আশা করছি । ব্যবহারকারী:রাইয়্যান (আলাপ) ৩০ জানুয়ারি ২০১৮ ১৭:৪৫ (ইউটিসি)

উইকিপিডিয়া বাংলা একাডেমী প্রণীত আধুনিক বাংলা বানানের নিয়ম প্রমিত বানান রীতি অনুসরণ করে। - Ashiq Shawon (আলাপ) ০৮:৫৪, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)

অন্য অ্যাকাউন্ট ব্যবহার

আমি জোবায়ের, যদি আমি অন্য কাউকে Wikipedia account খুলে দিয়ে তাতে আমি কাজ করি তবে কি কোনো সমস্যা আছে?? please জানাবেন— Madrasah darun naim (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Madrasah darun naim: আছে। সেটা তখন উইকিপিডিয়া:সক পাপেট্রি হবে এবং যদি প্রমাণ পাওয়া যায় তবে সেই অ্যাকাউন্টসহ আপনার সব অ্যাকাউন্ট (যদি থাকে) আটকিয়ে দেয়া হবে। --আফতাব (আলাপ) ১৫:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

ব্যবহারকারী:Shebu Islam এর ক্রমাগত রুক্ষ অনুবাদ প্রসঙ্গে

ব্যবহারকারী:Shebu Islam এর দ্বারা কৃত সকল অনুবাদ গুলি অত্যন্ত যান্ত্রিক ও রুক্ষ। এই বিষয়ে ইতিমধ্যেই আমি সহ আরও কয়েকজন তার আলাপ পাতায় বার্তা রেখেছি কিন্তু প্রত্যুত্তর পাইনি। ক্রমাগত এই অনুবাদ গুলির সংশোধন অত্যন্ত অসুবিধাজনক। এবিষয়ে প্রশাসকদের কাছ থেকে সাহায্যের আবেদন করছি। ধন্যবাদ। Soumyapatra13 (আলাপ) ০৭:২১, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

@Soumyapatra13: সেই সম্পাদনাগুলি বাতিল করতে পারেন বা পাতা/অনুচ্ছেদগুলিতে ট্যাগ লাগাতে পারেন। ট্যাগ লাগালে পরে বিষয়শ্রেণী ধরে ঠিক করা সম্ভব না হলে একবার সম্পাদনার ভিড়ে হারিয়ে গেলে পরে খুঁজে বের করা মুশকিল। --আফতাব (আলাপ) ২৩:৫৮, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)
আমার কাছেও ব্যাপারটা নজরে এসেছে। ব্যাপারটা খুবই বিরক্তিকর। সংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে অনেক বার্তা রাখার পরেও যদি তিনি কথা না শোনেন, তাহলে অন্য ব্যবস্থা নিতে হতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩০, ১৪ জুন ২০১৮ (ইউটিসি)

নিবন্ধ প্রণেতা প্রসঙ্গে

ধরাযাক "ক" নিবন্ধটি খ নামের একজন তার ব্যবহারকারী পাতায় শুরু করেছে। এর কিছুদিন পরে গ নামক ব্যক্তি ঐ একই নিবন্ধ মূল নামস্থানে শুরু করে। তাহলে নিবন্ধটির মূল প্রণেতা কে হবেন? খ নাকি গ? ফেরদৌস০০:৩১, ২০ মার্চ ২০১৮ (ইউটিসি)

হবেন। --আফতাব (আলাপ) ০১:০০, ২০ মার্চ ২০১৮ (ইউটিসি)
ল্যুভর আবু ধাবি নিবন্ধের ইতিহাস আমাকে কিছুটা কনফিউজড করছে। শরীফের করা ব্যবহারকারী পাতায় এবং শুভেন্দুর করা মূল নামস্থানের নিবন্ধের ইতিহাস কি একীভূতকরণ করা হয়েছে? ফেরদৌস১৪:৩৮, ২০ মার্চ ২০১৮ (ইউটিসি)
না, Bodhisattwa দা পুনঃনির্দেশ রেখে দিয়ে স্থানান্তর করায় পাতার ইতিহাসে ওনাকে প্রণেতা হিসেবে দেখাচ্ছিল। --আফতাব (আলাপ) ১৫:৪৪, ২০ মার্চ ২০১৮ (ইউটিসি)

কপিরাইট প্রসঙ্গ

কেউ একজন ইংরেজি উইকিপিডিয়া থেকে কোন আর্টিকেলের ভাবানুবাদ একটি ব্লগসাইটে প্রকাশ করলো। অন্য আরেকজন সেই লেখার বড় একটা অংশ কপি করে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরী করলো। এখন এই নিবন্ধটি কি কপিরাইটের অধীনে পড়বে এবং অপসারণ করতে হবে? ফেরদৌস১২:১৭, ২১ মার্চ ২০১৮ (ইউটিসি)

হুবহু মিললে তো অবশ্যই কপিরাইট ভঙ্গ হবে (যদি ব্লগের লেখা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্স ৩.০-এর আওতায় প্রকাশ হয় তবে অন্য কথা)। কপিরাইট ভঙ্গ হলে তাৎক্ষণাত অপসারণ না করে দিয়ে নিবন্ধের লেখা সংশোধন করতে পারেন, প্রণেতাকে জানাতে পারেন। --আফতাব (আলাপ) ১৬:০৯, ২১ মার্চ ২০১৮ (ইউটিসি)
আমার জানার আগ্রহটা হচ্ছে কপিরাইট ফ্রি টেক্সটের অনুবাদ কপিরাইটেড হবে কিনা? ফেরদৌস০৪:৫৩, ২২ মার্চ ২০১৮ (ইউটিসি)
@Ferdous: মুক্ত লেখার অনুবাদ মুক্ত হবারই কথা। উইকির লেখা সিসি-বাই-এস ৩.০-এর আওতায় প্রকাশিত, যা বলছে “একইভাবে বণ্টন — আপনি যদি কাজটি পরিবর্তন, রুপান্তর, বা কাজটির ওপর ভিত্তি করে কিছু তৈরি করেন, তবে আপনাকে অবশ্যই আপনার অবদান মূল লাইসেন্সের মত একই রকমের লাইসেন্সের আওতায় বিতরণ করতে হবে। কোনো বাড়তি বিধিনিষেধ নয় — আপনি আইনি শর্তাদি বা প্রযুক্তিগত পরিমাপ করতে পারবেন না যা লাইসেন্সের অনুমতিপত্রে বৈধভাবে কোন কিছু করা অন্যদের থেকে সীমাবদ্ধ করে।” এই হিসেবে কপিরাইট থাকার কথা নয়। --আফতাব (আলাপ) ০১:৩৪, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
সহজ কথায় মুক্ত লাইসেন্সের লেখা অনুবাদ করলেও সেটা মুক্তই হবে তবে মূল লেখার কৃতিত্ব দিতে হবে এই যা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৫, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

নিবন্ধ নির্বাচনের আবেদন।

বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে মাত্র সাতটি নির্বাচিত নিবন্ধ আছে। দেখলাম যে কলকাতা নিবন্ধটি নির্বাচিত হওয়ার উপযুক্ত। কলকাতা নিবন্ধটি নির্বাচন করুন। শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ০৫:৩৮, ১৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

একটি নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ হতে হলে উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধের গুণাবলী পাতার ক্রাইটেরিয়া গুলো অনুসরণ অবশ্যই করতে হবে। ফেরদৌস০০:৪৪, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

ময়মনসিংহ শহরে উইকিপিডিয়ানদের মিটআপ প্রসঙ্গে

আমি অঞ্জন মল্লিক ৷ বর্তমানে ময়মনসিংহ শহরে থাকি ৷ ময়মনসিংহ শহরে উইকিপিডিয়ানরা কি মিটআপ করতে পারে? ? আর এই শহরে কতজন উইকির সাথে সংযুক্ত সেটা জানিনা ৷ তারা কি মিটআপ করবে ৷ কি ব্যবস্থা গ্রহন করা যায়? ?--Anjon mallick (আলাপ) ১২:১২, ১৯ মে ২০১৮ (ইউটিসি)

আমিও ময়মনসিংহ শহরে থাকি। কিন্তু এখানে উইকি মিটআপ করার জন্য যথেষ্ঠ উইকিপিডিয়ান আছে নাকি তা নিয়ে সন্দেহ আছে।--সাজিদ রেজা করিম ১১:৪৩, ২০ মে ২০১৮ (ইউটিসি)
সুধী, আসলে উইকি মিটআপের জন্য কোনো ধরা-বাঁধা সংখ্যা নেই। আপনারা দুইজন বন্ধুবান্ধবসহ নিজেরা দেখা করে পরিচিত হয়ে নিতে পারেন। শুরু তো করাই যায়! তাই নয় কি? -মেরাজ (আলাপ) ১৮:১৭, ২০ মে ২০১৮ (ইউটিসি)

ধন্যবাদ, সাজিদ রেজা করিম ; আশা করি যোগাযোগ হবে এবং মিটআপ হবে ৷ Anjon mallick (আলাপ) ২০:০২, ২০ মে ২০১৮ (ইউটিসি)

I need help reviewing a Global RFC

Dear admins, I am preparing a Global Request for Comments about financial support for admins that might be relevant for you .

Can you please review the draft and give me some feedback about how to improve it? Thank you.

MassMessage sent by Micru on ১৮:০০, ৭ জুন ২০১৮ (ইউটিসি)

বাংলাদেশ ডাক জাদুঘর

আমি অনুবাদ টুল ব্যবহার করে থেকে ডাক জাদুঘর, ঢাকা নামে নিবন্ধ তৈরী করেছিলাম। কিন্তু এখন দেখলাম উইকিপিডিয়ায় বাংলাদেশ ডাক জাদুঘর নামে আরেকটি নিবন্ধ ইতোমধ্যেই রয়েছে। এখন কি করতে পারি? উল্লেখ্য, বাংলাদেশ ডাক জাদুঘর নিবন্ধটি প্রথমে তৈরী হয়েছে এবং নিবন্ধটির সাথে অন্য ভাষার নিবন্ধসমূহের সংযোগ নেই।-- আদিব (আলাপ) ১০:০১, ১৬ জুন ২০১৮ (ইউটিসি)

নিবন্ধ ২টি একত্রীকরণ করলেই হবে। আমি আবেদন করে দিয়েছি। বাকিটা প্রশাসকের হাতে। Tahmid02016 (আলাপ) ১১:৫৭, ১৬ জুন ২০১৮ (ইউটিসি)
করা হয়েছে। --আফতাব (আলাপ) ২২:৫৩, ১৬ জুন ২০১৮ (ইউটিসি)

বাংলা তারিখ নিবন্ধ প্রসঙ্গে

উইকিপিডিয়ায় বঙ্গাব্দের তারিখসমূহের নিবন্ধ নেই। আপাতত বাংলা তারিখগুলোকে ইংরেজি তারিখ নিবন্ধে পুনর্নির্দেশ করে ইংরেজি নিবন্ধগুলোকে সেইমতো উপযোগী করে তৈরি করা যায় না? -- আদিব (আলাপ) ১৬:৩১, ২৮ জুন ২০১৮ (ইউটিসি)

@Meghmollar2017: বিষয়শ্রেণী:বাংলা পঞ্জিকার দিন দেখুন। --আফতাব (আলাপ) ১৬:৩৫, ২৮ জুন ২০১৮ (ইউটিসি)

@আফতাবুজ্জামান: ইংরেজি তারিখ নিবন্ধগুলো '১ জানুয়ারি' ফরম্যাটে লেখা, বাংলা তারিখগুলো 'বৈশাখ ১' ফরম্যাটে লেখা। বিষয়টির জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আবার, বাংলা ও ইংরেজি তারিখ নিবন্ধগুলো পরস্পর সংযুক্ত করা যায় না কি? -- আদিব (আলাপ) ১৬:৪১, ২৮ জুন ২০১৮ (ইউটিসি)

পরষ্পর সংযুক্ত বলতে কি ইংরেজি উইকির এক জানুয়ারীর সংগে বাংলা উইকির বৈশাখ ১ এর লিংক করার কথা বলছেন? ফেরদৌস১২:০৮, ৯ জুলাই ২০১৮ (ইউটিসি)
@Ferdous: না, আমি ১৪ এপ্রিলের সঙ্গে ১ বৈশাখের কথা বলছি। কেননা বঙ্গাব্দের এই নিবন্ধগুলোতে ইংরেজি সনের কথাই বারবার উল্লেখ করা হচ্ছে। -- আদিব (আলাপ) ১১:৫২, ১ আগস্ট ২০১৮ (ইউটিসি)