উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/৭-১২
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
+ | জানুয়ারি - জুন | জুলাই - ডিসেম্বর | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৪ | নেই | ১২ | ||||||||
২০১৫ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৬ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৭ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৮ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৯ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২০ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২১ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২২ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২৩ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২৪ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
রচনাশৈলী
আমার জানা মতে, সকল নিবন্ধে আরও দেখুন অনুচ্ছেদটি তথ্যসূত্র, বহিঃসংযোগের আগে উপস্থাপন করা হয়। বাংলার নির্বাচিত নিবন্ধ, ভালো নিবন্ধ থেকে শুরু করে ইংরেজি উইকিপিডিয়াতেও একই প্রচলন রয়েছে। তবে নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধে নকিব সরকার আরও দেখুন সবার নিচে রাখছেন। আমি তা সংশোধন করে দিই আর তাকে এই প্রচলনের কথা আলাপ পাতায় বলি! তবুও তিনি বারবার একই কাজ করছেন। তিনি যুক্তি চাইছেন কেন আরও দেখুন সবার নিচে থাকতে পারে না। এ ব্যাপারে কর্তৃপক্ষ এর দৃষ্টি আকর্ষণ করছি! —Wiki RuHan [ Talk ] ১২:২২, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- (সকলের জ্ঞাতার্থে) নিবন্ধের ধারাবাহিকতা ও গ্রহণযোগ্যতার স্বার্থে পরিশিষ্টের কাঠামো অনুসরণপূর্বক নিবন্ধ রচনা করা কিংবা অগ্রসর হওয়া প্রয়োজন! - Suvray (আলাপ) ১৩:২৭, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা অনুসারে আরও দেখুন তথ্যসূত্র ও বহিঃসংযোগের পূর্বেই হয়। এই নিবন্ধে সবার আগ্রহ ও সম্পাদনার জন্য ধন্যবাদ দিতেই হয়। বেশ কিছু তথ্য যুক্ত হয়েছে। কিন্তু সাথে সাথে নিবন্ধটা পুরোই বিজ্ঞাপনী, অনিরপেক্ষ ও অবিশ্বকোষীয় তথ্যে ভরপুর। অবদানকারীদের মনে রাখা প্রয়োজন যে, এখানে আমরা বিশ্বকোষ রচনা করতে অবদান রাখছি। কোন কলেজ বা যে কোন বিষয়ের জন্য ‘থার্ড পার্টি ওয়েবহোস্ট’ নই। আমি যেহেতু মন্তব্য করছি তাই আমি নিজেই নিবন্ধটি সংশোধনের চেষ্টা করবো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- হ্যাঁ, আমারও মনে হয়েছে অবিশ্বকোষীয় তথ্যের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আপনি নিবন্ধের সকল অপ্রয়োজনীয় বিজ্ঞাপনমূলক তথ্য কেটে দিয়ে পুনরায় বিশ্বকোষীয় নিয়মে সজ্জিত করুন। আপনার হস্তক্ষেপের আশাই করছিলাম। ধন্যবাদ ভাইয়া! —Wiki RuHan [ Talk ] ১৪:১৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- Suvray,যুদ্ধমন্ত্রী ও Wiki Ruhan, আপনাদের অভিজ্ঞতার সামনে নিজের তুচ্ছ জ্ঞানকে জড়িয়ে ধরে একটি ক্ষুদ্র প্রশ্ন করতে চাচ্ছি। আশা করছি অন্তত আমার প্রশ্নের একটি যুতসই জবাব পাবো যাতে মনের মধ্যে কোনোরূপ খচখচ করবে না। আরও দেখুন অনুচ্ছেদটি মূলত পরামর্শমূলক অনুচ্ছেদ যা ব্যবহারকারীকে একই জাতীয়/সম্পর্কযুক্ত অন্যান্য নিবন্ধ সম্পর্কে পড়ার পরামর্শ দেয়। আমি আমার ক্ষুদ্র জীবনে যত অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনো প্রবন্ধ/নিবন্ধ/সাময়িকী/প্রতিবেদন পড়া শেষ করার পরেই নতুন একটি সম্পর্কে পরামর্শ দেয়া হয়; লেখার মাঝে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও শেষ হওয়ার পরেই নতুন ভিডিওর পরামর্শ দেওয়া হয়। এমনকি উইকিপিডিয়ার মোবাইল সংস্করণেও সবার শেষেই তিনটি সম্পর্কিত নিবন্ধ দেয়া হয়। আমার প্রশ্ন হল এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটছে কেন? আমরা অন্ধভাবে নিশ্চয়ই বলবো না যে, নীতিমালায় আছে এজন্য? নীতিমালাটি তাহলে ঠিক কীসের উপর ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে নিশ্চয়ই কোনো ব্যক্তির অন্ধ অনুকরণের প্রভাব নয়; বরং কোনো শক্তপোক্ত যুক্তি রয়েছে? আমি আসলে সেই যুক্তিটি সম্পর্কে হালকাভাবে জানতে চাই। এ ব্যাপারে স্বল্প বাক্যব্যয়ে কোনো ক্লু দিলেও আমি মেনে নেবো। কিছু ভুল করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:৫৭, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- হ্যাঁ, আমারও মনে হয়েছে অবিশ্বকোষীয় তথ্যের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আপনি নিবন্ধের সকল অপ্রয়োজনীয় বিজ্ঞাপনমূলক তথ্য কেটে দিয়ে পুনরায় বিশ্বকোষীয় নিয়মে সজ্জিত করুন। আপনার হস্তক্ষেপের আশাই করছিলাম। ধন্যবাদ ভাইয়া! —Wiki RuHan [ Talk ] ১৪:১৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- নকীব, আমার একটি প্রশ্ন, আপনি রচনাশৈলী নির্দেশনাটা পড়েছেন? ওখানে ব্যাখ্যাও দেওয়া আছে। আপনি ওখান থেকে কোন জিনিসটা বুঝতে পারেননি বাক্য ধরে বলুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০১, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- শ্রদ্ধেয় ~ যুদ্ধমন্ত্রী, আসলে সেখানে কোথাও আমি ঠিক কারণটি খুঁজে পাই নি। সেখানে শুধু লেখা আছে যে, এভাবে এখানে এমন করতে হবে। কিন্তু কোথাও লেখা নেই (অন্তত আমি দেখি নি) যে ঠিক এই কারণে এটি এখানে দেয়া হয়েছে। আমার দৃষ্টির অন্তরালে যদি কিছু থাকে, অনুগ্রহপূর্বক জানাবেন। ধন্যবাদনকীব সরকার বলুন... ১৫:০৮, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- আমি আসলে বুঝতে চাচ্ছি আপনি কোথায় পড়েছেন। লিংকটি দিন। তারপর আমি আপনাকে বলছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৫, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)
- শ্রদ্ধেয় ~ যুদ্ধমন্ত্রী, আসলে সেখানে কোথাও আমি ঠিক কারণটি খুঁজে পাই নি। সেখানে শুধু লেখা আছে যে, এভাবে এখানে এমন করতে হবে। কিন্তু কোথাও লেখা নেই (অন্তত আমি দেখি নি) যে ঠিক এই কারণে এটি এখানে দেয়া হয়েছে। আমার দৃষ্টির অন্তরালে যদি কিছু থাকে, অনুগ্রহপূর্বক জানাবেন। ধন্যবাদনকীব সরকার বলুন... ১৫:০৮, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
সম্পাদকদলের সহায়তা প্রয়োজন
প্রায় তিন মাস আগে নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটির উন্নয়ন কাজ শুরু করি। প্রথমে একা কাজ করলেও পরবর্তীতে বেশ কষ্ট করে একটি সম্পাদক দল তৈরি করি, যেখানে বর্তমানে প্রায় ১৫ জন সদস্য রয়েছেন। সমস্যা হল এদের অধিকাংশই নিস্ক্রিয় নতুবা কাঠখোট্টা রকমের নতুন, যাঁরা উইকিপিডিয়া কারা সম্পাদনা করেন সেটিই জানতেন না। এক সপ্তাহের মাথায় তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে নিবন্ধ অনুবাদ এবং সম্প্রসারণ কাজের উপযোগী করতে সক্ষম হই। এর বিস্তারিত বিবরণ নিবন্ধটির আলাপ পাতায়ই পাওয়া যাবে। এটা অনেকটা বাংলা না জানা কাউকে অ-আ শিখিয়ে এক সপ্তাহের মাথায় কবিতা লেখার কাজে লাগিয়ে দেবার মতো। আরো কিছু ভবিষ্যৎ উইকিপিডিয়ান আমাদের সাথে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সে ক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। কারণ উইকিপিডিয়ায় কাজ করা আমাদের স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত বলে পর্যাপ্ত সময় দিতে পারছিনা। এখন একটি মাত্র নিবন্ধ কে কেন্দ্র করে কাজ করলেও ভবিষ্যতে আরও বড় কিছু কাজ করবার ইচ্ছে আছে। বিশেষত বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধ গুলোর অবস্থা খুব ভালো নয়। আমরা সবাই বিজ্ঞানের ছাত্র বলে সহজে সেগুলো নিয়ে কাজ করতে পারব। ভবিষ্যতে ইনশাল্লাহ সেগুলো নিয়ে কাজ করবার লক্ষ্যও রয়েছে। তবে এখন নতুনদের সহায়তা দেয়া আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এ কাজে সম্প্রদায়ের সাহায্য খুবই প্রয়োজন।
তাছাড়া নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হবার পথে কি দুর্বলতা রয়েছে তা বিস্তারিতভাবে আলাপ পাতায় দিলেও খুবই ভালো হতো। দুর্বলতাগুলো সারাবার কাজটাও আমরা নতুনদের দিয়েই করাতে চাই। সবার সহযোগিতা কাম্য।
ধন্যবাদ ।।
বাধাপ্রদানের অনুরোধ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ব্যবহারকারী:অমর পথিক তার ব্যবহারকারী অ্যাকাউন্টসহ বিভিন্ন আইপি থেকে ইসলামী নিবন্ধগুলিতে ধ্বংসপ্রবণতা চালিয়ে যাচ্ছে। প্রথমে মূল অ্যাকাউন্ট থেকে সম্পাদনাগুলি চালিয়ে গেলেও তাকে সতর্কবার্তা দেওয়ার পর আইপি থেকে এমন সম্পাদনা করে তারপর মূল অ্যাকাউন্ট থেকে সেগুলি সংশোধন করে যাচ্ছে। তাই বিষয়টিতে প্রশাসকবৃন্দের নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ~ নাহিয়ান আলাপ ১০:৫৫, ১ জুলাই ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে। বাধাপ্রদান করা হয়েছে ও ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলোও বাতিল করা হয়েছে। ধন্যবাদ। — তানভির • ১১:২২, ১ জুলাই ২০২০ (ইউটিসি)
- আপনাকেও ধন্যবাদ তানভির ভাই ~ নাহিয়ান আলাপ ১৬:০৫, ১ জুলাই ২০২০ (ইউটিসি)
বানান সংশোধন প্রয়োজন
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
অভ্যর্থনা কমিটি বটের ব্যবহারকারী পাতায় পরিচয়পর্বে "পাইউইকিপিডয়া ফ্রেমওয়ার্ক" লেখা রয়েছে, আমার মতে বানাটি "পাইউইকিপিডিয়া ফ্রেমওয়ার্ক" হওয়া উচিৎ। ~ নাহিয়ান আলাপ ১৪:১৫, ২ জুলাই ২০২০ (ইউটিসি)
বাধাপ্রদানের অনুরোধ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ব্যবহারকারী:শামসুল আহসান জোরপূর্বক বিজ্ঞাপনী প্রচারমূলক নিবন্ধ তৈরি করে চলেছেন এবং অপসারণের পরও পুনঃতৈরি করছেন। এছাড়া বারবার তিনি উইকিপিডিয়া নীতিমালা নিয়ে ভুল ব্যাখা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও, এই ব্যবহারকারীর তৈরি নিবন্ধ ফরিদুল আহসান সৌরভ-এ যুক্ত চিত্রটি ব্যবহারকারী:ফরিদুল আহসান সৌরভ থেকে আপলোডকৃত, তাই বুঝা যাচ্ছে যে, ব্যক্তি নিজেই নিজের নিবন্ধ তৈরি করছেন। ~ নাহিয়ান আলাপ ১৩:৩৪, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)
জোরপূর্বক কেন হতে যাবে? তথ্যসূত্রসহ নিবন্ধটি লেখা হয়েছে। নির্ভরযোগ্য স্বাধীন উৎস হিসেবে বিবেচিত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকাগুলোকে তথ্যসূত্র হিসেবে গ্রহণ করেছি। উইকিপিডিয়ার নীতিমালাতে (WP:NOTEBLP) স্পষ্ট বলা আছে, "একজন ব্যক্তিকে উল্লেখযোগ্য ধরা হবে যদি তিনি নির্ভরযোগ্য মাধ্যমিক উৎসে, স্বাধীনভাবে কোনো বিষয়ে যথাযথ পরিমাণ গুরুত্ব পান। সমস্ত জীবিত ব্যক্তির জীবনীর ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে অবশ্যই জীবিত ব্যক্তির জীবনী অনুসারে যথেষ্ট নির্ভরযোগ্য স্বাধীন উৎস দ্বারা সমর্থিত নীতি মেনে চলতে হবে"। আমার নিবন্ধের ব্যাক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হয়। এক্ষেত্রে প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ, জনকণ্ঠ ডেইলি স্টার, ডেইলি সান, নিউ এইজ, দ্যা ইন্ডিপেন্ডেন্ট, নিউ নেশনকে নির্ভরযোগ্য স্বাধীন উৎস হিসেবে গ্রহণ করবেন কিনা এখন সেটি আপনাদের বিবেচনা। এছাড়া উল্লেখিত ব্যাক্তি কানাডার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক/জুরি হিসেবেও আছেন। যেটির ওয়েবসাইট লিঙ্ক আমার প্রণীত নিবন্ধে সংযুক্ত করে দেয়া আছে। যেন চাইলেই যে কেউ লিঙ্কে প্রবেশ করে এর সত্যতা যাচাই করে দেখতে পারে। নিবন্ধটি যেহেতু পূর্বে একবার অপসারিত হয়েছিল সেক্ষেত্রে আশা করি এইবার অভিজ্ঞদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুচিন্তিত মন্তব্যের প্রতিফলন দেখতে পাব। --শামসুল আহসান (আলাপ) ১৩:৪৮, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)শামসুল আহসান
কুতুবুদ্দিন আইবেক নিবন্ধে সম্পাদনা যুদ্ধের আভাস পাচ্ছি
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সম্মানিত প্রশাসকবৃন্দ,
আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু, আমার কাজই সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখা। সেখানে নজর রাখতে গিয়ে কুতুবুদ্দিন আইবেক নিবন্ধের সাম্প্রতিক কয়েকটি সম্পাদনা আমার কাছে ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে নিবন্ধটিতে সম্পাদনা যুদ্ধের ডঙ্কা বাজছে, যেকোনো সময় সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারছি না বলে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে নজর রাখুন। আপনাদের সুবিধার্থে নিচে সন্দেহজনক সম্পাদনাগুলো উল্লেখ করা হলঃ
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4366265 | Mahedi181 | পুনর্বহাল |
4366219 | MS Sakib | রোলব্যাক |
4366208 | Mahedi181 | পুনর্বহাল |
4366197 | MS Sakib | রোলব্যাক |
4366195 | Mahedi181 | সাধারণ |
4366194 | Mahedi181 | সাধারণ |
4366193 | Mahedi181 | সাধারণ |
4338141 | NahidSultanBot | সাধারণ |
-নকীব বট (আলাপ) ১৪:৫৫, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)
আইপি বাধা প্রদান
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
37.111.234.171 এই আইপি থেকে সম্পাদিত প্রায় সকল কিছুই সমকামীতা বা বিতর্কিত বিষয় নিয়ে। তিনি এসব পাতায় {{db-hoax}} ট্যাগ দিচ্ছেন। তার কোন সম্পাদনাই গঠনমূলক নয়। আর তার সম্পাদনা দেখলে বিশাল খানের সম্পাদনার কিছু ছাপ পাওয়া যায়। তার আগামী সম্পাদনার প্রতি শঙ্কা রেখে, তাকে বাধাপ্রদানের আবেদন করছি। —Wiki RuHan [ Talk ] ০৭:৩০, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
- বিশাল খান, সম্পাদনা আচরণ দেখে বোঝা যাচ্ছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৮, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আমি অনেকাংশেই নিশ্চিৎ যে ব্যবহারকারী:Being Lover, অসীম সময়ের জন্য বাধাপ্রাপ্ত ব্যবহারকারী Prince Shobuz এর সক। উচ্চ রেজুলেশনে ছবি আপলোড করা এবং উইকিতে এসেই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন নিবন্ধ তৈরি করা তার আচরণগত বৈশিষ্ট্য। এছাড়াও তার নিজের পূর্বের আপলোডকৃত ছবি, নিবন্ধ নিয়েও কাজ করছে সে। ~ নাহিয়ান আলাপ ১৮:৪৩, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
- এই অ্যাকাউন্টের জন্য সম্ভবত তদন্ত পাতা তৈরি করা হয়নি। আপনি একটু দয়া করে বিষয়শ্রেণী:Prince Shobuz-এর উইকিপিডিয়া সকপাপেট অ্যাকাউন্টগুলোসহ একটি পাতা তৈরি করুন। সেখানে পরে কাজ করা যাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৪, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
- উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Prince Shobuz তদন্ত পাতা চালু করা হয়েছে। ব্যবহারকারী:Being Lover অ্যাকাউন্টটিকেও উল্লেখ করা হয়েছে। ~ নাহিয়ান আলাপ ১৯:২০, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
বাধাপ্রদানের অনুরোধ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ব্যবহারকারী:Imo0on-কে নাহিদ ভাই সর্বশেষ সতর্ক বার্তা দিয়েছিলেন। তারপরও সতর্কে কর্ণপাত না করে ব্যবহারকারী ধ্বংসপ্রবণতা চালিয়ে যাওয়ায় আমি আবারো একটি সতর্ক বার্তা দিই। কিন্তু তিনি বারবার সেটি বাতিল করে দিচ্ছেন, আমি বার্তাটি পূর্বাবস্থায় ফেরত আনলেও তিনি তা আবার বাতিল করছেন। তার আলাপ পাতার ইতিহাস ~ নাহিয়ান আলাপ ০৮:০৩, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)
ব্যবহারকারী আলাপ:Imo0on নিবন্ধে সম্পাদনা যুদ্ধ চলছে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সম্মানিত প্রশাসকবৃন্দ,
আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু, আমার কাজই সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখা। সেখানে নজর রাখতে গিয়ে ব্যবহারকারী আলাপ:Imo0on নিবন্ধের সাম্প্রতিক কয়েকটি সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে, নিবন্ধটিতে সম্পাদনা যুদ্ধ লেগে গেছে। তাই আমি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে আপনাদের অনুরোধ জানাচ্ছি, নিবন্ধটিতে নজর রাখুন এবং প্রয়োজনে সুরক্ষা প্রদান করুন। আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সম্পাদনা যোদ্ধাদের এ ব্যাপারে বার্তা প্রদান করেছি। এই যুদ্ধটির অনুসরণ ক্রম ৪। আপনাদের সুবিধার্থে সাম্প্রতিক কিছু সম্পাদনা নিচে তুলে ধরা হলঃ
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4388052 | Wiki13 | রোলব্যাক |
4388051 | 27.147.226.221 | পুনর্বহাল |
4388049 | Wiki13 | রোলব্যাক |
4388047 | 27.147.226.221 | পুনর্বহাল |
4388046 | Wiki13 | রোলব্যাক |
4388045 | 27.147.226.221 | পুনর্বহাল |
4388041 | Wiki13 | রোলব্যাক |
4388039 | 27.147.226.221 | পুনর্বহাল |
4388035 | Wiki13 | রোলব্যাক |
4388033 | 27.147.226.221 | সাধারণ |
-নকীব বট (আলাপ) ০৮:৫০, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)
নির্বাচিত নিবন্ধ
নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আপনাদের পর্যালোচনার কামনা করছি। প্রস্তাবনা দেখুন এখানে। —Wiki RuHan [ Talk ] ১৯:১০, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)
বাধাপ্রদানের অনুরোধ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ব্যবহারকারী:মোঃ ছুন্নত আলী মল্লিক নিজের ব্যবহারকারী পাতাটিকে বিজ্ঞাপনী কাজে ব্যবহার করছেন/বিশ্বকোষে কোনো ব্যক্তিকে স্থান দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। পাতাটি পূর্বে একবার অপসারণ করা হলে তিনি আবারও নতুন করে সেটি তৈরি করেন। রিপন ভাই পাতাটিতে আবার অপসারণ প্রস্তাবনা জানালে ব্যবহারকারী তা মুছে দিচ্ছেন বারবার। উনার আলাপ পাতায় সতর্কবার্তা দেওয়া হয়েছিল, এতেও কোনো কর্ণপাত করেননি তিনি। ~ নাহিয়ান আলাপ ১১:১৭, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)
নিবন্ধের নামে সুরক্ষা প্রদান
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
গত কয়েকদিন ধরে কোন একজন বেনামি ব্যবহার কারি বারবার তামিম হাসান খান নিবন্ধ-টি তৈরি করছেন। প্রতিবারই নিবন্ধটি অপসারণ করা হলেও তিনি প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন। তাই নামটিতে সুরক্ষা প্রদানের অনুরোধ করছি। ধন্যবাদ। ≈ MS Sakib «আলাপ» ১২:২৬, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)
টেমপ্লেট:বাংলাদেশী রাজনৈতিক দলসমূহ নিবন্ধে সম্পাদনা যুদ্ধ চলছে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সম্মানিত প্রশাসকবৃন্দ,
আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু, আমার কাজই সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখা। সেখানে নজর রাখতে গিয়ে টেমপ্লেট:বাংলাদেশী রাজনৈতিক দলসমূহ নিবন্ধের সাম্প্রতিক কয়েকটি সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে, নিবন্ধটিতে সম্পাদনা যুদ্ধ লেগে গেছে। তাই আমি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে আপনাদের অনুরোধ জানাচ্ছি, নিবন্ধটিতে নজর রাখুন এবং প্রয়োজনে সুরক্ষা প্রদান করুন। আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সম্পাদনা যোদ্ধাদের এ ব্যাপারে বার্তা প্রদান করেছি। এই যুদ্ধটির অনুসরণ ক্রম ২। আপনাদের সুবিধার্থে সাম্প্রতিক কিছু সম্পাদনা নিচে তুলে ধরা হলঃ
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4400478 | NahidSultan | রোলব্যাক |
4400456 | Rakib100 | পুনর্বহাল |
4400437 | NahidSultan | রোলব্যাক |
4400432 | Rakib100 | সাধারণ |
4397782 | YahyA | রোলব্যাক |
4397780 | Rakib100 | সাধারণ |
4381073 | NahidSultan | সাধারণ |
4377792 | MS Sakib | রোলব্যাক |
4377426 | Rakib100 | সাধারণ |
4377397 | আফতাবুজ্জামান | রোলব্যাক |
-নকীব বট (আলাপ) ১২:১৬, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
আলোচনায় অংশগ্রহণের বিষয়ে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সাম্মানিত প্রশাসকগণ, একটি জরুরি বিষয়ে সম্প্রদায়ের আলোচনাসভায় এখানে একটি আলোচনা শুরু করা হয়েছে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ— শাহাদাত হোসেন (আলাপ) ১৩:০৩, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
Fahim Saleh নিবন্ধে সম্পাদনা যুদ্ধের আভাস পাচ্ছি
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সম্মানিত প্রশাসকবৃন্দ,
আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু, আমার কাজই সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখা। সেখানে নজর রাখতে গিয়ে Fahim Saleh নিবন্ধের সাম্প্রতিক কয়েকটি সম্পাদনা আমার কাছে ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে নিবন্ধটিতে সম্পাদনা যুদ্ধের ডঙ্কা বাজছে, যেকোনো সময় সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারছি না বলে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে নজর রাখুন। আপনাদের সুবিধার্থে নিচে সন্দেহজনক সম্পাদনাগুলো উল্লেখ করা হলঃ
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4401875 | Nahian | পুনর্বহাল |
4401870 | প্রলয়স্রোত | রোলব্যাক |
4401863 | Nahian | রোলব্যাক |
4401861 | প্রলয়স্রোত | সাধারণ |
4401858 | প্রলয়স্রোত | রোলব্যাক |
4401551 | Nahian | সাধারণ |
4401550 | Nahian | সাধারণ |
4401466 | প্রলয়স্রোত | সাধারণ |
-নকীব বট (আলাপ) ০৭:০৫, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধের ডঙ্কা
শিরোনাম:ভগৎ সিং(নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4412573 | Manasbose | পুনর্বহাল |
4407138 | Riaz | রোলব্যাক |
4405676 | Manasbose | সাধারণ |
4405673 | Manasbose | পুনর্বহাল |
4404778 | Riaz | রোলব্যাক |
4404520 | 2409:4060:93:D10F:A173:192E:BFA1:7F00 | সাধারণ |
নকীব বট (আলাপ) ০৬:৫৫, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
এম আবদুল আলীম
শ্রদ্ধেয় প্রশাসকগন, গত ২৪ জুলাই ২০২০, আমার লেখা নিবন্ধ অপসারণ করা হয়েছে। প্রথমে কিছু ত্রুটি থাকলেও পরে তা সংশোধন করা হয়। কিন্তু তারপরও সেটা দ্রুত অপসারণ করা হয়। যদি এভাবে অপসারণ করা হয় তাহলে ব্যবহারকাীদের অনিহা তৈরি হবে উইকিপিডিয়ায় লিখতে। আমি চাই আমার নিবন্ধটি পুনরায় মূল্যায়ন করা হোক। বাংলাদেশের অন্যতম ইতিহাস গবেষক, জিনি বাংলা ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করে, আমাদের ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস পাঠককের কাছে উপস্থাপন করছেন। এমন একজন ব্যক্তি সম্পর্কে উইকিপিডিয়াতে নিবন্ধ থাকা জরুরি মনে করছি। আশাকরি আপনারা বিষয়টি বিবেচনা করবেন। ধন্যবাদ
অধিকার অপসারণ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
নীতিমালা অনুসারে যদি কোনো ব্যবহারকারী অসীম সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয় তাহলে তার বিশেষ ব্যবহারকারী অধিকারও অপসারণ করা হবে, তাই Nahian-এর সকল ব্যবহারকারী অধিকার অপসারণের অনুরোধ করছি। জনি (আলাপ) ১১:০৩, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
- আচ্ছা, নীতিমালাটা কোথায়? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৩, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
- নাহিদ ভাই, আমার জানা মতে কোন লিখিত নীতিমালা! যেহেতু ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন না, সেজন্য সাধারণত এটা পরিস্থিতির উপর নির্ভর করে করা হয়ে থাকে। প্রশাসকরা সাধারণত এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন বা নিতে পারেন, যেমন ShahadatHossain এবং Lazy-restless। এটা পুরাপুরি ভাবে আপনার নিজের সিদ্ধান্ত। জনি (আলাপ) ১৩:০১, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
- আপনি যা বলছেন সেটা সাধারণ প্রথা বা কর্মপদ্ধতি। নিশ্চিতভাবেই অসীম সময়ে বাধাপ্রাপ্ত হলে সম্পাদনা করতে পারবেন না সুতরাং অধিকার রেখে লাভ নেই। কিন্তু আপনি আপনার অনুরোধে নির্দিষ্টভাবে ‘নীতিমালা’ কথাটি উল্লেখ করেছেন। এরচেয়ে বড় ব্যাপার হলো, ব্যবহারকারীর বাধা বিষয়ক আলোচনা আপনার এখানে অনুরোধের সময়ও চলমান ছিলো। সে জন্য পুরো অনুরোধটিই সঠিক হয়নি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১২, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
- নাহিদ ভাই, আমার জানা মতে কোন লিখিত নীতিমালা! যেহেতু ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন না, সেজন্য সাধারণত এটা পরিস্থিতির উপর নির্ভর করে করা হয়ে থাকে। প্রশাসকরা সাধারণত এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন বা নিতে পারেন, যেমন ShahadatHossain এবং Lazy-restless। এটা পুরাপুরি ভাবে আপনার নিজের সিদ্ধান্ত। জনি (আলাপ) ১৩:০১, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)
পর্যালোচনা
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সম্মানিত প্রশাসকবৃন্দ, বিরক্ত করার জন্য আগে থেকেই দুঃখিত। কেউ দেখে এসেছিলেন কি না জানি না, তবে আমি ১৩ জুলাইয়ে একটি নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ হিসাবে মনোনয়ন দিয়েছিলাম৷ বাংলা উইকিপিয়াতে নির্বাচিত নিবন্ধ সংখ্যা হাতে গোনা। তাই নির্বাচিত নিবন্ধ সংখ্যা একটা হলেও বাড়ানোর লক্ষ্যে আমরা বেশ উৎসাহ নিয়ে দিনের পর দিন কাজ করে গেছি। কিন্তু সম্প্রদায়ের কাছ থেকে এ ব্যাপারে কোন সিদ্ধান্তই পেলাম না। না ইতিবাচক, না নেতিবাচক। এটি আমাদের উৎসাহকে পীড়া দিচ্ছে। নিবন্ধটি পর্যালোচনা করতে আশা করি দুই ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। একটু দেখুন ব্যাপারটি!—Wiki RuHan [ Talk ]
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধের ডঙ্কা
শিরোনাম:ইসলামী যৌন আইনশাস্ত্র(নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4436599 | Nahian | পুনর্বহাল |
4436594 | Abdus.Salam.24 | পুনর্বহাল |
4436591 | RockyMasum | রোলব্যাক |
4436588 | Abdus.Salam.24 | সাধারণ |
4436402 | আফতাবুজ্জামান | রোলব্যাক |
4436381 | Abdus.Salam.24 | সাধারণ |
4357238 | InternetArchiveBot | সাধারণ |
নকীব বট (আলাপ) ১৬:৪০, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)
- ১ সপ্তাহের জন্য বাধা দেয়া হয়েছে।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৫৭, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধের ডঙ্কা
শিরোনাম:ব্যবহারকারী আলাপ:NahidSultan(নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4451126 | Nahian | রোলব্যাক |
4451124 | Aishik Rehman | পুনর্বহাল |
4451123 | Aishik Rehman | পুনর্বহাল |
4451122 | Nahian | রোলব্যাক |
4451120 | Aishik Rehman | সাধারণ |
4451119 | Nahian | রোলব্যাক |
4450923 | Aishik Rehman | সাধারণ |
4450872 | Wikifulness | সাধারণ |
প্রধান পাতায় প্রদর্শিত সময় ব্যাপারে
বর্তমানে বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় সময় ইউটিসি সময় প্রদর্শিত হচ্ছে। তবে যেহেতু আমরা সম্পাদকের সিংহভাগ বাংলাদেশ এবং ভারতে থাকি তাই সেখানে স্থানীয় সময় ব্যবহার করলে কেমন হয়? —Wiki RuHan [ Talk ] ১১:০৬, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)
- রুহান, এখানে গিয়ে ব্যবহারকারী ইন্টারফেস অংশে স্থানীয় ঘড়িতে টিক বসিয়ে দিন। তার নিচের বিকল্পটি হল বাংলা তারিখের যা আপনার কাজে আসতে পারে। নকীব সরকার বলুন... ০৮:০৪, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)
নতুন ব্যবহারকারী সম্পর্কে দৃষ্টি আকর্ষণ
ব্যবহারকারী:SAIMON2 এর প্রতি প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি। উনি শুধু "কিথ ডগলাস"কে নিয়ে (একই নামে) একের পর এক নিবন্ধ করে যাচ্ছেন। কোনো প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি (নিবন্ধগুলোর বিষয়ে)।— Meghmollar2017 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।০২:০৪, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
- মন্তব্য@Nokib Sarkar: ধন্যবাদ, স্বাক্ষর যোগ করে দেওয়ার জন্য। উইকিপিডিয়ার অন্যান্য আলাপ পাতায় স্বয়ংক্রিয় স্বাক্ষর যুক্ত হয়ে যায়। এই কারণেই আলোচনাসভায় এই সমস্যা হয়! :( -- আদিভাই (আলাপ) ০৩:৫৮, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
পাতা সুরক্ষার আবেদন
সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ড পাতাটি ঝুকিপূর্ণ পাতা। আপাতত ধ্বংসপ্রবণতা না লক্ষ্য করা গেলেও পরবর্তীতে ভুল তথ্য সহ এডিট করার সম্ভাবনা প্রচুর যা উইকিপিডিয়ার নিরপেক্ষতা নষ্ট করবে। তাই পর্যালোচনা সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করছি। —Wiki RuHan [ Talk ] ১৩:৩৯, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
শেখ মুজিবুর রহমান এর জাতীয়তা বাঙালি; বাংলাদেশি নয়।
'জাতীয়তা' বাংলাদেশে একটি সাংবিধানিকভাবে সংরক্ষিত পরিচয়। শেখ মুজিবের জাতীয়তা সম্পাদনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অতি প্রয়োজনীয়। বাংলাদেশের বর্তমান সংবিধান এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সংবিধানে জাতীয়তার পরিচয় "বাঙালি" হিসেবে স্পষ্টভাবে উল্লেখিত ছিলো। তাই বর্তমানের বিবেচনায় শেখ মুজিবের জাতীয়তার সাংবিধানিক পরিচয় "বাঙালি"; একই সাথে যেহেতু তিনি ১৯৭৫ সালে হত্যাকান্ডের শিকার হয়েছেন সেই সময়কার সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও তাঁর জাতীয়তা "বাঙালি"। সুতরাং এটাকে বারংবার "বাংলাদেশী" হিসেবে পরিবর্তন করা থেকে বিরত থাকা উচিত। এটি অসাংবিধানিক, এবং যেহেতু সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন- এটি বেআইনিও বটে! এখানে উল্লেখিত প্রতিটি তথ্যেরই সমর্থিত তথ্যসূত্র রয়েছে। --Aaanup (আলাপ) ১৯:৪৪, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)user:aaanup
আরিফ আজাদ এর নামে নিবন্ধ খোলা নিয়ে উপযুক্ত কারন দর্শানো পূর্বক অনুমতি চাচ্ছিলাম
প্রিয় ভাই,আমি নিজের খেলাঘর পাতায় আরিফ আজাদ কে নিয়ে একটি নিবন্ধ লিখি।তারপর আমি সেটা 'লেখক আরিফ আজাদ' নামের শিরোনামে উইকিপিডিয়ায় নিবন্ধ হিসেবে স্থানন্তর করি।আমি উইকিপিডিয়ায় নতুন তাই যখন স্থানন্তরের সময় দেখাচ্ছিল শিরোনামটি গ্রহনযোগ্য নয়।আপনি অন্য শিরোনাম দিয়ে চেষ্টা করুন। তখন আমি বুঝতে পারিনি যে আরিফ আজাদ এর নামে নিবন্ধ লেখার অনুমতি নেই আপাতত।বুঝতে পারার পরক্ষনেই লেখক আরিফ আজাদ নামের নিবন্ধ পুনরায় আমার ব্যবহারকারী খেলাঘরে স্থানন্তর করি এবং লেখক আরিফ আজাদ খালি পাতাটি দ্রুত অপসারণের জন্য অনুরোধ করি।
যাই হোক,আমি এখন প্রশাসকদের দৃষ্টি আকর্ষন করছি যে আরিফ আজাদ নামের পূর্বের নিবন্ধ অপসারনের উল্লেখযোগ্য কারন হিসেবে দেখানো হয়েছিল অনির্ভরযোগ্য তথ্যসূত্র, তথ্যসূত্রে হিসেবে বই বিক্রির ওয়েবসাইট ব্যবহার, অগোছালো লেখা ইত্যাদি। তাই আমি আমার নতুন এই [[১]] নিবন্ধটি(খেলাঘরে সংরক্ষিত) বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে নির্ভরযোগ্য তথ্যসূত্র, স্বনামধন্য সংবাদপত্র এবং তথ্যগুলি সাজানো-গোছানো বলে মোনে করি সাম্প্রতিক সময়ে আরিফ আজাদ একজন উল্লেখযোগ্য লেখক হিসেবে পরিচিত। এবং লেখক এর উল্লেখযোগ্যতা সব সময়েই বিদ্যমান থাকে।যদিও তিনি খুব অল্প সময়ের মধ্যেই সাড়া জাগিয়েছেন।
উক্ত লেখা বিবেচনা করে আরিফ আজাদ এর নামে যে নিবন্ধ লেখা আপাতত প্রশাসক দ্বারা অবরুদ্ধ করা রয়েছে সেটা খুলে দেবার জন্য আবেদন করছি।
--Abdur Rahman (আলাপ) ১৪:৫৮, ৩০ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @Abdur Rahman Ibn Al Mamun: আগে লেখাটা নিরপেক্ষ করুন। তারপর উল্লেখযোগ্যতা নিয়ে আলোচনা করা যাবে। জনপ্রিয় লেখক, সাড়া জাগানো বই টাইপের শব্দগুলো সড়াতে হবে। ফাঁকাস্থানের (স্পেস) যথাযথ ব্যবহারের দিকেও মনোযোগী হতে হবে। —ইয়াহিয়াবলুন... • ১৮:২২, ৩০ আগস্ট ২০২০ (ইউটিসি)
@YahyA::প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাকে শুধরে দেবার জন্য।আমি আরিফ আজাদ কে নিয়ে লেখাটিকে আপনার কথা অনুযায়ি নিরপেক্ষ করার চেষ্টা করেছি,অবাঞ্নীয় শব্দ বাদ দিয়েছি,সমালোচনা এড করেছি।আপনি এবার একটু চেক করে দেখুন [[২]] এটা বিবেচনা করে আশানুুরূপ নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে আশাব্যক্ত করি। --Abdur Rahman (আলাপ) ০৭:৪৬, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
বাধাপ্রাপ্ত ব্যবহারকারী কীভাবে সম্পাদনা করেন
এই লগ অনুসারে ব্যবহারকারী:Joy.das.media.bd অসীম মেয়াদে বাধাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন। কিন্তু তার অবদান হতে দেখা যায় তিনি এখনো সম্পাদনা করতে পারছেন। এটি কীভাবে সম্ভব? নাকি সফটওয়্যারের কোনো বাগ দেখা গেছে? নকীব সরকার বলুন... ০৫:৫৩, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: সুধী, এটা সফটওয়্যারের ত্রুটি না ওনাকে ব্যবহারকারী আলাপ পাতার নামস্থানে বাধা দেয় নি যাতে বাধা অপসারণের কারণ লিখতে পারেন। তাই তিনি সেখানে সম্পাদনা করতে পারছেন। যেকোনো ব্যবহারকারীকে বাধা দেওয়ার সময় কিছু ব্যতিক্রম ছাড়া ব্যবহারকারী আলাপ পাতার নামস্থানে বাধা দেওয়া হয় না। — রিয়াজ (আলাপ) ০৬:৫০, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
- রিয়াজ ভাই, আচ্ছা বুঝতে পেরেছি। তিনি ব্যবহারকারী:Joydasm নামে আরেকটি একাউন্ট খুলেছেন।58.145.190.229 (আলাপ) ০৮:০৮, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায় পাতায় বর্তমানে সাময়িক সুরক্ষা প্রয়োজন বলে মনে করছি। —Wiki RuHan [ Talk ] ২২:২৯, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধ চলমান
শিরোনাম:শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড(নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4500806 | 45.125.220.162 | পুনর্বহাল |
4496108 | Aishik Rehman | রোলব্যাক |
4496103 | 45.125.220.162 | পুনর্বহাল |
4495801 | Aishik Rehman | রোলব্যাক |
4495542 | 116.58.202.1 | পুনর্বহাল |
4494799 | Aishik Rehman | রোলব্যাক |
4494213 | 103.67.158.15 | সাধারণ |
নকীব বট (আলাপ) ১৮:২০, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সক পাপেট
আজ বিশাল খান খুব সম্ভবত দুইটি অ্যাকাউন্ট (বিশাল জ. ও শিশির য.) খুলেছেন। তবে এখন পর্যন্ত তার সম্পাদনায় কোন অসঙ্গতি পাওয়া যায়নি। তিনি একজন বাধাপ্রাপ্ত ব্যবহারকারী ও অনেক ধ্বংসপ্রবণতা করেছেন এ আমি জানি। কিন্তু তিনি অনেক গঠনমূলক সম্পাদনাও করেছেন। তিনি সিনেমা ও যৌনতা নিয়েই বেশি সম্পাদনা করেন। এখন আমার উত্থাপিত বিষয় হল- তাকে গঠনমূলক সম্পাদনা করার সুযোগ দেওয়া যায় না? যদি তিনি গঠনমূলক সম্পাদনা করতে থাকেন তবে তার নতুন অ্যাকাউন্টে বাধা প্রদান না করে নজরদারিতে রেখে উইকির উন্নয়ন ঘটানো যায় না? এ বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি। —Wiki RuHan [ Talk ] ২০:০৯, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- উনি প্রতিদিনই অ্যাকাউন্ট খুলেন। ২০০-র উপর সক খোলার পর, মনে হয় না দেয়া সম্ভব ও দেয়া উচিত। আরও মজার বিষয় উনি এখন নিজে নিজেই ধরা দেন। বহু বহু বছর আগে ওনার এই কাজ শুরুর প্রাক্কালে আমি ওনার পক্ষ নিয়েছিলাম, ওনাকে সুযোগ দিতে বলেছিলাম ও দেয়া হয়েছিলোও; কিন্তু উনি কিছুদিন ভালো সম্পাদনা করেই কি-না-কি হয়, আবার উল্টোপাল্টা সম্পাদনা করতেন (খারাপ শব্দ লিখতেন উইকিপিডিয়ানদের আলাপ পাতায়)। এমনকি কিছুদিন আগে সুব্রতদার আলাপ পাতায় যেয়ে একই কাজ করেছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৮, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধ চলমান
শিরোনাম:শেখ মুজিবুর রহমান(নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4482232 | Nahian | পুনর্বহাল |
4482225 | Aaanup | পুনর্বহাল |
4482224 | Nahian | পুনর্বহাল |
4482214 | Aaanup | পুনর্বহাল |
4482203 | Nahian | পুনর্বহাল |
4482197 | Aaanup | পুনর্বহাল |
4481859 | Nahian | রোলব্যাক |
4481602 | Aaanup | সাধারণ |
4481530 | Nahian | সাধারণ |
4481525 | Nahian | রোলব্যাক |
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধের ডঙ্কা
শিরোনাম:চিনি(নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4512361 | Nahian | পুনর্বহাল |
4511328 | 103.211.20.64 | পুনর্বহাল |
4511327 | Martin Urbanec | রোলব্যাক |
4511326 | 103.211.20.64 | সাধারণ |
4511321 | 103.211.20.64 | সাধারণ |
4511314 | 103.211.20.64 | সাধারণ |
4453687 | Nahian | পুনর্বহাল |
4453678 | 103.120.194.47 | সাধারণ |
নতুন কাজের অনুমোদনের অনুরোধ
আমি আমার বটের জন্য নতুন কাজের অনুমোদনের জন্য আবেদন করেছি। আগ্রহী ব্যক্তিবর্গকে সেখানে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। নকীব সরকার বলুন... ০৭:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ সম্পর্কে বিজ্ঞপ্তি
শ্রদ্ধেয় প্রশাসকগণ,
অসময়ে আলোচনার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি স্ক্রিপ্ট, যাঁকে সাম্প্রতিক পরিবর্তনে নজরদারির জন্য প্রোগ্রাম করা হয়েছে। সাম্প্রতিক পরিবর্তনে নজর রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু নিবন্ধে পারস্পরিক সম্পাদনা যুদ্ধ চলছে। অন্যদিকে কয়েকটি নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা দেখে আমার কাছে মনে হচ্ছে যেকোনো সময়ে সম্পাদনা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমতাবস্থায় আমি নিবন্ধগুলোর কিছু সাম্প্রতিক সম্পাদনা উপস্থাপনপূর্বক সম্পাদনা যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
যুদ্ধের ডঙ্কা
শিরোনাম: আমর ইবনে হিশাম (নজর রাখুন • সুরক্ষা)
সংস্করণ | সম্পাদক | সম্পাদনার ধরন |
---|---|---|
4558058 | Ryan Mahmud | পুনর্বহাল |
4548337 | ZI Jony | রোলব্যাক |
4548329 | Ryan Mahmud | পুনর্বহাল |
4530178 | ZI Jony | পুনর্বহাল |
4529914 | Aishik Rehman | সাধারণ |
খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর নামে নিবন্ধ খোলার বিষয়ে
ইসলামিক চিন্তাবিদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর নামে ২-৩ বার নিবন্ধ খোলা হলেও সেটি পরবরর্তীতে অপসারন করা হয়।বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন এই ধর্মীয় স্কলার।তাঁর মৃত্যুর পর ঢাবির সাবেক ভিসি,সাবেক প্রধান বিচারপতি,কবি আল মাহমুদ ইত্যাদি ব্যক্তিবর্গ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে নিজেদের লেখা দিয়ে প্রেরণার বাতিঘর নামক স্বারকগ্রন্থ সম্পাদিত হয়। (সূত্র: দৈনিক ইনকিলাব) পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন বাংলাসহ বিভিন্ন চ্যানেলে ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করতেন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর। লেখক হিসেবে ৩০ এর অধিক বাংলা,ইংরেজী ও আরবীতে বই লিখেছেন তিনি;অর্জন করেছেন আন্তরর্জাতিক খ্যাতি। A Woman From Desert, Guidance For Fasting Muslims, A Summary of Three Fundamentals of Islam,কুর’আন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, রাহে বেলায়াত ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা।এর পাশাপাশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মপ্রচার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রাখতেন তিনি।এতসব উল্লেখযোগ্যতা থাকা সত্ত্বেও তাঁর নামে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ খোলাকে আপাতত অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিজের দেশের এরকম ইসলাম ধর্ম বিষয়ক ব্যক্তিত্ব, লেখক এবং গবেষক এর মূল্যায়ন করাটা আমাদের জরূরী।সেই লক্ষ্যে আমি খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কে নিয়ে নিবন্ধ লিখতে চাই। দয়া করে প্রশাসকবৃন্দ এ বিষইয়ে সুদৃষ্টি দিবেন। --Abdur Rahman (আলাপ) ১৩:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য দয়া করে এই আলোচনাটি পড়ুন।—ইয়াহিয়াবলুন... • ১৪:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Yahya: জ্বী আমি পড়েছি।সেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর এর উল্লেখযোগ্যতা নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমান করতে না পারায় নিবন্ধটিকে অপসারণ ও অবরুদ্ধ করা হয়।
আমি এই বিষয়ে আপিল করতে চাই। উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা মানদন্ড অনুযায়ী যথেষ্ট প্রমান ও যুক্তি দিয়ে আমি তাঁর উল্লেখযোগ্যতা প্রমান করতে পারব বলে আশাবাদী।দয়া করে আমাকে সাহায্য করুন । --Abdur Rahman (আলাপ) ০৭:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
প্রয়োজনীয় তথ্য জানতে চাই
আমি মোবাইলে সম্পাদনা করি,এখন যদি ডেক্সটপে একই একাউন্ট থেকে সম্পাদনা করতে চাই,তাহলে কি করতে হবে।আমি সম্পাদনায় নতুন।দয়া করে জানাবেন। — ShazidSharifBot (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। ১১:০৯, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- ভাই, শুধু প্রবেশ (Log-in) করলেই চলবে। ‐নকীব সরকার বলুন... ১১:০৯, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
জানতে চাই
দয়া করে উইকিপিডিয়া বট সম্পর্কে বলুন।এটি কি ব্যবহারকারী পরিচালিত স্বয়ংক্রিয় প্রোগ্রাম, নাকি ম্যানুয়াল প্রোগাম? বটের জন্য আবেদনের যোগ্যতা কি কি? ShazidSharif2001 (আলাপ) ১০:১৬, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- ShazidSharif2001 ভাই, বিস্তারিত উইকিপিডিয়া:বট দেখুন। ‐নকীব সরকার বলুন... ১১:৩২, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
জানতে চাই
উইকিপিডিয়ায় কোনো নিবন্ধে ছবি সংযোজন সম্পর্কে জানতে চাই।ShazidSharif2001 (আলাপ) ১৫:১৬, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShazidSharif2001:উইকিপিডিয়া:চিত্র আপলোড দেখুন।—ইয়াহিয়াআলাপ• ১৮:০৫, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShazidSharif2001: আর সাধারণ জিজ্ঞাসার জন্য যে কোনো সক্রিয় উইকিপিডিয়ানের আলাপ পাতা ব্যবহার করতে পারেন। যে সব ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ দরকার, সে সব ক্ষেত্রে এখানে বার্তা দিতে পারেন।—ইয়াহিয়াআলাপ• ১৮:০৯, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
/* কিছু সংগঠনের নাম অন্তর্ভুক্তি করন */ সংশোধন
বাংলাদেশের ছাত্র স্ংগঠনের তালিকা থেকে "ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন"কে কেনো বাদ দেয়া হলো?? — Kazi Muhammad Din Islam (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Kazi Muhammad Din Islam: ছাত্র সংগঠন হিসেবে আর্টিকেল থাকার মত লেখা কেউ দেয়নি, তাই বাদ দেওয়া হয়েছে। আপনি এখানে গিয়ে ওটা লিখেন। তারপর কোনো প্রশাসককে লেখাটি দেখান। উল্লেখযোগ্য হলে যোগ করে দিবে। - ওয়াইস আলাপ ০৫:৫৭, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ব্যাকলগ
প্রশাসকবৃন্দ, নিচের বিষয়শ্রেণী দুটিতে বেশ কিছু পুরনো প্রস্তাবনা জমে আছে-
প্রশাসন ক্ষমতার অপব্যবহার
ব্যবহারকারী:Moheen আমার সৃষ্টি করা আদম তমিজী হক পাতাটি কোনো আলোচনা ছাড়া অপসারণ করেছেন। তিনি দ্রুত অপসারণ প্রক্রিয়ায় কাজটি করেছেন (যাতে তার কর্মটি আলোচিত না হয়)।
প্রথমত এটি একটি ভুল। তিনি নি৭-কে অপসারণের কারণ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু দৈনিক ইত্তেফাক ও ডেইলি স্টারের মতো সংবাদপত্রে যে বিষয়বস্তু সম্পর্কে আলাদা নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং অজস্র খ্যাত-অখ্যাত সংবাদ মাধ্যমে যে বিষয়বস্তুটি নিয়ে লেখা হয়েছে, কখনো আলাদা নিবন্ধে, কখনো নিবন্ধের অংশ হিসেবে সেটি কখনোই নি৭-এর আওতায় পড়েনা। একজন প্রশাসক হিসেবে এটি তার জানা থাকার কথা। তদুপরি তিনি যে এই কর্মটি করেছেন সেটি আমাকে জানানোরও প্রয়োজন মনে করেননি।
দ্বিতীয়ত তার এই কর্মটি উইকিপেডিয়ার উন্নতিতে করা হয়নি, বরং ব্যক্তিগত রোষ থেকে করা হয়েছে এমনটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। মহিন যে উইকিপিডয়াকে তার ব্যক্তিগত প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এ বিষয়ে আমি অভিযোগ করতে চাওয়ায় তার এই রোষ। তিনি ইংরেজি উইকিপেডিয়ায় একটি হোক্স বারবার অন্তর্ভূক্ত করার চেষ্টায় আমি বাধা দিয়েছি তাই এই রোষ। উইকিপেডিয়ায় কোনো প্রশাসক এই প্রথম নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এমন নয়।
আমি নিবন্ধটি পুনর্বার নির্মান করেছি। আশা করি প্রাশাসনিক ক্ষমতার অপব্যবহার করে এটি পুনর্বার বিনা আলাচনায় অপসারণ করা হবে না। Aditya Kabir (আলাপ) ০২:৫১, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: Moheen ভাই যা করেছেন, তা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারেই করেছেন। আপনি যে ব্যক্তির নামে নিবন্ধ লিখেছেন তিনি রাজনীতিবিদ হিসেবে এবং উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ নয়। উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতা অর্জনের জন্য কমপক্ষে একজন নির্বাচিত সংসদ সদস্য হতে হয়। কোনো ব্যক্তি সম্পর্কে কয়েকটা পত্রিকায় নিউজ হলেই তিনি উল্লেখযোগ্য হন না। আপনাকে পরবর্তীতে এই নিবন্ধ আর তৈরি না করার জন্য অনুরোধ করছি। —ইয়াহিয়াআলাপ• ০৭:০৯, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: পুনশ্চঃ প্রথমে আমি ভেবেছিলাম আপনি নতুন উইকিপিডিয়ান। আপনার ইংরেজি উইকির সম্পাদনা দেখে বুঝলাম আপনি অভিজ্ঞ। আপনি নিশ্চয়ই উপরের নীতিমালাগুলো জানেন। আমি অপসারণ প্রস্তাবনা দিয়ে আলোচনা শুরু করছি। —ইয়াহিয়াআলাপ• ০৭:২১, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Yahya: ধন্যবাদ। যদিও বিনা আলোচনায় অপসারণ এই নিবন্ধের ক্ষেত্রে প্রযোজ্য হয় না (“উইকিপিডিয়ার নীতিমালা অনুসারেই করেছেন” - এটি মানা গেলো না)। নিবন্ধের বিষয় একজন শিল্প উদ্যোক্তা, এবং নিবন্ধটিতে তাই বলা হয়েছে। তিনি একজন সিআইপিও বটে। এখানে রাজনীতিবিদ হিসেবে সামান্য উল্লেখ আছে, যা ফেলে দিলেও কোনো অসুবিধে দেখিনা। WP:NPOL এখানে প্রযোজ্য় নয় এবং WP:GNG এখানে খুব ভালোভাবেই রক্ষা করা হয়েছে। Aditya Kabir (আলাপ) ০৮:০০, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: পুনশ্চঃ প্রথমে আমি ভেবেছিলাম আপনি নতুন উইকিপিডিয়ান। আপনার ইংরেজি উইকির সম্পাদনা দেখে বুঝলাম আপনি অভিজ্ঞ। আপনি নিশ্চয়ই উপরের নীতিমালাগুলো জানেন। আমি অপসারণ প্রস্তাবনা দিয়ে আলোচনা শুরু করছি। —ইয়াহিয়াআলাপ• ০৭:২১, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
বাধা প্রদান
প্রশাসকবৃন্দ, ব্যবহারকারী MA. Kaium Ahmed Jihad এর অবদান ও লগ দেখে বাধা প্রদান করার অনুরোধ করছি। এবং ওনার স্থানান্তর করা আলাপ পাতা আবার ব্যবহারকারী নামস্থানে ফিরিয়ে আনার অনুরোধ করছি।—ইয়াহিয়াআলাপ• ১৪:৩২, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
অনির্দিষ্ট কালের জন্য উইকিপিডিয়ায় বাধাদান প্রসঙ্গে
আমার আইপি অথবা আমাকে অনির্দিষ্ট কালের জন্য উইকিপিডিয়ায় বাধাদান করা হয়েছে, আমি হয়ত না জেনে অথবা নিজের বাহাদুরি দেখাতে গিয়ে উইকিপিডিয়ার নিয়মের সীমা লঙ্ঘন করেছি... আমি কি আর কোনদিন উইকিপিডিয়ায় লিখতে বা কোন অবদান রাখতে পারব না ?— Giash Uddin Islamabadi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।০৪:৪২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Giash Uddin Islamabadi: আপনার বাধার মেয়াদ শেষ হলে, আবার করতে পারবেন। কিন্তু বাধা চলাকালীন দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে সেখান সম্পাদনা সক পাপেট্রির শামিল হয়। কাজেই সে ধরনের কোনো কাজ থেকে বিরত থাকবেন। আর বাধা উঠে গেলে যে কাজের জন্য বাধা পেয়েছেন, সেটা আর করবেন না। — আদিভাই • আলাপ • ০২:৫১, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আদিভাই, অনির্দিষ্টকালের জন্য বাধা দেয়া হলে তার মেয়াদ কখনোই ফুরোবে না। সুতরাং, গিয়াস ভাই, আপনি উক্ত একাউন্টের আলাপ পাতায় থাকা নির্দেশনা অনুসরণ করে উক্ত একাউন্ট থেকেই আবেদন করুন। আর আপনার নামটা আমার কাছে একটুখানি প্রচারণামূলক (শুধুমাত্র সন্দেহ) লাগছে। যদিও এটা আপনার ব্যক্তিগত তবুও একটু আগ্রহবোধ করছি যে, ইসলামাবাদী অংশটুকু কি আপনার নামেরই অংশ? জানালে খুশি হবো। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ০৪:৪২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: আহ, নকীব ভাই একদম জায়গা মতো হিট করে। :D শিরোনামেই অনির্দিষ্টকালের জন্য লেখা আছে, এটা খেয়াল করিনি। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য হলে বাধার মেয়াদ শেষ হবে না। ওই অ্যাকাউন্ট থেকেই বাধা অপসারণের আবেদন করতে হবে। তবে ওই সময় দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে লবিংয়ের কাজ করাটাও উচিত নয়। — আদিভাই • আলাপ • ০৪:৫২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Giash Uddin Islamabadi: আপনাকে বাধা প্রদান করা হয় নি, হয়তো আপনার আইপিতে স্বয়ংক্রিয় বাধা ছিলো। আপনি একাউন্টে প্রবেশ করেই উইকিপিডিয়ায় গঠনমূলক অবদান রাখুন। @Nokib Sarkar এবং Meghmollar2017: তোমরা উভয়েই হুদায় এত কথা বললা। একটু খেয়াল করতে হবে তো ভাউ ওনাকে বাধা দিলে এই পাতায় বার্তা দিতে পারতো না। — রিয়াজ (আলাপ) ০৫:৩২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- রিয়াজ ভাও, এটা ওনার সক একাউন্ট। তার মূল একাউন্টে সম্ভবত বাধা পেয়েছেন। ‐নকীব সরকার বলুন... ০৫:৪৩, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar সেটা ওনি পরিষ্কার করে বললেই বুঝা যেতো আর কি। রিয়াজ (আলাপ) ০৫:৪৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017, RiazACU, এবং Nokib Sarkar: সম্পাদনা পরীক্ষা করে নিশ্চিত হলাম এটা ১০০% User:Mohammad Mujibul Hoque Khan এর সক পাপেট এবং আইডিটা অবরুদ্ধ রয়েছে। - ওয়াইস আলাপ ১১:৫২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ, ওনার আইডির গতকালের অবদান দেখে এটাই বুঝা যাচ্ছে যে উভয়ে একে-অপরের সক-পাপেট। আমি সর্বশেষ সতর্কবার্তা দিয়ে দিচ্ছি। রিয়াজ (আলাপ) ১২:১০, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017, RiazACU, এবং Nokib Sarkar: সম্পাদনা পরীক্ষা করে নিশ্চিত হলাম এটা ১০০% User:Mohammad Mujibul Hoque Khan এর সক পাপেট এবং আইডিটা অবরুদ্ধ রয়েছে। - ওয়াইস আলাপ ১১:৫২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar সেটা ওনি পরিষ্কার করে বললেই বুঝা যেতো আর কি। রিয়াজ (আলাপ) ০৫:৪৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- রিয়াজ ভাও, এটা ওনার সক একাউন্ট। তার মূল একাউন্টে সম্ভবত বাধা পেয়েছেন। ‐নকীব সরকার বলুন... ০৫:৪৩, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Giash Uddin Islamabadi: আপনাকে বাধা প্রদান করা হয় নি, হয়তো আপনার আইপিতে স্বয়ংক্রিয় বাধা ছিলো। আপনি একাউন্টে প্রবেশ করেই উইকিপিডিয়ায় গঠনমূলক অবদান রাখুন। @Nokib Sarkar এবং Meghmollar2017: তোমরা উভয়েই হুদায় এত কথা বললা। একটু খেয়াল করতে হবে তো ভাউ ওনাকে বাধা দিলে এই পাতায় বার্তা দিতে পারতো না। — রিয়াজ (আলাপ) ০৫:৩২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: আহ, নকীব ভাই একদম জায়গা মতো হিট করে। :D শিরোনামেই অনির্দিষ্টকালের জন্য লেখা আছে, এটা খেয়াল করিনি। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য হলে বাধার মেয়াদ শেষ হবে না। ওই অ্যাকাউন্ট থেকেই বাধা অপসারণের আবেদন করতে হবে। তবে ওই সময় দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে লবিংয়ের কাজ করাটাও উচিত নয়। — আদিভাই • আলাপ • ০৪:৫২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আদিভাই, অনির্দিষ্টকালের জন্য বাধা দেয়া হলে তার মেয়াদ কখনোই ফুরোবে না। সুতরাং, গিয়াস ভাই, আপনি উক্ত একাউন্টের আলাপ পাতায় থাকা নির্দেশনা অনুসরণ করে উক্ত একাউন্ট থেকেই আবেদন করুন। আর আপনার নামটা আমার কাছে একটুখানি প্রচারণামূলক (শুধুমাত্র সন্দেহ) লাগছে। যদিও এটা আপনার ব্যক্তিগত তবুও একটু আগ্রহবোধ করছি যে, ইসলামাবাদী অংশটুকু কি আপনার নামেরই অংশ? জানালে খুশি হবো। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ০৪:৪২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
ব্যবহারকারী সম্পর্কে দৃষ্টি আকর্ষণ
Srabanta Deb (আলাপ · অবদান · ইমেইল) সম্পর্কে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি একটি নিবন্ধে বারবার একই ধরনের সম্পাদনা করছেন। বারবার পূর্বাবস্থায় ফেরত, আলাপ পাতায় বার্তা প্রদান ও সতর্ক করা সত্ত্বেও উনি একই কাজ করে যাচ্ছেন। এই ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি। — আদিভাই • আলাপ • ১৩:৩৩, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পাতা প্রসঙ্গে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিবন্ধটি ২০১৭ সালে তৈরি এবং এখন অব্দি নিরপেক্ষতা নিশ্চিত করা যায় নি। নিবন্ধের শুরুতে "বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯৭১ এর তৎকালীন রিচার্ড নিক্সনের শাসনামলের সকল কূটনৈতিক গোপন নথিতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে।" এই বাক্যে যে তথ্যসূত্র প্রদান করা হয়েছে, সেই তথ্যসূত্রে জিয়াউর রহমানের নাম নেই। উল্লেখ্য ৩৩৫ পৃষ্ঠার কূটনৈতিক গোপন নথির শুরুতে "persons" ট্যাবে গুরূত্বপূর্ন ব্যক্তিবর্গের নামের তালিকায়ও জিয়াউর রহমানের নাম নেই। জিয়াউর রহমানের নামের সাথে এই তথ্যসূত্র যোগ নিছক ধোঁকাবাজি। প্রশাসকদের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। -- -- Nasrin (আলাপ) ১৭:০৮, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সমর্থন, বিষয়টি সমাধান করা জরুরী,প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি - শাকিল হোসেন আলাপ
সমর্থন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নিবন্ধের সাথে একত্রিতকরণ করার মত দিচ্ছি। 43.245.121.83 (আলাপ) ১৩:০১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সংযোগ রহিতকরণ/বাদ দেওয়া প্রসঙ্গে
(Q2621468) নং আইটেমের সাথে বাংলা উইকিপিডিয়ায় বিডি-০৮ নামের নিবন্ধ টির সংযোগ রয়েছে,যা ভুল তথ্য/ধারণা প্রদান করে।তাই উক্ত আইটেমের সাথে টাইপ ৮১ রাইফেল নিবন্ধ টির সংযোগ করে প্রয়োজনবোধে ইংরেজি উইকিপিডিয়া তে BD-08 নামে নিবন্ধ তৈরি করা হোক। - শাকিল হোসেন আলাপ
- @MdsShakil: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৬, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
বাধা দানের অনুরোধ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
103.134.192.14 এই আইপি এড্রেস থেকে একই ধ্বংসাত্মক সম্পাদনা একাধিক বার একাধিক নিবন্ধে করা হচ্ছে। একে বাধা দেওয়া হোক। - শাকিল হোসেন আলাপ ০৮:২৬, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সম্পাদনা ধ্বংসপ্রবণতা
আমার সম্পাদনা গুলো পর্যাপ্ত রেফারেন্স সহ লেখা হলেও, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্পাদনা মুছে ফেলা হচ্ছে। সেখানে দলিল বিহিন লেখা দেয়া হচ্ছে যার সাথে সেই টপিকের ইংরেজি ভার্সনের আকাশ পাতাল পার্থক্য। ইংরেজি ডকুমেন্ট ও তাদের করা বাংলা ডকুমেন্ট মুলত পরস্পর বিরোধী। এই কাজে যুক্ত আছেন যেসব লিংক-
তাদের পক্ষপাতি অসৎ আচরণের জন্য আমি অভিযোগ জানাই। প্রশাসকগন আশা করি যাচাই বাছাই ও বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।— Abdus.Salam.24 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Abdus.Salam.24: আপনি প্রশাসকদের আলোচনাসভায় প্রশাসকদের নিয়েই অভিযোগ করছেন। ~ নাহিয়ান আলাপ ০৪:০৩, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Abdus.Salam.24: কোন ধরণের প্রমাণ ছাড়া অন্য ব্যবহারকারীর নামে অভিযোগ দিয়েছেন। দয়া করে নির্দিষ্ট করে বলুন কোন কোন সম্পাদনার জন্য আপনি মনে করছেন তারা 'উদ্দেশ্য প্রণোদিতভাবে' করেছেন? @Nahian: ভবিষ্যত টীকা হিসেবে - উইকিপিডিয়াতে যে কোন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর নামে অভিযোগ দিতে পারেন তবে তা অবশ্যই প্রমাণসহ।--~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: নাহিদ ভাই, আমি এটি জানি, একজন ব্যবহারকারী চাইলে অন্য ব্যবহারকারীর কোন নীতিবিরুদ্ধ কাজের বিষয়ে অভিযোগ জানাতে পারেন। আমি উপর্যুক্ত ব্যবহারকারীকে অভিযোগ জানাতে নিরুৎসাহিতও করিনি। সংক্ষেপে বুঝাতে চেয়েছি যে, প্রশাসকরা নিশ্চয়ই না বুঝে কোন পদক্ষেপ নেননা। তিনি দু'জন প্রশাসকের সিদ্ধান্তের বিপরীতে অভিযোগ করেছেন, হয়তো তিনি জানেননা আফতাব ভাই এবং মাসুম ভাই দু'জনই উইকি' প্রশাসক। এটি উনার বোধগম্য করতেই আমি উত্তরটি দিয়েছিলাম। ~ নাহিয়ান আলাপ ০৬:১১, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
অভিযোগ
ব্যবহারকারী User:Yahya তার ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছেন। অনেকের সাথেই তিনি তার ক্ষমতার অসৎ ব্যবহার করছেন। আমি প্রশাসকদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যাচাই করে তার বিপক্ষে ব্যবস্থা নেয়া হোক।— Abdus.Salam.24 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- প্রমাণ? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @NahidSultan এবং Nahian: ভাই, এখানে দেখুন: আপনার মাথা ব্যাথা মাঝহাব নিয়ে অবশ্যই নয়! — Meghmollar2017 • আলাপ • ০৫:৪১, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দেখলাম। উক্ত আলাপ পাতায় আফতাব ভালো পরামর্শ দিয়েছে। সুতরাং @Abdus.Salam.24, দয়া করে আফতাবুজ্জামানের পরামর্শ অনুসরণ করুন। তবে, আপনি যে ভাষায় অন্যের আলাপ পাতাতে কথা বলেছেন ‘
আমি দুই একটা তথ্য সুত্র দিছি? তথ্য সুত্র একটু গুনে দেখেন। ততটুক লেখাপড়া করেছেন আশা করি।
’ সেটি ব্যক্তিগত আক্রমণ। উইকিপিডিয়া ব্লগ বা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। এ ধরণের আচরণ গ্রহণযোগ্যও নয় সুতরাং পরবর্তীতে অন্যের সাথে আলোচনায় এধরণের ভাষা ব্যবহারের ক্ষেত্রে দয়া করে সতর্ক থাকবেন।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪৭, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)- @NahidSultan: ভাই, এই ব্যবহারকারীর সাথে বেশ কয়েকবার বার্তা দিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে এবং বোঝানোও হয়েছে। এছাড়া সম্পাদনা সারাংশেও নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু কখনো কোন বার্তার উত্তর পাওয়া যায় নি। যখনই সর্বশেষ সতর্কবার্তা দিয়ে একই কাজ বার বার চালিয়ে গেলে প্রশাসকদের আলোচনাসভায় জানানো হবে- বলা হলো তখনই তিনি তার সম্পাদনা বতিল করা সকল ব্যবহারকারীর বিরুদ্ধে উলটো অভিযোগ করে বসলেন এবং বিভিন্ন ব্যবহারকারীর আলাপ পাতায় বার্তা দেয়া শুরু করলেন।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ১০:৪২, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দেখলাম। উক্ত আলাপ পাতায় আফতাব ভালো পরামর্শ দিয়েছে। সুতরাং @Abdus.Salam.24, দয়া করে আফতাবুজ্জামানের পরামর্শ অনুসরণ করুন। তবে, আপনি যে ভাষায় অন্যের আলাপ পাতাতে কথা বলেছেন ‘
- @NahidSultan এবং Nahian: ভাই, এখানে দেখুন: আপনার মাথা ব্যাথা মাঝহাব নিয়ে অবশ্যই নয়! — Meghmollar2017 • আলাপ • ০৫:৪১, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ নীতিনির্ধারণী সভা জানুয়ারি ২০২১
— রসনিমা — |
আমন্ত্রণবার্তা১ |
জানুয়ারি ২০২১ - পৌষ ১৪২৭ |
শুভ নববর্ষ এবং শুভ নবদশক! বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের অব্যবহিত পর নিবন্ধসমূহের মানোন্নয়নের লক্ষ্যে বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের সংগঠন কাজ চলছে। প্রকল্পের আলোচনা পাতায় সংঘের নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা আহ্বান করা হয়েছে। এই অতিগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসকবৃন্দকে তাঁদের মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে। |
|
সংঘে যোগ দিন মেইলিং লিস্টে যোগ দিন সিস্টেম উন্নয়নে সহায়তা করতে যোগাযোগ করুন |
বার্তা প্রেরক: — Meghmollar2017 • আলাপ • ১৩:০৬, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি) |
১. নিউজলেটারটির নামকরণ উদাহরণস্বরূপ প্রদত্ত; এর নামকরণে অংশ নিন। |
বট নীতিমালা
আমি এখানে বট নীতিমালার একটি খসড়া তৈরি করছি। অনুগ্রহপূর্বক আগ্রহীদের পরামর্শ প্রদানের অনুরোধ রইল। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
মন্তব্যের অনুরোধ
এখানে বট নীতিমালা সংক্রান্ত মন্তব্যের অনুরোধ করা হয়েছে। সকলের মতামত কামনা করছি। ‐নকীব সরকার বলুন... ১৮:১৭, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)