উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজ ৩
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: নকীব বট
- পরিচালক: Nokib Sarkar
- কাজ: :
- নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নাম শনাক্তকরণ
- সম্পাদনাসংখ্যা অনুযায়ী ব্যবহারকারীর তালিকা হালনাগাদ
- এসভিজি ফাইলসমূহে {{বৈধ এসভিজি}}/{{অবৈধ এসভিজি}} যোগ
- বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের আলাপ পাতা হতে সম্ভাব্য নীতি সমস্যা সহ উইকিপিডিয়া ব্যবহারকারীর নাম অপসারণ
- মুক্ত নয় শব্দবন্ধকে অ-মুক্ত শব্দবন্ধ দ্বারা প্রতিস্থাপন
- প্রোগ্রামিং ভাষা: পাইউইকিবট
- সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: পরিবর্তনশীল
- বিস্তারিত: :
- নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নাম শনাক্তকরণ: (পূর্বের আবেদনে বিস্তারিত) সাম্প্রতিক পরিবর্তন ছেঁকে যেসব ব্যবহারকারীর নাম নীতিমালাবহির্ভূত (সাধারণত প্রচারমূলক
সংগঠন
,ফাউন্ডেশন
প্রভৃতি রয়েছে), তাদেরকে- আলাপ পাতায়
{{subst:uw-username|এতে <ছাঁকনীতে প্রাপ্ত পদ> পদাবলী রয়েছে}}
যোগ করবে। - যদি পরবর্তী ৭ দিনের মধ্যে নাম পরিবর্তনের আবেদন না করেন (প্রযুক্তিগতভাবে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন-এ কোনো সম্পাদনা পাওয়া না যায়) তবে
উইকিপিডিয়া:নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী/<বছর> <মাস>
শিরোনামের পাতায় তালিকাভুক্ত করবে।
- আলাপ পাতায়
- প্রতি
মাসেসপ্তাহে একবার করে উইকিপিডিয়া:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা/১-১০০০ হালনাগাদ করা হবে। - যেসব এসভিজি ফাইল w3c আদর্শ মেনে চলে তাদের শেষে {{বৈধ এসভিজি}} অন্যথায় {{অবৈধ এসভিজি}} যোগ। এক্ষেত্রে বটটি এই API ব্যবহার করবে। কাজটি প্রাথমিকভাবে সমস্ত ছবির উপর চালানো হবে। পরবর্তীতে প্রতি আপলোডে এটি চালানো হবে।
- সম্ভাব্য নীতি সমস্যা সহ উইকিপিডিয়া ব্যবহারকারীর নাম এর সদস্যদের মধ্যে যেসব ব্যবহারকারী বাধাপ্রাপ্ত তাদের আলাপ পাতা হতে বিষয়শ্রেণীটি অপসারণ।
- এই আলোচনা অনুসারে এই তালিকার সকল পাতা সংশ্লিষ্ট লক্ষ্য পাতায় গণস্থানান্তর।
নকীব সরকার বলুন... ০৯:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- অনুমোদন করা হলো। অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দুঃখ প্রকাশ করছি। — তানভির • ০৭:০১, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আলোচনা
সম্পাদনা২ নং কাজটি মাসে না করে সপ্তাহে করা সম্ভব হলে কর। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আফতাব ভাইয়ের সাথে একমত। — আদিভাই • আলাপ • ১৭:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আদিভাই, আচ্ছা, তাহলে প্রতি সপ্তাহে ২ নং কাজটি করা হবে। নকীব সরকার বলুন... ০২:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- ১ - ৫ পর্যন্ত কাজগুলির জন্য মনে হয় না আর পরীক্ষণের দরকার আছে। অনুমোদন করা যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাই, অনুগ্রহপূর্বক ব্যুরোক্র্যাটের অবর্তমানে প্রশাসক হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করুন। ‐নকীব সরকার বলুন... ১০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)