উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: নকীব বট
- পরিচালক: Nokib Sarkar
- কাজ: দশকের নিবন্ধ তৈরী করা
- প্রোগ্রামিং ভাষা: পাইথন
- সম্পাদনার মোড: অর্ধস্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ৬
- বিস্তারিত: দশকের তালিকায় উপস্থিত সকল নিবন্ধগুলোর মূল গঠন একই।তাই একই গঠন বারবার প্রস্তুত না করে বটের মাধ্যমে নিবন্ধ তৈরী করা উচিত বলে মনে করি। তবে কাজ শেষ হয়ে গেলে আর বট চালানো হবে না।
নকীব সরকার বলুন... ০৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
করা হয়নি। বটের কাজ বর্তমানে বাংলা উইকিপিডিয়ার জন্য কার্যকর ও সামঞ্জস্যপূর্ণ নয়। — তানভির • ১৩:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
আলোচনা
সম্পাদনা- প্রথমত, নকীব বট একাউন্টটি তৈরি করুন। দ্বিতীয়ত, সাধারণত বট দিয়ে আমি নিবন্ধ তৈরির বিপক্ষে। সাল সম্পর্কিত এরকম অসংখ্য নিবন্ধ ইতিমধ্যে তৈরি আছে যেগুলোতেই কোন তথ্য নেই বললেই চলে। তার উপর এরকম নাম সর্বস্ব নিবন্ধ আরো বৃদ্ধির পক্ষে আমি নই। তৃতীয়ত, @Wikitanvir: ভাইয়ের উপর ছেড়ে দিচ্ছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪৭, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- সেসব নিবন্ধও আমি সম্প্রসারিত করার জন্য বট কাজে লাগাতে চাই। উইকিডাটা,ইংরেজি উইকিপিডিয়া, বাংলা বিষয়শ্রেণী ইত্যাদির সাহায্যে সেসব নিবন্ধে জন্ম,মৃত্যু, প্রতিষ্ঠা ইত্যাদি অনুচ্ছেদ সম্পন্ন করতে চাই। তবে এটি এখন গঠনমূলক পর্যায়ে রয়েছে। সাড়া পেলে অগ্রসর হব। নতুবা সমাপ্ত।তাছাড়া, আমি দুঃখিত যে, অনুমোদন ছাড়াই প্রায় ২০০ নিবন্ধ তৈরী করে অনেকখানি ক্ষতি করে ফেলেছি। সেসব নিবন্ধের সারাংশে #nokibbot রয়েছে। তাই বোধহয় খোঁজা সহজ হবে। তাছাড়া এই বটটি ক্ষণস্থায়ী। তাই ভাবছিলাম তার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিনা। - ধন্যবাদ নকীব সরকার বলুন... ১২:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ায় বট দ্বারা কাজের জন্যে আলাদা বট একাউন্ট খুলতে হয়।
- সেসব নিবন্ধও আমি সম্প্রসারিত করার জন্য বট কাজে লাগাতে চাই। উইকিডাটা,ইংরেজি উইকিপিডিয়া, বাংলা বিষয়শ্রেণী ইত্যাদির সাহায্যে সেসব নিবন্ধে জন্ম,মৃত্যু, প্রতিষ্ঠা ইত্যাদি অনুচ্ছেদ সম্পন্ন করতে চাই। তবে এটি এখন গঠনমূলক পর্যায়ে রয়েছে। সাড়া পেলে অগ্রসর হব। নতুবা সমাপ্ত।তাছাড়া, আমি দুঃখিত যে, অনুমোদন ছাড়াই প্রায় ২০০ নিবন্ধ তৈরী করে অনেকখানি ক্ষতি করে ফেলেছি। সেসব নিবন্ধের সারাংশে #nokibbot রয়েছে। তাই বোধহয় খোঁজা সহজ হবে। তাছাড়া এই বটটি ক্ষণস্থায়ী। তাই ভাবছিলাম তার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিনা। - ধন্যবাদ নকীব সরকার বলুন... ১২:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- আপনি বটের সাহায্যে অনেক গুলো স্ট্যাব বা অসম্পূর্ণ নিবন্ধ তৈরি করেছেন। এর কোন প্রয়োজনীয়তা নাই। বটের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ নিবন্ধ তৈরি করা সম্ভব না। বাংলা উইকিপিডিয়ায় অসম্পূর্ণ বিষয়শ্রেণী কে আরো ভারী করার কোন কারণ দেখছিনা।
- আর অনুগ্রহ করে পরীক্ষামূলক কাজের জন্যে দশ পনেরোটির বেশী নিবন্ধ তৈরি করবেন না। — ফেরদৌস • ১৩:১২, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- ব্যবহারকারী:Nokib Sarkar শুভেচ্ছা নিন। যখন আমি টেমপ্লেট:দশকের জন্য বছর অনুযায়ী ঘটনা তৈরি করি তখনি আমি এমন চিন্তা করেছিলাম, পরে এই ভেবে আর করা হয়ে উঠেনি যে আমাদের বছর নিবন্ধগুলি খালি ও যদি তৈরি করি তবে অনেকগুলি খালি নিবন্ধ তৈরি হবে। অবশ্য এই টেমপ্লেটটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ফলে বছর নিবন্ধে তথ্য যোগ করলেই এই দশকের নিবন্ধগুলিতেও তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আর না, তেমন কোন ক্ষতি করে ফেলেননি। ভবিষ্যৎে বছর নিবন্ধগুলি সম্প্রসারণ করার পর এই কাজটি এমনিতেও করতে হত। তবে আমি এই মুহুর্তে এই রকম বট নিবন্ধের পক্ষে না, আগে আমাদের বছর নিবন্ধগুলি সম্প্রসারণ করতে হবে ও তারপর।
- আর অনুগ্রহ করে যে নিবন্ধগুলি তৈরি হয়েছে তা মুছে দেবার প্রস্তাব করবেন না কেউ। যা হবার হয়েছে। ভবিষ্যৎে বছর নিবন্ধগুলি সম্প্রসারণ করার পর এই কাজটি এমনিতেও করতে হত। এই নিবন্ধগুলিতে ব্যবহৃত টেমপ্লেটটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ফলে বছর নিবন্ধে তথ্য যোগ করলেই এই দশকের নিবন্ধগুলিতেও তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আমি আন্তঃসংযোগ যোগ করে দিচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২২, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- ব্যবহারকারী:Nokib Sarkar শুভেচ্ছা নিন। যখন আমি টেমপ্লেট:দশকের জন্য বছর অনুযায়ী ঘটনা তৈরি করি তখনি আমি এমন চিন্তা করেছিলাম, পরে এই ভেবে আর করা হয়ে উঠেনি যে আমাদের বছর নিবন্ধগুলি খালি ও যদি তৈরি করি তবে অনেকগুলি খালি নিবন্ধ তৈরি হবে। অবশ্য এই টেমপ্লেটটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ফলে বছর নিবন্ধে তথ্য যোগ করলেই এই দশকের নিবন্ধগুলিতেও তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আর না, তেমন কোন ক্ষতি করে ফেলেননি। ভবিষ্যৎে বছর নিবন্ধগুলি সম্প্রসারণ করার পর এই কাজটি এমনিতেও করতে হত। তবে আমি এই মুহুর্তে এই রকম বট নিবন্ধের পক্ষে না, আগে আমাদের বছর নিবন্ধগুলি সম্প্রসারণ করতে হবে ও তারপর।
- @আফতাবুজ্জামান:ধন্যবাদ। আসলে আমার মূল লক্ষ্য হল এসব সাল সম্পর্কিত নিবন্ধ সম্প্রসারণ করা। এজন্য আমি চেয়েছিলাম প্রথমে খোলস তৈরী করে অতঃপর তাতে কাঁচামাল দেয়া। অর্থাৎ Wikidata , ইংরেজি/বাংলা উইকিপিডিয়ার বিষয়শ্রেণী ইত্যাদি হতে ঘটনাবলী/তথ্যাবলী সংগ্রহ করে তা সাল নিবন্ধসমূহে যুক্ত করা। এক্ষেত্রে বটের কারণ হল কাজটি মূলত পুনরাবৃত্তিমূলক এবং প্রচুর পরিমানে সময়ের প্রয়োজন (আমার ভুল না হলে প্রায় ১০০০+ সালসম্পর্কিত নিবন্ধ রয়েছে)। এই বটটি এখনো গঠনমূলক পর্যায়ে রয়েছে (তবে আমি প্রায় ৯০% আশাবাদী যে তা সম্ভব)। তাই এই মুহুর্তে আবেদন করছি একটু সময় নিয়ে বিবেচনা করা হোক। অর্থাৎ টেকনিক্যাল চিন্তার পূর্বে কাজটি ঠিক হবে কিনা তা নিয়ে চিন্তা করা হোক। তথ্যের উৎস হিসেবে আপনারাও পরামর্শ দিতে পারেন।ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৪:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- ব্যবহারকারী:Nokib Sarkar তথ্য যোগের বুদ্ধিটা খারাপ না। কিন্তু কীভাবে করবেন। কয়েকটা নমুনা উদাহরণ ? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:বট দ্বারা তৈরীকৃত নিবন্ধের তালিকাটি দেখুন।
- ব্যবহারকারী:Nokib Sarkar তথ্য যোগের বুদ্ধিটা খারাপ না। কিন্তু কীভাবে করবেন। কয়েকটা নমুনা উদাহরণ ? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- আর অনুগ্রহ করে পরীক্ষামূলক কাজের জন্যে দশ পনেরোটির বেশী নিবন্ধ তৈরি করবেন না। — ফেরদৌস • ১৩:১২, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
নকীব, প্রথমত বাংলা উইকিপিডিয়ায় নিজস্ব ব্যবহারকারী নামস্থানে সীমিত হারের সম্পাদনা ছাড়া অন্য কোনো নামস্থানে বটের পরীক্ষামূলক সম্পাদনা করা নীতিবিরুদ্ধ। আর বট অ্যাকাউন্ট ছাড়া নিজস্ব অ্যাকাউন্ট থেকে বটের সম্পাদনাও নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনি ইতোমধ্যেএই যে নিবন্ধগুলো তৈরি করেছেন তা ঠিক হয়নি। বট অপারেটরদের কাছ থেকে প্রথমত যেটি আশা করা হয় তা হচ্ছে যে তিনি উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা সম্পর্কে অবগত যাতে স্বয়ংক্রিয় অবদানের ক্ষেত্রে সৃষ্টি ভুল এড়ানো সম্ভব হয়। অথচ আপনি নীতিমালা না জেনেই ২০০ নিবন্ধ তৈরি করে ফেলেছেন। বাংলা উইকিপিডিয়া ২০০৬ সালের দিকে এরকম বটের মাধ্যমে অনেক নিবন্ধ তৈরি করা হয়েছিলো যেগুলো ছিলো অসম্পূর্ণ ও এখনও তাদের বেশি অসম্পূর্ণ বা ক্ষুদ্র অবস্থায় আছে। তাই ‘কাজটি ঠিক হবে কিনা’ বিষয়ে আলোচনা করতে গেলে ওপরে অভিজ্ঞ ব্যবহারকারীরা যেমটি বলছেন সে হিসেবে আমার মতও হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধ তৈরির প্রয়োজন নেই বরং তা অনেক ক্ষেত্রে মানের প্রসঙ্গেই সমস্যা তৈরি করবে। — তানভির • ১৫:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Wikitanvir: আমি সত্যি দুঃখ প্রকাশ করছি। আমার খেয়াল ছিল না এসব ব্যাপারে। বট কর্তৃক তৈরী নিবন্ধটি পর্যালোচনার অনুরোধ করছি। আশা করছি এটি ২০০৬ সালের মতো নয়। -ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১৬:০০, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @NahidSultan:,@Wikitanvir:,@RockyMasum:,@আফতাবুজ্জামান:, বট কর্তৃক তৈরীকৃত নিবন্ধসমূহ পর্যালোচনা করে মন্তব্য প্রদানের অনুরোধ করছি।- নকীব সরকার বলুন... ১৭:৩১, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- আমি উপরে যেমনটি মত দিয়েছি, বট দিয়ে যেকোন নিবন্ধ তৈরির বিপক্ষে আমি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @NahidSultan: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি বট কর্তৃক তৈরীকৃত নিবন্ধসমূহ পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদি ব্যাপারটা এমন হয় যে বট নিবন্ধ তৈরির পরিবর্তে সম্প্রসারণে ব্যবহার করা হয়,সেক্ষেত্রেও কি একই সিদ্ধান্ত। মানে, বলছিলাম যে, যদি সাল সংক্রান্ত নিবন্ধ সমূহে জন্ম ও মৃত্যু অনুচ্ছেদগুলো হালনাগাদ ও সম্প্রসারণে বট ব্যবহার করা হয়, তবে কি তা খুব বেশি খারাপ হবে। এর কারণ হলঃ বাংলা উইকিপিডিয়ায় সম্প্রসারণ কিংবা হালনাগাদের মতো সম্পাদকের সংখ্যা খুব বেশি নয়। তাই তা যদি বটের উপর ছেড়ে দেয়া যায়, তবে একটু ভালো হবে বলে মনে করি।-ধন্যবাদ। -নকীব সরকার বলুন... ০৪:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- আমি উপরে যেমনটি মত দিয়েছি, বট দিয়ে যেকোন নিবন্ধ তৈরির বিপক্ষে আমি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @NahidSultan:,@Wikitanvir:,@RockyMasum:,@আফতাবুজ্জামান:, বট কর্তৃক তৈরীকৃত নিবন্ধসমূহ পর্যালোচনা করে মন্তব্য প্রদানের অনুরোধ করছি।- নকীব সরকার বলুন... ১৭:৩১, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- নকীব সরকার বট কিভাবে নিবন্ধ সম্প্রসারণে ভূমিকা রাখবে সে বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। — ফেরদৌস • ০৫:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Ferdous: আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। আসলে, বাংলা/ইংরেজি উইকিপিডিয়ার বিষয়শ্রেণীসমূহ, উইকিউপাত্ত ইত্যাদি হতে বটটি জন্মগ্রহণকারী কিংবা মৃত্যুবরণকারী ব্যক্তিত্বের তালিকা সংগ্রহ ও সমাবেশ করবে। অতঃপর তা সংশ্লিষ্ট নিবন্ধের তালিকা সঙ্গে একত্রীকরণ করবে এবং সবশেষে তা উইকিফাই করবে। এভাবে যদি প্রতি সপ্তাহে একবার করে বট চালানো হয় তবে আশা করি সকল বছর সম্পর্কিত নিবন্ধ গুলোর জন্ম এবং মৃত্যু (যেগুলো সাধারণত তালিকা) অনুচ্ছেদ গুলোতে সর্বশেষ হালনাগাদকৃত ব্যক্তিসমূহ থাকবেন। - ধন্যবাদ। -নকীব সরকার বলুন... ০৫:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
মি. নকীব সরকার, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি কেনো বেশিরভাগ অভিজ্ঞ ব্যবহারকারী এ ধরনের প্রস্তাবে সম্মত হবে না। প্রথমত, সালের নিবন্ধগুলো কিন্তু শুধু তালিকা সম্বলিত কোনো নিবন্ধ নয়। তালিকা যোগ করার সহজ। আর প্রতি বছর বহু আলোচিত/উল্লেখযোগ্য ব্যক্তির জন্ম, মৃত্যু, বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যার সবকিছু-ই ঐ নিবন্ধে যোগ করতে হবে এমন নয়। এধরনের তালিকাভুক্তির জন্য বিষয়শ্রেণী রয়েছে। দ্বিতীয়ত, আর দশটা নিবন্ধের মতো এই নিবন্ধগুলোরও তথ্য ও গুরুত্ববহ ভূমিকাংশের প্রয়োজন রয়েছে। আপনার বট প্রথম ও দ্বিতীয় শর্ত পূরণ করতে পারবে না। এটি আসলে মানুষের বিবেচনার প্রয়োজন রয়েছে। আপনার তৈরি করার পাতাটি আমি দেখেছি। পাতার শুরুতে একটি বাক্য, আর মাসের খালি অনুচ্ছেদ তৈরি (খালি অনুচ্ছেদ তৈরি করা উৎসাহিত করে না, অনুচ্ছেদ শুধু কন্টেন্ট যোগের প্রয়োজনেই তৈরি করা হয়, কারণ খালি অনুচ্ছেদ সূচিপত্র ভারী করে যা কাজের কিছু না) যা নিবন্ধের নীতিমালা মেনে চলে না ও নিবন্ধে কোনো কার্যকর কন্টেন্ট যোগ করে না। স্বয়ংক্রিয় সম্পাদনা বিষয়বস্তুর মানের নিশ্চয়তা দেয় না, উইকিপিডিয়া এটিকে উৎসাহিতও করে না। — তানভির • ১২:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
আরেকটি কথা, আমি দেখতে পাচ্ছি, বটের পাতাটি আপনি তৈরি করলেও আপনি বটের পাতায় বট টেমপ্লেট যোগ করেননি, অনুরোধ তৈরির আগে পরীক্ষামূলক সম্পাদনার করেছেন, ইত্যাদি বিভিন্ন কারণে আমার মনে হচ্ছে বট সংক্রান্ত ব্যাপারে কাজ করার আগে আপনার উইকিপিডিয়ায় সম্পাদনার প্রচলন, নীতিমালা, ও বটসহ ইত্যাদি নানা বিষয়ে আরও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে। তাই আমি আমার বিবেচনায় আপনাকে বট চালনার বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ হিসেবে বিবেচনা করতে পারছি না। কারণ এই কাজটি কোনো রেগুলার কাজ নয় যা ভেরিফায়েড/বহুল ব্যবহৃত স্ক্রিপ্ট দিয়ে করা হয়, এ বিষয়ে কাজ করতে উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণার প্রয়োজন, সুনির্দিষ্ট উইকির চাহিদা ও অগ্রাধিকারের বিষয়ে জ্ঞান থাকা দরকার। আশা করি এটিকে আপনি অসহযোগীতামূলক আচরণ হিসেবে বিবেচনার করবেন না, বরং উইকিপিডিয়ায় আপনার গঠনমূলক অবদান অব্যাহত রাখবেন। ধন্যবাদ। — তানভির • ১৩:০৪, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- বুঝতে পেরেছি। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অত্যুৎসাহ প্রচুর ঝামেলা সৃষ্টি করেছে। তাই আমি এ ব্যাপারে সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তবে, আমি প্রথমে বট পাতায় বট টেমপ্লেট যোগ করেছিলাম(সম্পাদনা ইতিহাস দ্রষ্টব্য) । কিন্তু পরে ভাবলাম, অনুমোদনের পূর্বে টেমপ্লেট থাকা অনুচিত। তাই সরিয়ে ফেললাম। আর হ্যাঁ, আমি অনুমোদনের পূর্বেই কিছু ঝামেলা (পরীক্ষামূলক পাতা) সৃষ্টি করে ফেলেছি। সুতরাং সেসব সম্প্রসারণও আমার দায়িত্ব বলে মনে করছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। এখন, আমি নকীব বট অ্যাকাউন্ট দিয়ে কী করব তা পরামর্শ পেলে ভালো হত। আমার বোধহয় সেটি ভবিষ্যতে যখন বট সম্পর্কে আরো জানবো তখন বট তৈরিতে কাজে লাগবে।-ধন্যবাদ সবাইকে। -নকীব সরকার বলুন... ১৫:২১, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)