উইকিপিডিয়া আলোচনা:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ
প্রধান পাতা | আলোচনা | যোগদান | পর্ষদ | মেইলিং লিস্ট | পরিক্রমা | টেমপ্লেটসমূহ | পদকসমূহ | সহপ্রকল্প |
রচনা সংশোধন প্রধান পাতা | অনুরোধ | মহোৎসব | কীভাবে রচনা সংশোধন করবেন | বানানরীতি |
মানোন্নয়ন প্রধান পাতা | নিবন্ধ তালিকা | সাহায্যের অনুরোধ | অভিযান | কীভাবে মানোন্নয়ন করবেন | পরিভাষাকোষ |
এই পাতাটি রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
অপারেশন সালতামামি ১.০ শেষ হয়েছে। কার্যক্রমের জমা দেওয়া নিবন্ধসমূহের পর্যালোচনা চলমান। নতুন নির্বাচিত নিবন্ধের লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিবন্ধের উন্নয়নে আপনার যেকোনো সাহায্যকে স্বাগত জানাই! |
নীতিনির্ধারণী সভা: জানুয়ারি ২০২১
সম্পাদনাশুভ নববর্ষ এবং শুভ নবদশক! বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের আলোচনা পাতায় সকলকে স্বাগত জানাই। এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের পর বাংলা উইকিপিডিয়ার সর্বময় মানোন্নয়নের লক্ষ্যে রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ সংগঠিত করা হচ্ছে। গঠনগত ও কার্যগতভাবে ইংরেজি উইকিপিডিয়ার WikiProject Guild of Copy Editors (GOCE) এর সাথে ব্যাপক সাদৃশ্য থাকলেও স্থানীয় উইকিপিডিয়া হিসেবে নীতিগত দিক থেকে আমাদের সম্প্রদায়ের মতামতের প্রতিফলন থাকা অতীব জরুরি। সেই সাথে সংঘের নিবন্ধ মানোন্নয়ন শাখা সম্পূর্ণ ইউনিক; এবং এর নীতিমালা স্থানীয়ভাবে চূড়ান্ত করতে হবে।
সেই লক্ষ্যে সংঘের জন্য সম্প্রদায়ের সামনে আলোচনার স্বার্থে প্রয়োজনীয় কিছু প্রস্তাব উল্লেখ করছি:
প্রস্তাবনায়: — Meghmollar2017 • আলাপ • ১৩:০৮, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
নিউজলেটার
সম্পাদনাসংঘের মুখপত্র হিসেবে এর কার্যক্রম ও অভিযান সম্পর্কে অবহিতকরণের জন্য একটি নিউজলেটার মেইলিং লিস্টে স্বাক্ষরকারী সদস্যবৃন্দের আলাপ পাতায় এবং সম্প্রদায়ের আলোচনাসভায় বার্তা রাখবে।
- নিউজলেটারের নাম: যেকোনো সংঘের নিউজলেটারের একটি ইউনিক নাম থাকে। সেই রকম “সন্দেশ”, “রসনিমা পরিক্রমা” - এই দুইটি নাম আমার পক্ষ থেকে প্রস্তাব করছি। (আলোচনাসভায় প্রদত্ত বার্তায় উদাহরণস্বরূপ “আমন্ত্রণবার্তা” নামটি ব্যবহার করা হয়েছে।) এই নামদ্বয়ের পক্ষে-বিপক্ষে এবং অন্য নাম প্রস্তাবের জন্য আলোচনায় আপনাদের স্বাগত জানাই।
- প্রথম নিউজলেটার জানুয়ারি/ফেব্রুয়ারি ২০২১: চলতি বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রথম নিউজলেটারটি বিতরণ করার ইচ্ছা পোষণ করছি। প্রথম নিউজলেটারটির বার্তায় অন্তর্ভুক্ত করা হবে:
- সংঘের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য;
- রচনা সংশোধন ট্যাগসমূহ সম্পর্কিত অবহিতি;
- সংঘে যোগদানের আমন্ত্রণ;
- সিস্টেম উন্নয়ন এবং নীতিগত আলোচনায় ভূমিকা রাখার আমন্ত্রণ।
- প্রথম নিউজলেটারটির সম্ভাব্য প্রাপক:
- সম্প্রদায়ের আলোচনাসভা;
- লক্ষ্য এবার লক্ষ এডিটাথন এবং উইকিপিডিয়া এশীয় মাস ২০২০ এর পর্যালোচকবৃন্দ;
- বাংলা উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ এবং
- (আলোচনাসাপেক্ষে) নিয়মিত টহলদানকারী কয়েকজন সক্রিয় ব্যবহারকারী।
আলোচনা
সম্পাদনানিউজলেটার বিষয়ে আলোচনা করুন এখানে-
মন্তব্য- রসনিমা পরিক্রমা ব্যবহার করা যেতে পারে -শাকিল হোসেন আলাপ ১৩:১৪, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
মন্তব্য - নাম চয়নের ক্ষেত্রে যেকোনো অর্থবহ সুশ্রাব্য শব্দ ব্যবহার করাই যায়, নানা মুনির নানা মত৷ তবে উদ্দেশ্যপূরণে দৃঢ় সমর্থন রইলো৷ - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৪:৪৮, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- বার্তাপত্র, হালনাগাদপত্র, রসনিমা পরিক্রমা ইত্যাদির একটা দিলেই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৮, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- "রসনিমা পরিক্রমা"-এ সমর্থন --- তনয় ✉ ০৮:৪৪, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- "রসনিমা পরিক্রমা"-র পক্ষে সমর্থন। ≈ MS Sakib «আলাপ» ০৮:৪২, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
ব্যাকলগ এলিমিনেশন ড্রাইভ
সম্পাদনাইংরেজি উইকিপিডিয়ার GOCEতে প্রতি মাসের আয়োজন হিসেবে এটি অন্তর্ভুক্ত থাকে এবং এতে অংশগ্রহণ সাপেক্ষে ব্যবহারকারীকে পদক প্রদান করা হয়। ইংরেজি উইকিপিডিয়ার ক্ষেত্রে এটি দুই ধরনের: Backlog Elimination Drives (টানা এক মাস চলমান থাকে) এবং Blitzes (টানা এক সপ্তাহ চলমান থাকে, তবে অধিক কর্মক্ষম)। দুইটি অভিযানেরই উদ্দেশ্য রচনা সংশোধন। কিন্তু বাংলা উইকিপিডিয়ার সংগঠনাধীন সংঘের ক্ষেত্রে যেহেতু প্রধান লক্ষ্য দুইটি (রচনা সংশোধন এবং নিবন্ধের মানোন্নয়ন), সেহেতু আমাদের অভিযান দুইটির থিম ভিন্ন হবে।
- বিজোড় মাসের অভিযান: থিম হবে রচনা সংশোধনকেন্দ্রিক।
- জোড় মাসের অভিযান: থিম হবে নিবন্ধ মানোন্নয়নকেন্দ্রিক।
- উভয় আয়োজনের নামকরণই আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সেক্ষেত্রে কার্যভেদে ইউনিক নামকরণের প্রত্যাশা করি।
- প্রতি বছর ডিসেম্বর মাসে অভিযানের (নিবন্ধ মানোন্নয়ন) লক্ষ্য হবে ইতোমধ্যে মানোন্নয়নকৃত নিবন্ধসমূহের হালনাগাদ পরীক্ষা করা।
আলোচনা
সম্পাদনাব্যাকলগ এলিমিনেশন ড্রাইভ বিষয়ে আলোচনা করুন এখানে-
- সমর্থন -শাকিল হোসেন আলাপ ১৩:১৫, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৫:৫৪, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- প্রস্তাবনা হালনাগাদ: বিজোড় মাসের আয়োজন রচনা সংশোধন মহোৎসব এবং জোড় মাসের আয়োজন নিবন্ধ মানোন্নয়ন অভিযান নামে অভিহিত করার জন্য প্রস্তাবনা দিচ্ছি। — Meghmollar2017 • আলাপ • ১৮:০৪, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন --- তনয় ✉ ০৮:৪৪, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন, সুন্দর নাম। - অংকন (আলাপ) ১৫:৪৬, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন - হীরক রাজা ❯❯❯ আলাপ ১৭:০৯, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- হালনাগাদকৃত প্রস্তাবনার প্রতি সমর্থন। ≈ MS Sakib «আলাপ» ০৯:২৩, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
পর্ষদ
সম্পাদনাইংরেজি উইকিপিডিয়ার GOCEতে পাঁচজন সমন্বয়কারী থাকেন, যারা প্রতি ছয় মাসে ব্যবহারকারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও মানোন্নয়ন সংঘের জন্য তিনজন সমন্বয়কারী পদ রাখার প্রস্তাব করছি:
- সমন্বয়কারী (রচনা সংশোধন): সংঘের রচনা সংশোধন শাখার সমন্বয় সাধন করবেন;
- সমন্বয়কারী (নিবন্ধ মানোন্নয়ন): সংঘের নিবন্ধ মানোন্নয়ন শাখার সমন্বয় সাধন করবেন;
- প্রধান সমন্বয়কারী: সংঘের উভয় শাখার মধ্যে সমন্বয় সাধন করবেন;
- অতিরিক্ত (ইমিরিটাস) সমন্বয়কারী: সাধারণত প্রাক্তন প্রধান সমন্বয়কারীবৃন্দ পরামর্শক হিসেবে অন্তর্ভুক্ত থাকেন।
- (দাবিত্যাগ: পর্ষদ সদস্যরা শুধুমাত্র প্রকল্প রক্ষণাবেক্ষণকারী, যারা প্রকল্পের সমন্বয় সাধন করেন এবং প্রকল্প পাতাসমূহের রক্ষণাবেক্ষণ করেন।)
আলোচনা
সম্পাদনাপর্ষদ বিষয়ে আলোচনা করুন এখানে-
- সমর্থন- পর্ষদে একজন অভিজ্ঞ সম্পাদককে অতিরিক্ত পরামর্শক হিসেবে রাখার বিষয়টি ভেবে দেখবেন -শাকিল হোসেন আলাপ
- সমর্থন --- তনয় ✉ ০৮:৪৪, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন। আমার মতামত হচ্ছে, কমিটিতে প্রশাসক-অপ্রশাসক, নতুন (অবশ্যই অভিজ্ঞ)-পুরাতন অবদানকারীর সমন্বয়ে গঠন করা যেতে পারে। ≈ MS Sakib «আলাপ» ০৮:৪৯, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil এবং MS Sakib: আপনাদের মতামতের জন্য ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে, পর্ষদ সদস্যরা "সরাসরি ব্যবহারকারীদের ভোটে" ছয়মাস (কিংবা নির্বাচনের পূর্বে নির্ধারিত মেয়াদে) নির্বাচিত হবেন। আমাদের সংঘের অন্যান্য বেশ কিছু কার্যক্রমের মতো এটিও ইংরেজি GOCE (GOCE/COORD) থেকে আনা, যেটি আবার উইকিপ্রকল্প সামরিক ইতিহাস থেকে ধার করা হয়েছিল। অর্থাৎ, মূল কথা হলো, পর্ষদ সদস্য কারা থাকবেন, তা আপনাদেরই হাতে। GOCE এর মতে, পর্ষদ সদস্য নির্বাচিত হয়ে আসার বিষয়টি ইউনিক; আমার মতেও ইউনিক। কারণ, বাংলার অন্যান্য উইকিপ্রকল্পে যেটা হয়, কিছু দিন পর প্রকল্প নিষ্ক্রিয় হয়ে যায়, এক্ষেত্রে তা আর হবে না। ভোটে পর্ষদ পাল্টালে, নির্বাচন হলে, প্রকল্পের সক্রিয়তার ধারা বজায় থাকবে। তাছাড়া প্রকল্প সক্রিয় রাখার ভার পর্ষদের হওয়ায়, কার্যকরী সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। — Meghmollar2017 • আলাপ • ০৯:০৮, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ @MdsShakil এবং MS Sakib: ইতোমধ্যে আমাদের পর্ষদ পাতা তৈরির কাজও সমাপ্ত হয়ে গেছে। পাতাটির বিষয়ে কোন মন্তব্য থাকলে সেটি এখানে করতে পারো। :) — Meghmollar2017 • আলাপ • ১০:৪৫, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন -- অংকন (আলাপ) ১৫:৪৭, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
নিবন্ধ মানোন্নয়ন শাখা
সম্পাদনাসংঘের নিবন্ধ মানোন্নয়ন শাখা ইংরেজি উইকিপিডিয়ার GOCE থেকে সম্পূর্ণ ইউনিক। মূলত, বাংলা উইকিপিডিয়ার অতি-গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোর মানোন্নয়নের (ডিস্টাবেশন ও হালনাগাদ) উদ্দেশ্যে এই শাখা গঠিত হবে। নিবন্ধ মানোন্নয়ন শাখার কার্যপ্রণালী বিষয়ে প্রস্তাবনাগুলো যথাক্রমে:
- রচনা সংশোধন শাখার মতো নিবন্ধ মানোন্নয়ন শাখা কোনো ব্যাকলগ, ট্যাগ কিংবা বিষয়শ্রেণী অনুসরণ করবে না। অর্থাৎ এই শাখা ট্যাগের চাপমুক্ত থেকে কাজ করবে।
- মানোন্নয়ন শাখার প্রকল্প পাতায় অনুসরণের জন্য একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক তালিকা থাকবে। যেমন: দেশ-রাজধানী-বৃহত্তম শহরের একটি তালিকা। প্রকল্প পাতায় একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র তালিকা থাকবে, যেটি পূর্ণ হওয়া সাপেক্ষে ভিন্ন তালিকার সন্ধান করবে।
- মানোন্নয়ন অনুরোধের একটি অপশন থাকবে। তালিকার পাশাপাশি অনুরোধগুলোও অগ্রাধিকার পাবে।
- প্রতি বছর অন্তত একটি নিবন্ধকে টার্গেট করে সেটিকে নির্বাচিত নিবন্ধের মানে উন্নীত করবে। নিবন্ধটি সময় বা কাল বিবেচনায় আলোচনাসাপেক্ষে ঠিক করা যাবে। নিবন্ধটি তালিকা থেকেই নিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই।
- এক লক্ষ নিবন্ধ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে আয়োজিত নিবন্ধ সম্প্রসারণ, মানোন্নয়ন, ডিস্টাবাথন প্রভৃতি এডিটাথন সংগঠিত করবে।
আলোচনা
সম্পাদনানিবন্ধ মানোন্নয়ন শাখা বিষয়ে আলোচনা করুন এখানে-
- সমর্থন -শাকিল হোসেন আলাপ ১৩:২২, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সমর্থন --- তনয় ✉ ০৮:৪৪, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
প্রকল্প হালনাগাদ ও পরিকল্পনা
সম্পাদনা- রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ প্রকল্পটি এখনও নির্মাণাধীন। এর সিস্টেম উন্নয়নে সক্রিয় ব্যবহারকারীদের সাহায্য প্রয়োজন। সংঘের কেন্দ্রীয় হাবের সাথে সাথে অন্যান্য উইকিপিডিয়া নীতিমালা পাতা, টেমপ্লেট, বিষয়শ্রেণী তৈরি করা প্রয়োজন।
- বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে যথাযথভাবে পরিষ্করণ ট্যাগ (বিশেষ করে {{রচনা সংশোধন}} ও সম্পর্কিত নিবন্ধ, যেগুলো সংঘ অনুসরণ করবে) লাগানো হয় নি। টহলদানকারী ব্যবহারকারীদের ট্যাগগুলোর বিষয়ে অবহিতকরণ প্রয়োজন।
- ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ সিস্টেমটি সচল করতে ইচ্ছুক। অতঃপর-
- মার্চ, এপ্রিল, মে ও জুন - এই চার মাসে কার্যধারাক্রমে সংঘের পরীক্ষামূলক কাজ চলবে। এই সময়ে সংঘের বিষয়ে ব্যবহারকারীদের অবহিতকরণ অব্যাহত থাকবে।
- জুন মাসে সংঘের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জুলাই মাস থেকে পর্ষদ কার্যকর হবে।
আলোচনা
সম্পাদনাপ্রকল্প হালনাগাদ ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করুন এখানে-
রসনিমা থেকে কি এই নিবন্ধটিতে সম্পাদকগণ একটু মনোযোগ দেবেন? ইংরেজি থেকে অনুবাদ করতে গেলে এমন প্রচুর তথ্য আছে নিবন্ধে যোগ করা হয়নি, সেগুলো অনুবাদ করে যায়, পাশাপাশি অতি অবশ্যই বাংলা উৎস থেকেও নিরপেক্ষ শৈলীতে অনেক তথ্য যোগ করার সুযোগ আছে। নিবন্ধের অনেক কিছুই অসংগঠিত ও অনিরপেক্ষ ছিল, যুদ্ধের বর্ণনাতে তেমন কোণ তথ্যই নেই, আর তথ্যগুলোও অগোছালো আর কোন পর্যায়ক্রম ছিল না, আমি ইংরেজি উইকির অনুকরণে কিছু সংস্কারের চেষ্টা করেছি, নতুন তথ্যও যোগ করেছি বেশ কিছু, কিন্তু আমার মতে সবাই মিলে যদি ইংরেজি উইকি থেকে নতুন তথ্যগুলো নিয়ে এসে নিবন্ধটিতে অনুবাদ করে যোগ করি, তবে নিবন্ধটি অনেক সুন্দর, গোছানো আর সমৃদ্ধ হবে, তবে লেখনশীলিতে কোনভাবেই যেন কোণ রকম একপেশে রাজনৈতিকীকরণ হয়ে না যায় বা এমন কোণ আভাস না থাকে, সেটা একটু বিবেচনায় রাখতে হবে। 116.58.201.219 (আলাপ) ০৩:৫২, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
রচনা মানোন্নয়ন
সম্পাদনা@Meghmollar2017: ও @MdsShakil:, রচনা মানোন্নয়নের জন্য আমার মাথায় একটি আইডিয়া এসেছে। উইকিপিডিয়ায় প্রতিটি দেশের ভুক্তিতে রাষ্ট্র ও সরকার প্রধানের তালিকা দেওয়া আছে। কিন্তু অনেকগুলোই হালনাগাদ করা হয়নি। এখন বর্তমান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের তালিকা নিবন্ধে এই বিষয়গুলো আমি নিয়মিত হালনাগাদ করি। এটা দেখে দেশ সম্পর্কিত ভুক্তিগুলো হালনাগাদ করা হোক। Ppt2003 (আলাপ) ০৪:৪৮, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Ppt2003: সহমত। নিবন্ধ তালিকা তৈরির সময় (যদি দেশ-রাজধানী করা হয়) নিচের দিকে সহায়ক তালিকা হিসেবে এই তালিকাটিও যুক্ত করে দেবো। তাছাড়া, যেহেতু দেশের তালিকা অনুযায়ী মানোন্নয়ন করা হবে, হালনাগাদও অবশ্যই এর আওতায় আসবে। তার ওপর বৎসরান্তে “ফিরে দেখা” মতোন কিছু একটা আয়োজন করা যায়, যাতে মানোন্নয়নকৃত নিবন্ধগুলোর হালনাগাদ পুনর্বার চেক করা হবে (জানুয়ারি ২০২১ সভার প্রস্তাবনা দেখুন)। এ বিষয়ে আপনাদের মতামত কাম্য। শুভেচ্ছান্তে — Meghmollar2017 • আলাপ • ০৫:১১, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ দুঃখিত, "ফিরে দেখা" প্রস্তাবনাটি মনে হয়, এখনও দেওয়া হয়নি। ফেব্রুয়ারি সভার জন্য [অন্য সকল প্রস্তাবনার সাথে] নোট করা ছিল। যাইহোক, আগেভাগেই একটি প্রস্তাবনা উঠে গেলো। :) — Meghmollar2017 • আলাপ • ০৫:১৩, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, তাহলে এটাই করুন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৫:১৫, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
নীতিনির্ধারণী সভা: ফেব্রুয়ারি ২০২১
সম্পাদনাসুধী, আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের কাজ প্রায় শেষ হওয়ার পথে। পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চ মাস থেকেই আমরা পূর্ণ কার্যক্রম শুরু করতে পারব। পাশাপাশি, চলতি মাসে (ফেব্রুয়ারি) নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১ শুরু হলে, সংঘের সদস্যবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পর্যালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও, সংঘের কার্যক্রমের অংশ হিসেবে আরও বেশ কিছু বিষয় যুক্ত হবে। এ সংক্রান্ত ক্ষেত্রে সম্প্রদায়ের সকলের গুরুত্বপূর্ণ মতামত কামনা করি।
- কার্যক্রম শুরুকরণ
- সংঘের সদস্যতা নীতি
- সহযোগী প্রকল্প ও গ্রোথ ফিচার
- মানোন্নয়ন লক্ষ্যমাত্রা ও নির্বাচিত নিবন্ধ
- সংঘের হালনাগাদ
ধন্যবাদান্তে — Meghmollar2017 • আলাপ • ১৭:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
কার্যক্রম শুরুকরণ
সম্পাদনারসনিমার কেন্দ্রীয় হাবের কাজ শেষের পথে। ইতোমধ্যে প্রয়োজনীয় সমস্ত প্রকল্প পাতা, টেমপ্লেট ও বিষয়শ্রেণী তৈরি করা হয়ে গিয়েছে। এছাড়া অতিরিক্ত কিছু পাতা রয়েছে, সেগুলো তৈরি করা হবে এবং হাবের পাতাগুলো পরীক্ষা করে “ব্যবহারকারী সহায়ক” করে তোলা হবে।
আমাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী মার্চ মাস থেকেই কার্যক্রম শুরু করতে পারব। আগামী মার্চেই প্রথম রচনা সংশোধন মহোৎসব আয়োজনের সমস্ত ব্যবস্থা সম্পন্ন। এছাড়া, ফেব্রুয়ারি মাস থেকে প্রস্তাবিত নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১ শুরু হলে, সংঘের সদস্যবৃন্দ তাতে অংশগ্রহণ করে ও পর্যালোচনার মাধ্যমে ভূমিকা রাখবেন বলে আশা করছি। এছাড়া জানুয়ারি সভার প্রস্তাবনা অনুসারে দেশ-রাজধানী-বৃহত্তম শহরের তালিকা প্রস্তুত করা হয়েছে।
নিয়মিত কার্যক্রম শুরুর আগেই {{রসনিমা আমন্ত্রণ}} টেমপ্লেট ব্যবহার করে নিয়মিত ব্যবহারকারীদের সংঘে আমন্ত্রণ জানানো যায়।
ইতোমধ্যে, সংঘের দুইটি অনুরোধ পাতা: রচনা সংশোধনের অনুরোধ ও নিবন্ধ মানোন্নয়নের অনুরোধ পাতা তৈরি করা হয়েছে। পাতা দুইটি অনুরোধ করা ও গ্রহণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আশা করি, এগুলো নতুন ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে। সম্প্রদায়ের সদস্যদের, বিশেষ করে, সংঘের সদস্যদের পাতা দুইটিতে নজর রাখার জন্য ও কৃত অনুরোধগুলো গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনা
সম্পাদনা“কার্যক্রম শুরুকরণ” বিষয়ে মন্তব্য লিখুন এখানে:
সংঘের সদস্যতা নীতি
সম্পাদনাইংরেজি উইকিপিডিয়ার GOCE-তে সদস্যগণ তাঁদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী রসনিমা}} যোগ করার মাধ্যমে সংঘভুক্ত হন। তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ ঐচ্ছিক। বাংলা সংঘেও এটি আপাতত রক্ষিত হয়েছে। বাংলা উইকিপিডিয়ার ক্ষেত্রে, অন্যান্য উইকিপ্রকল্পে যোগদানের তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের মাধ্যমে ব্যবহারকারীরা প্রকল্পে আগ্রহের বিষয়টি জানান। এসকল ক্ষেত্রে ব্যবহারকারী বাক্স (ইউজার বক্স বা বাবেল) ব্যবহার ঐচ্ছিক। এক্ষেত্রে ইংরেজি গিল্ডের অনুসরণ করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। যেমন: ব্যবহারকারীরা তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন, কিন্তু ব্যবহারকারী বাক্স ব্যবহার করছেন না, ফলে তাঁদের নাম রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের সদস্যবৃন্দের বিষয়শ্রেণীতে যুক্ত হচ্ছে না। কাজেই, সংঘের সদস্যতা অন্য উইকিপ্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। অর্থাৎ, তালিকায় নাম যুক্তকরণের মাধ্যমে ব্যবহারকারীরা সংঘের সদস্য হিসেবে বিবেচিত হবেন। এ বিষয়ে আপনাদের মতামত কামনা করি।
আলোচনা
সম্পাদনা“সংঘের সদস্যতা নীতি” বিষয়ে মন্তব্য লিখুন এখানে:
- মন্তব্য - {{টেমপ্লেট }} ব্যবহার না করার ক্ষেত্রে সমর্থন থাকছে। আমার মনেহয় তালিকায় নাম যোগ করাই বাংলা উইকিপিডিয়ার জন্য ঠিক আছে। নাইম (আলাপ) ০৪:২০, ৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সহযোগী প্রকল্প ও গ্রোথ ফিচার
সম্পাদনাউইকিপিডিয়ার মানোন্নয়নের লক্ষ্যে সংঘ থেকে কিছু প্রকল্প চালানোর এবং বিদ্যমান কিছু মানোন্নয়ন প্রকল্পে সমন্বয়ের কাজ করবে। এরই মধ্যে উইকিপ্রকল্প নটর ডেম কলেজ চালু করতে কাজ চলছে। মূলত নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটিকে নির্বাচিত করার প্রেক্ষাপটে কলেজ ও পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘ সংক্রান্ত নিবন্ধগুলোর মানোন্নয়ন ও সম্প্রসারণের উদ্দেশ্যে উইকিপ্রকল্পটি চালু করা হচ্ছে। এছাড়া কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাংলা উইকিপিডিয়ার কার্যক্রম সম্প্রসারণ, নবীনদের নিয়ে কাজ করার সময় সংঘের নির্দেশনাগুলো সাহায্য করবে। এ বিষয়ে রাফি এবং অংকন ভাইয়ার সাথে কিছু আলোচনা হয়েছে।
এছাড়া বাংলা উইকিপিডিয়ায় শীঘ্রই গ্রোথ ফিচারটি যুক্ত করা হবে। এতে নতুন উইকিপিডিয়ানদের নিবন্ধ সম্প্রসারণ এবং রচনা সংশোধন প্রভৃতি বিষয়ের পরামর্শ দেওয়া হবে। তাঁদের সহায়তার জন্য একজন মেন্টর থাকবেন। সংঘের সদস্য এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের গ্রোথ ফিচারে মেন্টর হিসেবে ভূমিকা রাখার অনুরোধ করা হচ্ছে।
(মেন্টর হওয়ার পূর্বে পড়ে নিতে পারেন: কীভাবে মেন্টর হিসেবে নিজেকে বর্ণনা করবেন এবং কীভাবে নবাগতদের সাথে কথোপকথন চালাতে হবে।)
আলোচনা
সম্পাদনা“সহযোগী প্রকল্প ও গ্রোথ ফিচার” বিষয়ে মন্তব্য লিখুন এখানে:
মানোন্নয়ন লক্ষ্যমাত্রা ও নির্বাচিত নিবন্ধ
সম্পাদনাসংঘের মানোন্নয়ন শাখায় সম্প্রসারণের জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে। পূর্বের মাসের আলোচনা অনুসারে তালিকার বিষয় হিসেবে “দেশ-রাজধানী-বৃহত্তম শহর” বেছে নেওয়া হয়েছে। এই তালিকার লক্ষ্যমাত্রা হিসেবে দেশসমূহের ১০০% এবং শহরগুলোর অন্তত ৮০%-কে “ভালো নিবন্ধ” মানে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য যে, ইংরেজি উইকিপিডিয়ায় দেশের নিবন্ধগুলোর প্রায় সবকটিই অন্তত ভালো নিবন্ধ। শহরেরগুলোর ক্ষেত্রে অতটা না হওয়ায় লক্ষ্যমাত্রা কিছুটা কম ধরা হয়েছে।
নির্বাচিত নিবন্ধ: রসনিমা সংঘ প্রতি বছর অন্তত একটি নিবন্ধকে টার্গেট করে, সেটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে মানোন্নয়ন করবে। মুজিব বর্ষ উপলক্ষে “শেখ মুজিবুর রহমান” নিবন্ধটি সম্প্রতিই নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনীত হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” নিবন্ধটিকে টার্গেট করার প্রস্তাব করছি। এছাড়া, পশ্চিমবঙ্গের কয়েকজন উইকিপিডিয়ান “সুভাষচন্দ্র বসু” অথবা “পশ্চিমবঙ্গ” নিবন্ধটিকে নির্বাচিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সংঘের আগ্রহী সদস্যরা এই তিনটি নিবন্ধে অবদান রাখতে পারেন। নিবন্ধগুলোতে কাজ শুরু হওয়া সাপেক্ষে সংঘের ওমবাক্সে নোটিশ যুক্ত করা হবে।
আলোচনা
সম্পাদনা“মানোন্নয়ন লক্ষ্যমাত্রা ও নির্বাচিত নিবন্ধ” বিষয়ে মন্তব্য লিখুন এখানে:
- হালনাগাদ: সুভাষচন্দ্র বসু নিবন্ধে মানোন্নয়ন কাজ শুরু হয়েছে। আপনাদের সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ রইল। সেই সাথে, সংঘের ওমবাক্স প্রথমবারের মতো হালনাগাদ করা হলো। — Meghmollar2017 • আলাপ • ১৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সংঘের হালনাগাদ
সম্পাদনা- ৩১ জানুয়ারি ২০২১ অনুযায়ী রচনা সংশোধন প্রয়োজন এমন নিবন্ধের সংখ্যা ২০৫ (+৭)।
- সংঘে রচনা সংশোধনের প্রথম অনুরোধ পূর্ণ করা হয়েছে।
- আগামী মার্চ মাসে সংঘের প্রথম মহোৎসব আয়োজিত হতে চলেছে।
- সংঘের ফেব্রুয়ারি পরিক্রমা সংঘের সকল সদস্য এবং সম্প্রদায়ের আলোচনাসভায় প্রদান করা হয়েছে। আগামী মাস থেকে শুধুমাত্র মেইলিং লিস্টে স্বাক্ষরকারী সদস্যগণকে পাঠানো হবে। আপনি যদি সংঘের নিয়মিত কার্যক্রম সংক্রান্ত পরিক্রমা পেতে চান, তাহলে মেইলিং লিস্টে স্বাক্ষর করুন।
রচনা সংশোধন মহোৎসব মার্চ ২০২১ স্থগিতকরণ প্রসঙ্গে
সম্পাদনাসম্মানিত সদস্যবৃন্দ, উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ চলমান রয়েছে, যা বিগত ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। সংঘের অধিকাংশ সদস্যের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও পর্যালোচক হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন। এছাড়া একই সাথে একাধিক প্রতিযোগিতা পরিচালনা কষ্টসাপেক্ষ বিবেচনায় এই মাসের (মার্চ ২০২১) রচনা সংশোধন মহোৎসব স্থগিত করা হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ১০:০৪, ২ মার্চ ২০২১ (ইউটিসি)
রসনিমার ডিসেম্বর আয়োজন
সম্পাদনাসুধী, আজ, ১ ডিসেম্বর ২০২১, থেকে শুরু হচ্ছে রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের নিয়মিত কার্যক্রম। এর অংশ হিসেবে প্রতি বছর ডিসেম্বরে অপারেশন সালতামামি হওয়ার কথা রয়েছে। যেহেতু উইকিপিডিয়ায় টানা কয়েকটি প্রতিযোগিতা হয়েছে, তাই কিছু বিরতি দিয়ে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর, ১১ দিন, অপারেশন সালতামামি ১.০ আয়োজন করার পরিকল্পনা নিয়েছি। এবারের আয়োজনের বিষয় হবে দেশ, রাজধানী ও বড় শহরের নিবন্ধগুলোর তথ্যছক হালনাগাদ করা। বিস্তারিত সংশ্লিষ্ট প্রতিযোগিতার পাতায় দেওয়া হবে। এর আগ পর্যন্ত অনুরোধ পাতা ও নির্বাচিত নিবন্ধের লক্ষ্যে কাজ চলমান থাকবে। — আদিভাই • আলাপ • ০৪:২৮, ১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)