বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৩:২৭, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লেখক আরিফ আজাদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

লেখক আরিফ আজাদ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। —ইয়াহিয়াবলুন...০৭:৪০, ৩০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  অসাধারণ ধারণা পদক
ভাই, ইসলামী বিষয়গুলোতে অবদান রাখার জন্য আপনাকে একটি পদক দিলাম। Prodipto Deloar (আলাপ) ১৬:৫৮, ২৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

আব্দুর রহমান ভাই (@Abdur Rahman Ibn Al Mamun), আপনি দেখলাম অধ্যাপক খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে একটি নিবন্ধ তৈরি করতে উদ্যত হচ্ছেন। আপনাকে অভিনন্দন!! অবশ্যই আব্দুল্লাহ জাহাঙ্গীর উল্লেখযোগ্যতার সাধারণ সূচক মানদণ্ড পূরণ করেছে, যা আপনি আমার তৈরি উপপাতার এই নিবন্ধটির তথ্যসূত্রসমূহ দেখলে বুঝতে পারবেন। আমি উক্ত উপপাতায় প্রায় ৫০টা নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করেছি।

এবং খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্পষ্টভাবে ধর্মীয় ব্যক্তিত্বের শর্তে ৩ ও ৪ নম্বর শর্ত পূরণ করেছে। তার কথা, কাজ ও গবেষণা দ্বারা বর্তমানে বাংলাদেশের ইসলামী বিশেষজ্ঞগন প্রভাবিত হয়েছেন। তাই বলা যায়, তিনি অবশ্যই উল্লেখযোগ্যতার মানদণ্ড অতিক্রম করেছেন। আপনি আমার উপপাতা থেকে সাহায্য নিতে পারেন। -- Prodipto Deloar (আলাপ) ০৩:২২, ২৫ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি উপপাতাটি দেখেছি এবং আলহামদুলিল্লাহ এটি আমার জন্য অনেক উপকারি হবে বটে। -- Abdur Rahman (আলাপ) ১৫:৫২, ২৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভাই, আপনার কাছে কী প্রেরণার বাতিঘর বইটা আছে?? আমি ঐ বই এবং কিছু রেফারেন্স থেকে নিবন্ধটা বড় করেছি, আপনার এতে সহজ হবে। -- Prodipto Deloar (আলাপ) ১৫:৫৮, ২৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আর হ্যা, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার শুধু ধর্মীয় সূচকেই নয় , আরো কিছু উল্লেখযোগ্যতার সূচকে উল্লেখযোগ্য।আমার এই খেলাঘর [১] পাতাটি দেখতে পারেন, যেটি আমি আপীল এর জন্য তৈরি করে রেখেছিলাম।
আমার কাছে প্রেরনার বাতিঘর নেই ভাই। -- Abdur Rahman (আলাপ) ১৬:০৩, ২৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা @Abdur Rahman Ibn Al Mamun ভাই!! আপনি ধীরে ধীরে তথ্য যুক্ত করুন, নির্ভরযোগ্য সকল তথ্যসূত্র যুক্ত করবেন। আর প্রেরনার বাতিঘর থেকে কোন তথ্য যুক্ত করার প্রয়োজন হলে, আমি সেটা করে দেবো। আমার কাছে বইটা আছে। -- Prodipto Deloar (আলাপ) ১৬:১৭, ২৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

@Abdur Rahman Ibn Al Mamun ভাই, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর নিবন্ধ আমি কয়েকদিন ধরে অনেক ঘাটা ঘাটনি করে উন্নত করেছি। আপনি সেখানে কোন সংশোধনী থাকলে সেটা করে দেন, একবারে সবকিছু মুছে দিবেন না। আপনার মাত্র করা এডিট ফেরত নিবেন আশা করি। -- Prodipto Deloar (আলাপ) ০৬:৩৬, ২৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক সম্পাদনা

  লক্ষপূরণ পদক
প্রিয় Abdur Rahman Ibn Al Mamun,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Abdur Rahman Ibn Al Mamun,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Abdur Rahman Ibn Al Mamun,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ সম্পাদনা

প্রিয় Abdur Rahman Ibn Al Mamun,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

ফাঁকা নিবন্ধ সম্পাদনা

দয়া করে {{কাজ চলছে}} ট্যাগ লাগিয়ে একদম ফাঁকা নিবন্ধ তৈরি করবেন না। কিবলা কম্পাস নিবন্ধটি খালি নিবন্ধ হিসেবে দ্রুত অপসারণের যোগ্য। দয়া করে অন্তত কয়েক লাইন লিখে নিবন্ধ শুরু করবেন। শুভেচ্ছাসহ, -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৫:৪৯, ৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য। আপনাকে ধন্যবাদ! -- -Abdur Rahman আলাপ ০৭:০৪, ৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক এডিটাথন পদক সম্পাদনা

  ইসলাম বিষয়ক এডিটাথন পদক
প্রিয় Abdur Rahman Ibn Al Mamun,
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ১টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ২০:০৭, ২৯ মে ২০২২ (ইউটিসি)

কিবলা কম্পাস নিবন্ধ সম্পাদনা

নিবন্ধটি অত্যন্ত ছোট ও কাজ চলছে ট্যাগ লাগিয়ে দীর্ঘদিন মূল নামস্থানে ফেলে রেখেছিলেন। আমি এটি আপনার উপপাতায় স্থানান্তর করেছি। দয়া করে সেখানে সম্পূর্ণ করে মূল নামস্থানে নিন অথবা আমাকে জানান। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২১, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya ধন্যবাদ৷ আমি খুব দ্রুতই নিবন্ধটির কাজ সম্পন্ন করে মূল নামস্থানে সরিয়ে নিবো৷ -Abdur Rahman আলাপ ১৬:৩৮, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার একটি মেইল এসেছে! সম্পাদনা

সুধী,
আপনি উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইমেইল পাঠানো হয়েছে। দয়া করে, ইমেইলের নির্দেশনা অনুসরণ করে ৫ আগস্টের মধ্যে একটি প্রত্যুত্তর দিন। মেইল না পেয়ে থাকলে আপনার মেইলবক্সের স্প্যাম ও প্রমোশনস (Promotions) ফোল্ডার চেক করুন। আয়োজক দলের পক্ষে –Yahya (আলাপ) ১৬:১২, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya ভাই, ধন্যবাদ জানানোর জন্য। আমি আন্তরিক ভাবে দুঃখিত যে অনিবার্য কারণবশত উক্ত মেইল আমার নজরে আসেনি।
যাই হোক, আমি ইতোমধ্যে ইতিবাচক প্রত্যুত্তর দিয়েছি৷ -Abdur Rahman আলাপ ১৬:৩৫, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় Abdur Rahman Ibn Al Mamun, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০২:১৮, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন