শাহ কারামত আলী জৌনপুরী
শাহ কারামত আলী জৌনপুরী ছিলেন ঊনবিংশ শতাব্দির একজন সমাজ সংস্কারক, হানাফি মাযহাবের অনুসারী ফকিহ ও সাইয়েদ আহমাদ ব্রেলভী কর্তৃক প্রতিষ্ঠিত তরিকায়ে মুহাম্মদিয়ার অন্যতম প্রচারক।[১] তিনি ওয়াজ নসীহত করে মানুষকে ইসলামি মূল্যবোধের প্রতি আহবান করতেন। তিনি মূলত বাংলা ও আসাম অঞ্চলে ধর্মপ্রচার করেন। তার রচিত বইয়ের সংখ্যা ৪০-এরও বেশি।
শাহ কারামত আলী জৌনপুরী | |
---|---|
উপাধি | হাদিয়ে বাঙ্গাল |
অন্য নাম | মোহাম্মাদ আলী জৌনপুরী |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | হিজরী) | ১২ জুন ১৮০০ খ্রি. (১৮ মুহররম, ১২১৫
মৃত্যু | ৩০ মে ১৮৭৩ | (বয়স ৭২) (৩ রবিউস সানি, ১২৯০ হিজরী)
ধর্ম | ইসলাম |
সন্তান | হাফিজ আহমদ জৌনপুরী, আবদুল আউয়াল জৌনপুরী |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
অন্য নাম | মোহাম্মাদ আলী জৌনপুরী |
কাজ | ধর্ম প্রচারক ও সমাজ সংস্কারক |
মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত |
জন্ম ও বংশসম্পাদনা
কারামত আলী ভারতের উত্তর প্রদেশের জৌনপুরের মোল্লাটোলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু ইব্রাহিম শেখ মোহাম্মদ ইমাম বখশ। তিনি একজন তাপস ও ধর্মপ্রাণ লোক ছিলেন। তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের বংশধর ছিলেন।[২] তিনি ১৮০০ খ্রিষ্টাব্দের ১২ জুন, ১২১৫ হিজরীর ১৮ মুহাররাম জন্মগ্রহণ করেন। জন্মের পর তার পিতা তার নাম রেখেছিলেন আলী, কথিত আছে পরবর্তীতে তাঁর কারামত দেখে জনসাধারন তাকে কারামত আলী নামে অভিহিত করে।[৩] তিনি তাঁর নিজের বইসমূহে নাম লিখতেন ‘আলী জৌনপুরী’ অথবা ‘আলী জৌনপুর মশহুর (খ্যাত) কারামত আলী’।[৪]
শিক্ষাজীবনসম্পাদনা
কারামত আলী জৌনপুরী তার পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেন। অতঃপর মওলানা কুদরতউল্লাহ রুদলভী ও আহমদউল্লাহ আল্লামীর নিকট নিকট হাদিস শরীফ ও অন্যান্য ধর্মীয় শিক্ষা অর্জন করেন। আঠারো বছর বয়সে কারামত আলী জৌনপুরী তাসাউফ (আধ্যাত্মিক জ্ঞান) শাস্ত্রে আগ্রহী হয়ে রায়বেরিলীতে তরিকায়ে মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা হযরত সাইয়েদ আহমাদ ব্রেলভীর সঙ্গে সাক্ষাৎ করে তার নিকট বাই’য়াত গ্রহণ করেন।[২]
কর্মজীবনসম্পাদনা
সাইয়েদ আহমাদ বেরলভি ছিলেন সে যুগের বিখ্যাত মুজাহিদ। কারামত আলীও তার সাথে জিহাদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সাইয়েদ আহমাদ তাকে সশস্ত্র সংগ্রামের বদলে বাংলা ও আসাম অঞ্চলে ওয়াজ-নসীহত ও লেখনীর মাধ্যমে সমাজ সংস্কার ও ধর্মপ্রচারের নির্দেশ দেন। কারণ তৎকালীন সময়ে এসব অঞ্চলের সাধারণ মুসলমানরা ইসলাম ধর্মের আবশ্যকীয় কার্যক্রম যেমন নামাজ, রোজা ভুলে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করত। পীরের নির্দেশে কারামত আলী বাংলা ও আসাম অঞ্চলে ইসলামের প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধারের কাজে লিপ্ত হন।[২][৩][৫] এ দেশের ইসলামি ও আরবী শিক্ষার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে বাংলাপিডিয়ায় বলা হয়েছে-
"এদেশে আরবি চর্চার ক্ষেত্রে যাঁদের উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁদের মধ্যে মওলানা কেরামত আলী জৌনপুরী অগ্রগণ্য। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক ও সমাজ সংস্কারক। তাঁর চল্লিশটি গ্রন্থের মধ্যে দাওয়াত মাস্নূনা দোয়া-কালাম সম্পর্কীয় রচনা। আরবি ও উর্দু ভাষায় এটি রচিত। মুলাখ্খাস ও বরাহীন কাত‘ইয়্যা ফী মওলূদি খায়রিল-বরিয়্যা গ্রন্থদ্বয় মওলূদ সম্পর্কে লিখিত এবং নসীমুল-হরমায়ন গ্রন্থে ইসলামী চিন্তাধারা ও তৎসম্পর্কিত মতবিরোধ আলোচিত হয়েছে।।[৬]
ভ্রাম্যমাণ মাদ্রসাসম্পাদনা
কারামত আলী জৌনপুরীর কর্মজীবনের সিংহভাগ সময় ধর্মীয় প্রচারণামূলক কাজের স্বার্থে বাংলা ও আসাম অঞ্চলে নৌভ্রমণ করতে হতো। এ জন্য তিনি একটি ভ্রাম্যমাণ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এ মাদ্রাসাটি ছিল বড় একটি নৌকার মধ্যে। শিক্ষার্থীরা নৌকাতেই থাকতেন, কারামত আলী জৌনপুরী তাদের ব্যয়ভার বহন করতেন এবং নিয়মিত শিক্ষাদান করতেন।[৭]
সমকালীন রাজনীতিতে অবস্থানসম্পাদনা
কারামত আলী হাজী শরীয়তউল্লাহ প্রবর্তিত ফরায়েজি আন্দোলনের বিরোধী ছিলেন। ফরায়েজিরা ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে দারুল হরব হওয়ার অজুহাতে জুমা ও ঈদের নামাজ আদায় করত না। পক্ষান্তরে কারামত আলী মনে করতেন ভারতবর্ষ যদিও দারুল ইসলাম নয়, তবে দারুল হরবও নয়। বরং ভারতবর্ষ হচ্ছে দারুল আমান। কারণ ব্রিটিশরা মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয়। এ বিষয়ে তিনি ফরায়েজিদের সাথে বিতর্ক করে তার মত প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।[২]
ইন্তেকালসম্পাদনা
ওয়াজ নসীহত ও ধর্মপ্রচারের সুবাদে কারামত আলী নোয়াখালী, চট্টগ্রাম, আসাম, রংপুর এবং আরও অনেক প্রত্যন্ত অঞ্চল সফর করেন। সফরকালীন অবস্থায় ১৮৭৩ সালে রংপুরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১৮৭৩ খ্রিষ্টাব্দের ৩০ মে তার মৃত্যুবরণ হয়। রংপুরে মুনশিপাড়া জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।[২][৩]
উত্তরসূরীসম্পাদনা
কারামত আলী জৌনপুরী খলিফার সংখ্যা শতাধিক। তার ১৪ জন সন্তান-সন্তুতি ছিলেন। তাদের মধ্যে দুই ছেলে পরবর্তীতে তার কার্যক্রম অব্যহত রেখে খ্যাতি অর্জন করেন। তারা হলেন আবদুল আউয়াল জৌনপুরী[৮][৯] ও হাফিজ আহমদ জৌনপুরী।[১০]
রচনাবলীসম্পাদনা
কারামত আলী প্রায় ৪৬টি পুস্তক রচনা করেন। তন্মধ্যে মাত্র ১৯ টি পুস্তক তিন খণ্ডে যখীরায়ে কারামত নামে প্রকাশিত হয়। অন্যান্য পুস্তকগুলো বর্তমানে দুষ্প্রাপ্য। তার রচিত যে সকল গ্রন্থ সম্পর্কে জানা যায়, তন্মধ্যে রয়েছে:
- মিফতাহুল জান্নাত
- জিনাতুল মুসল্লী
- জিনাতুল কারী
- শোরহে হিন্দি জজরি
- কাওকাবে দুররি
- তরজমায়ে শামায়েলে তিরমিজি
- তরজমায়ে মিশকাত
- আকায়েদে হাককা
- তাজকিরাতুল আকায়েদ
- মফিজুল হরূফ
- কাউলুচ্ছাবিত
- মাকামিউল মোবতাদিইন
- হাক্কুল ইয়াকিন
- বয়আত ও তাওবা
- কাউলুল আমীন
- মুরাদুল মুরীদীন
- কাউলুল হক
- মেরাতুল হক
- ইমতিনানুল কুলূব
- মোকাশিফাতে রহমাত
- মোলাখ্খাছ
- ফরজে আম
- হুজ্জাতে কাতেয়া
- নুরুল হুদা
- যা-দুত্তাকওয়া
- কিতাবে এস্তেকামাত
- নূরুন আলা নূর
- রাহাতে রূহ
- কুউওয়াতুল ঈমান
- ইহকাকুল হক
- রাফিকুচ্ছালিকীন
- তানবীরুল কুলূব
- তাজকিয়াতুন্নেছওয়ান
- নাছিমুল হারামাইন
- বারাহিনে কাতেয়া
- মৌলুদে খায়রুল বারিয়া
- কেরমাতুল হারামাইন
- কোররাতুল উইউয়ুন
- রেসালায়ে ফয়সোলা
- ওক্কাজাতুল মোমেনীন
- ফতহে বাবে ছবিয়ান
- দাওয়াতে মাজনুন।[৩][৪]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ আজমী, নূর মুহাম্মাদ। হাদীছের তত্ত্ব ও ইতিহাস, ২য় অধ্যায়ের ২৭ নং ব্যক্তি। হাদীছের তত্ত্ব ও ইতিহাস।
- ↑ ক খ গ ঘ ঙ এম. ইনামুল হক (২০১২)। "জৌনপুরী, কেরামত আলী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ গ ঘ মাও. আবু বকর সিদ্দিক। উপমহাদেশের প্রখ্যাত আলিমদের রাজনৈতিক জীবন। খোশরোজ কিতাবমহল। পৃষ্ঠা ৩১-৪০।
- ↑ ক খ আলহাজ্ব হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ। মুরাদুল মুরীদীন। চকবাজার ও বাংলাবাজার, ঢাকা: কারা মতিয়া লাইব্রেরী এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ৫-৬।
- ↑ N. Hanif। Biographical encyclopedia of Sufis : South Asia। 4740/23, Ansari Road, Daryaganj, New Delhi - 110002, India.2000: Sarup & Sons Publishers। পৃষ্ঠা ১৮৯-১৯০।
- ↑ আ.ত.ম মুছলেহউদ্দীন (২০১২)। "আরবি"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ নদভী, মুজিবুল্লাহ (২০০৯)। তাযকেরায়ে হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী (উর্দু ভাষায়)। রায়বেরেলি, ভারত: সায়্যিদ শহিদ একাডেমি। পৃষ্ঠা ৩৯–৪০।
- ↑ মোঃ আফাজ উদ্দীন (২০১২)। "জৌনপুরী, আবদুল আউয়াল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ নদভী, মুজিবুল্লাহ (২০০৯)। তাযকেরায়ে হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী (উর্দু ভাষায়)। রায়বেরেলি, ভারত: সায়্যিদ শহিদ একাডেমি। পৃষ্ঠা ৫৫–৫৬।
- ↑ মোঃ আফাজ উদ্দীন (২০১২)। "জৌনপুরী, হাফিজ আহমদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ১ম খন্ড, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ