কেরামতিয়া মসজিদ ও মাজার
মোঘল আমলের শেষের দিকের মসজিদ, রংপুর
কেরামতিয়া মসজিদ ও মাজার মোঘল আমলের শেষের দিকের একটি মসজিদ, রংপুর শহরের কাচারি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত।[১]
কেরামতিয়া মসজিদ ও মাজার | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অবস্থান | |
অবস্থান | মুন্সিপাড়া, সিটি, রংপুর |
পৌরসভা | রংপুর |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | দেশীয স্থাপত্য |
ধারণক্ষমতা | ৩,০০+ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে |
ইতিহাস
সম্পাদনাভারতের জৈনপুর থেকে উনিশ শতকে রংপুরে শাহ কারামত আলী জৌনপুরী এলে তার উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।
পুরাতন মসজিদের বর্ণনা
সম্পাদনামসজিদটি আয়তাকার, তিনটি (উঁচু) গোলাকার গম্বুজ বিশিষ্ট। প্রতিটি কোণে অষ্টভূজাকৃতি স্তম্ভ রয়েছে যার উপরে শোভা পাচ্ছে কিউপলা। [১][২]
যোগাযোগ
সম্পাদনারংপুরের জিরোপয়েন্টের কাছারি বাজার এলাকা থেকে মাত্র ১০০ গজ দক্ষিণে মুন্সিপাড়া। এ পাড়ারই এক বিশাল মাঠের পাশে কেরামতিয়া জামে মসজিদ অবস্থিত। পাশেই শ্যামাসুন্দরী খাল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ পরিষদ, সম্পাদনা (২০০০)। রংপুর জেলার ইতিহাস। রংপুর: রংপুর জেলা প্রশাসন। পৃষ্ঠা ৪৬২–৪৬৩।
- ↑ "রংপুর জেলা"। তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫।