বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা

রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা

বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা

বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা, রংপুর
বুজর্গ সন্তোষপুর ফাযিল মাদরাসা.jpg
মাদ্রাসার পশ্চিম দিকের পুরাতন দ্বিতল একাডেমিক ভবনের একাংশ
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৮; ৭৫ বছর আগে (1948-01-01)
প্রতিষ্ঠাতাপীর মহিউদ্দিন
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষএ কে এম এ মোনএম সরকার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩২ জন
শিক্ষার্থী৬৩৮ জন
ঠিকানা
বুজর্গ সন্তোষপুর, মিঠাপুকুর উপজেলা
, ,
ইআইআইএন[১]১২৭৬০৯, মাদ্রাসা কোড- ১৪৩৪১
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাসসম্পাদনা

১৯৪৬ খ্রি: বুজর্গ কামেল পীর মরহুম মহিউদ্দিন (র.) অত্র এলাকায় আরব জনপদ হতে আগমণ করেন এবং এখানে বসবাস শুরু করেন। তার অত্র এলাকায় পীরত্ব সম্পত্তি দিয়ে মাদরাসা প্রতিষ্ঠার উদ্দোগ গ্রহণ করলে স্থানীয় সর্বসাধারণ তার এই উদ্দোগকে স্বাগত জানান। যার প্রেক্ষিতে রংপুরের পীর মরহুম হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী সাহেবের নাম অনুসারে “বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফোরকানীয়া মাদরাসা” হিসাবে ০১/০১/১৯৪৮ খ্রি: প্রতিষ্ঠা লাভ করে। যা পরবর্তীতে ধাপে ধাপে ১৯৫৮ খ্রি: দাখিল ১৯৬২ খ্রি: আলিম ও ১৯৭২ খ্রি: ফাযিল পর্যায়ে উন্নিত হয়। মাদ্রাসাটি ফাযিল পর্যন্ত এমপিওভুক্ত।[২][৩]

ভবনের বিবরণসম্পাদনা

মাদরাসাটি র প্রায় .৬৮ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ১১.২৮ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। মাদরাসাটিতে ২টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-১টি। নির্মানাধিন

অন্যান্যসম্পাদনা

  1. বিজ্ঞানাগার-১টি
  2. শেখ রাসেল কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি
  4. শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।[২]

পোশাকসম্পাদনা

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

সাংস্কৃতিক কর্মকান্ডসম্পাদনা

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে। উপজেলা পর্যায়ে তিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে।

ফলাফলসম্পাদনা

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায়[৪] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৯২.৫৯% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৯৫.৮৩ জন পাশ করে।[৫]

তথ্যসূত্রসম্পাদনা

  1. Hossain, Kaif। "List Of All Fazil Madrasa In Bangladesh- বাংলাদেশের সকল ফাযিল মাদ্রাসার তালিকা - EduportalBD | Blog" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  2. "BUJURG SANTOSHPUR FAZIL MADRASAH"127609.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  3. "BUJURG SANTOSHPUR FAZIL MADRASAH"127609.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  4. "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  5. "BUJURG SANTOSHPUR FAZIL MADRASAH"127609.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮