বালুয়া মাসিমপুর ইউনিয়ন

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি ইউনিয়ন

বালুয়ামাসিমপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৩৪.৩৯ বর্গকিমি (১৩.২৮ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,৮১৯ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১০টি।[৩]

বালুয়ামাসিমপুর ইউনিয়ন
ইউনিয়ন
বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলামিঠাপুকুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৪.৩৯ বর্গকিমি (১৩.২৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৫,৮১৯
 • জনঘনত্ব৭৫০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbaluyamasimpurup.rangpur.gov.bd

গ্রামসমূহ এবং জনসংখ্যাসম্পাদনা

১। উচাঁবালুয়া ১৮১০ জন

২। হেলেঞ্চা ২১১৫ জন

৩। হাঁছিয়া ২৭২৮ জন

৪। ভাটারপাড়া ১৭০৬ জন

৫। মোঘলকোট ৮০২ জন

৬। চাঁদপাড়া ২৮৪১ জন

৭। সন্তোষপুর ৩৩৫৭ জন

৮। বৈরাগীর কুটি ৫৬৪ জন

৯। হামিদপুর ২৮৪০ জন

১০। ঝাকুয়াপাড়া ১৫৬ জন

১১। চাঁনটারী ১৬০৪ জন

১২। মাসিমপুর ১৪২৩ জন

১৩। ভাটারপাড়া ১২১২ জন

১৪। খিয়ারপাড়া ২৪১৮ জন

শিক্ষাসম্পাদনা

  1. বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বালুয়ামাসিমপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 

বহিঃসংযোগসম্পাদনা