মাওলানা কেরামত আলী কলেজ, রংপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি বেসরকারি বাংলা মাধ্যম সহশিক্ষা প্রতিষ্ঠান।

মাওলানা কেরামত আলী কলেজ, রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর অনুমোদিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি বেসরকারি বাংলা মাধ্যম সহশিক্ষা প্রতিষ্ঠান। এটি রংপুর সিটির বদরগঞ্জ সড়কের পাশে পীরজাবাদ নামক এলাকায় অবস্থিত।[১][২]

মাওলানা কেরামত আলী কলেজ, রংপুর
অবস্থাসক্রিয়
ইআইআইএন - ১২৭৪৮৭উচ্চমাধ্যমিক কোড - ৫২৫২ ,ডিগ্রী ও অনার্স কোড - ৩২২২
শ্রেণীউচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাশ ও অনার্স
ধরনবেসরকারি
স্থাপিত১৫ নভেম্বর ১৯৯১
প্রতিষ্ঠাতামোঃ মনোয়ার হোসেন
অধিভুক্তি[[মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী],[জাতীয় বিশ্ববিদ্যালয়]]
চেয়ারম্যানমোঃ মনোয়ার হোসেন
অধ্যক্ষমোঃ বারেক আলী- উপাধ্যক্ষ(ভারপ্রাপ্ত অধ্যক্ষ)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৫+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১২
শিক্ষার্থী৯০০+ জন
ঠিকানা
থানা কোতোয়ালি , ১৩ নং ওয়ার্ড, মহানগর রংপুর, বদরগঞ্জ রোড ৫৪০০, বাংলাদেশ ।
, ,
৫৪০০
,
ক্রীড়াফুটবল, ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল ক্যারাম বোর্ড
ওয়েবসাইটwww.mkacr.edu.bd

ইতিহাস সম্পাদনা

অবহেলিত রংপুরের গরিব ঘরের সন্তানদের স্বল্প খরচে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯১ ইং সালের ১৫ নভেম্বর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রীধারী কতিপয় বিদ্যানুরাগী সহপাঠীর সাথে আলোচনা সাপেক্ষে এলাকায় উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয় এলাকার সুধিজনদের সমন্বয়ে সাধারণ সভা, যেখানে সিদ্ধান্ত হয় একটি কলেজ স্থাপনের। এরপর সিন্ধান্ত হয় নামকরনের – উত্তরবঙ্গের বিশিষ্ট ওলী, সুফি, সাধক, হযরত মাওলানা কেরামত আলী (রঃ) নাম অনুসারে কলেজটির নাম দেয়া “মাওলানা কেরামত আলী কলেজ” যিনি শায়িত আছেন রংপুর মহানগরের মুন্সিপাড়া কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে, এরপর শুরু হয় বিভিন্নভাবে সংগৃহিত ‍ জমি, আর্থিক অনুদান দিয়ে অবকাঠামো দিকের পর্যায়ক্রমে উন্নয়ন- হলরুম ভবন, বিজ্ঞানাগার, লাইব্রেরী, সেনিটেশন- ভৌত অবকাঠামো সুবিধাসহ বর্তমান চলমান সীমানা প্রাচীরসহ ৪(চার) তলা শ্রেণীকক্ষ ভবনের নির্মাণ কাজ (কলেজের নিজস্ব অর্থায়নে)। কলেজের প্রাথমিক লগ্ন থেকে বর্তমান অবস্থায় নিয়ে আসার পিছনে যেনারা, অক্লান্ত পরিশ্রম মেধা, মনন আর্থিক, মানসিক ক্ষতি স্বীকার করেছেন, তাদের মধ্যে অনন্য ব্যক্তিত্ব হল প্রাক্তন অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন।[৩] কলেজটি ৭-৭-১৯৯২ সালে রেজিস্ট্রেশন পায় এবং এমপিও কোড-৯১০৪০৯৩১০১।

অবকাঠামো সম্পাদনা

সুপরিসর মাঠ, ৫-তলা ভবন ১ টি, ৪ তলা ভবন ১ টি ও ৩ তলা ভবন ১ টি, ১ তলা ভবন ১ টি ও সমৃদ্ধ পাঠাগার, সুপরিসর কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ৩ টি (রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞান)।

প্রশাসনিক অবকাঠামে আছে প্রযুক্তি সমন্বিত অধ্যক্ষের কার্যালয়, সুসজ্জিত শিক্ষক বিশ্রমাগার।

শিক্ষার্থী ও অভিভাবক-বান্ধব অবকাঠামে আছে ছাত্রী বিশ্রামাগার, সাইকেল গ্যারেজ।

জাতীয় চেতনার বিকাশে আছে শহীদ মিনার ও উৎসর্গ সোপান।[৪]

শিক্ষাকার্যক্রম সম্পাদনা

উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাশ) কোর্সে মানবিক, বিজ্ঞান, কমার্স ও সোসাল সাইন্স বিভাগ চালু আছে এবং অনার্স পর্যয়েস আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃকি, রাষ্ট্রবিজ্ঞান ও সোসাল কর্ম বিষয়।[৫]পাশের হার এসএসসি ৫৬% এবং এইচএসসি ৬৫%।[৬]

অর্জন সম্পাদনা

বিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, বিতর্ক, আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও থানা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সাফল্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রংপুর জেলা"। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  2. "Mawlana Keramat Ali College, Rangpur, Bangladesh - Honours Admission"www.honoursadmission.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  3. "Mawlana Keramat Ali Hon's College-মাওলানা কেরামত আলী অনার্স কলেজ, Rangpur"vymaps.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  4. "Mowlana Keramot Ali College,Rangpur, Rangpur, Rangpur Division"maps123.net। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  5. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  6. "Moulana Keramat Ali College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫