উত্তরা এক্সপ্রেস
উত্তরা এক্সপ্রেস[১] বাংলাদেশ রেলওয়ের একটি মেইল ট্রেন পরিষেবা। উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহী[২] যাওয়ার পথে জয়পুরহাট জেলা, বগুড়া জেলা, নওগাঁ জেলা ও নাটোর জেলাকে সংযুক্ত করে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | পার্বতীপুর রেলওয়ে স্টেশন |
শেষ | রাজশাহী রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ? |
যাত্রার গড় সময় | ৭ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৩১/৩২ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
যাত্রাপথ সম্পাদনা
উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহী ও রাজশাহী থেকে পার্বতীপুর রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা সম্পাদনা
উত্তরা এক্সপ্রেস যেসকল স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে সেসব স্টেশনের নাম উল্লেখ করা হলো:
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- ভবানীপুর রেলওয়ে স্টেশন
- ফুলবাড়ী রেলওয়ে স্টেশন
- বিরামপুর রেলওয়ে স্টেশন
- ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন
- হিলি রেলওয়ে স্টেশন
- বাগজানা রেলওয়ে স্টেশন
- পাঁচবিবি রেলওয়ে স্টেশন
- জয়পুরহাট রেলওয়ে স্টেশন
- জামালগঞ্জ রেলওয়ে স্টেশন
- আক্কেলপুর রেলওয়ে স্টেশন
- জাফরপুর রেলওয়ে স্টেশন
- তিলকপুর রেলওয়ে স্টেশন
- ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- হেলালিয়ার হাট রেলওয়ে স্টেশন
- রাণীনগর রেলওয়ে স্টেশন
- সাহাগোলা রেলওয়ে স্টেশন
- আত্রাই রেলওয়ে স্টেশন
- আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
- বীরকুটশা রেলওয়ে স্টেশন
- মাধনগর রেলওয়ে স্টেশন
- নলডাঙ্গার হাট রেলওয়ে স্টেশন
- বাসুদেবপুর রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- ইয়াছিনপুর রেলওয়ে স্টেশন
- মালঞ্চি রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- লোকমানপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- নন্দনগাছি রেলওয়ে স্টেশন
- সরদহ রেলওয়ে স্টেশন
- বেলপুকুর রেলওয়ে স্টেশন
- হরিয়ান রেলওয়ে স্টেশন
- রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন।
যাত্রী সম্পাদনা
উত্তরা এক্সপ্রেসে লোকাল যাত্রীতে সবসময় অতিরিক্ত যাত্রীচাপ থাকে।
সময়সূচি সম্পাদনা
উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে ভোর ৩ টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছায় সকাল ১০ টা ২০ মিনিটে। রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছাড়ে দুপুর ০১ টা ১৫ মিনিটে পার্বতীপুর পৌঁছায় রাত ৮ টা ১৫ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "একই লাইনে উত্তরা-কপোতাক্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৫।
- ↑ "পাঁচবিবিতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৫।