উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বরিশাল
ধান নদী খাল , এই তিনে বরিশাল!! | |
উইকিপ্রকল্প বরিশালের লক্ষ্য হচ্ছে বরিশালের মতো দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য স্থান সংশ্লিষ্ট নিবন্ধসমূহ সৃষ্টি ও সেগুলোতে পূর্ণতা দান। আপনি যে-ই হোন না কেন, আপনাকে বরিশালের হতে হবে না, চাইলেই যেকোনো নিবন্ধে অবদান রাখতে পারেন। এই প্রকল্পে যাঁরা অবদান রাখতে আগ্রহী তাঁদেরকে নিজেদের নাম অংশগ্রহণকারী পাতায় যোগ করতে উৎসাহ দেয়া হচ্ছে। |
নিয়ম # ১: |
প্রয়োজনীয় তথ্য ও উপকরণাদি |
---|
বরিশাল বিভাগের জেলা ও উপজেলাসমূহ |
উইকিপিডিয়ায় বরিশাল সংশ্লিষ্ট নিবন্ধসমূহ |
উইকিমিডিয়াতে বরিশাল সংক্রান্ত মিডিয়াসমূহ |
প্রয়োজনীয় নিবন্ধসমূহ
জনগণ
সম্পাদনাগোত্র
সম্পাদনাআদিবাসী
সম্পাদনাইতিহাস ও ঐতিহ্য
সম্পাদনাপ্রাচীন জনপদ
সম্পাদনামুক্তিযুদ্ধ
সম্পাদনাগণকবর
সম্পাদনাপ্রাকৃতিক স্থান
সম্পাদনাহাওর, বিল, হ্রদ
সম্পাদনানদী
সম্পাদনা- কীর্তণখোলা
- ধানসিড়ি
- আন্ধারমানিক
- সন্ধ্যা
- মেঘনা
- আড়িয়াল খাঁ
- তেতুলিয়া
- আগুনমুখা
জাতীয় উদ্যান ও ইকো-পার্ক
সম্পাদনাঅন্যান্য
সম্পাদনাশাক-সব্জি
সম্পাদনাফল
সম্পাদনা- আমড়া
- পেয়ারা
- নারিকেল
- কলা
পশু-পাখি
সম্পাদনাপাখি
সম্পাদনাব্যক্তিত্ব
সম্পাদনাবিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ • আগা বাকের, আরজ আলী মাতুব্বর • আবু জাফর ওবায়দুল্লাহ • কবি রবীন সমাদ্দার • সাংবাদিক আইনজীবী মিহিরলাল দত্ত • রাজনীতিবিদ শরত্চন্দ্র গুহ • শিক্ষাবিদ কালীচন্দ্র ঘোষ • চারুশিল্পী বলহরি, • সালমান খান • বি ডি হাবিবুল্লাহ, • হানিফ সংকেত • আবদুর রহমান বিশ্বাস • মনোরমা বসু •মুহাম্মদ মঞ্জুরুল করিম তানজিল • সাংবাদিক মাইনুল হাসান • ব্রজমোহন দত্ত • খান বাহাদুর হাশেম আলী খান, আসমত আলী খান, সৈয়দ হাতেম আলী, ইসমাইল চৌধুরী, খান বাহাদুর হেমায়েত উদ্দিন খান, বৃটিশ বিরোধী কৃষক নেতা রহিমউল্লাহ, সশস্ত্র বৃটিশ বিরোধীে বিপ্লবী বলখী শাহ, , ঔপন্যাসিক অমরেন্দ্র ঘোষ
ইতিহাসবেত্তা
সম্পাদনাবিজ্ঞানী ও গবেষক
সম্পাদনাআইনবিদ
সম্পাদনালেখক
সম্পাদনা• বিজয় গুপ্ত • কবি সুফিয়া কামাল • কুসুমকুমারী দাশ • কামিনী রায় • সরদার ফজলুল করিম • চারণ কবি মুকুন্দদাস • অশ্বিনীকুমার দত্ত • কবি আসাদ চৌধুরী • কবি মুকুন্দ দাস •কবি হুমায়ূন কবির • আহসান হাবিব • আবু জাফর ওবায়দুল্লাহ
•
খেলোয়াড়/ক্রিড়াবিদ
সম্পাদনা- ক্রিকেটার সোহাগ গাজী
রাজনীতিবিদ ও আন্দোলনকর্মী
সম্পাদনাঅভিনয়শিল্পী
সম্পাদনা- মিঠুন চক্রবর্তী,
- শ্রাবন্তী,
- পরিমনি,
- গোলাম মুস্তাফা,
- মোশাররফ করিম,
- মীর সাব্বির,
- খায়রুল আলম সবুজ,
- ম ম মোর্শেদ।
সংগীতশিল্পী ও সঙ্গীতজ্ঞ
সম্পাদনাকবি মোজাম্মেল হক ,আবদুল গাফফার চৌধুরী ,জারী সম্রাট আব্দুল গনি বয়াতী,• আবদুল জব্বার • সুরকার আবদুল লতিফ• শহীদ আলতাফ মাহমুদ
মুক্তিযোদ্ধা
সম্পাদনা- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
- মোহম্মদ আব্দুল জলিল
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
ভাষা ও সাহিত্য
সম্পাদনাভাষা ও লিপি
সম্পাদনাসাহিত্য
সম্পাদনাসাহিত্যিক
সম্পাদনাস্থান
সম্পাদনাএবাদুল্লাহ মসজিদ, অশ্বিনীকুমার টাউনহল, দুর্গাসাগর দিঘী, মুকুন্দ দাসের কালিবাড়ী,পাষাণময়ী কালী মন্দির, বরিশাল মহাশ্মশান, বিবির পুকুর পাড়, গুঠিয়া মসজিদ, মাহিলারা মঠ, ৩০ গোডাউন, বিআইউটিএ এর মাঠ, বেলস্ পার্ক, পরেশ সাগর দীঘি,চাখার শেরে বাংলা যাদুঘর,গাজি-কালু মসজিদ বড়াকোঠা, মুক্তিযোদ্ধা পার্ক, গজনী দীঘি।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাজেলা
সম্পাদনাবরিশাল বিভাগ, বরিশাল জেলা, বরগুনা জেলা, ভোলা জেলা, ঝালকাঠি জেলা,পটুয়াখালী জেলা,পিরোজপুর জেলা।
উপজেলা/থানা
সম্পাদনাস্থান
সম্পাদনাশিল্প
সম্পাদনাভারি শিল্প
সম্পাদনাকুটির শিল্প
সম্পাদনাস্থাপনা
সম্পাদনাপ্রতিষ্ঠান ও সংগঠন
সম্পাদনাসরকারি প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- বিশ্ব বিদ্যালয়-১ টি
- সরকারী কলেজ-১৮টি
- বেসরকারি কলেজ ৬২টি
- মাধ্যমিক বিদ্যালয়-১০৬১টি
- সরকারী বিদ্যালয়-৩২৯৮টি
- বেসরকারী প্রথমিক বিদ্যালয়-৮২৯ টি
- মাদ্রাসা-১০০১ টি
- মেডিকেল কলেজ-১টি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ
- ক্যাডেট কলেজ-১টি, বরিশাল ক্যাডেট কলেজ
- সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-২টি
- বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-৭টি
- ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট
- ইউনাইটেড পলিটেকনিক ইনস্টিটিউট
- বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট
- টেকনোক্রাফট পলিটেকনিক ইনস্টিটিউট
- ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউট
- ডায়নামিক পলিটেকনিক ইনস্টিটিউট
- বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- বরিশাল সিটি কলেজ
- বরিশাল ল' কলেজ
- বিখ্যাত স্কুলঃ বরিশাল জিলা স্কুল উদয়ন স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল(এ,কে মাধমিক বিদ্যালয়) হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ,ব্রজমোহন বিদ্যালয়
- বিখ্যাত কলেজঃ সরকারী ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, সরকারী বরিশাল কলেজ,বরিশাল মডেল স্কুল ও কলেজ ৷
- প্রাইভেট স্কুলঃআইডিয়াল ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ
বাণিজ্যিক প্রতিষ্ঠান
সম্পাদনাসেবামূলক প্রতিষ্ঠান
সম্পাদনাসংগঠন
সম্পাদনাসংস্কৃতি
সম্পাদনাউৎসব
সম্পাদনাপ্রথা
সম্পাদনাতালিকাভুক্ত অবদানকারীর তালিকা
সম্পাদনাউইকিপ্রকল্প বরিশাল-এ কাজ করতে আগ্রহী উইকিপিডিয়ানগণ * {{User4|Wikipedia Username}}
কোডটি এখানে ক্লিক করে বসিয়ে আপনার উইকিপিডিয়া ব্যবহারকারী নামটি বসিয়ে নিন। এটা বাধ্যতামূলক নয় যে, আপনাকে বরিশালের হতে হবে।