রাঙ্গাবালী উপজেলা
রাঙ্গাবালী উপজেলা বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
রাঙ্গাবালী | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে রাঙ্গাবালী উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৫৩′ উত্তর ৯০°২৭′ পূর্ব / ২১.৮৮৩° উত্তর ৯০.৪৫০° পূর্বস্থানাঙ্ক: ২১°৫৩′ উত্তর ৯০°২৭′ পূর্ব / ২১.৮৮৩° উত্তর ৯০.৪৫০° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পটুয়াখালী জেলা |
আয়তন | |
• মোট | ৩৪৩.৬৯ বর্গকিমি (১৩২.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,০৪,১২৮ |
• জনঘনত্ব | ৩০০/বর্গকিমি (৭৮০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯ % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৯৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থানসম্পাদনা
এর উত্তরে চালিতাবুনিয়া ও আগুনমূখা নদী ও চর বিশ্বাস, পশ্চিমে রামনাবাদ চ্যানেল ও কলাপাড়া উপজেলা, পূর্বে চরফ্যাশন উপজেলার চর কুররী- মুকরী এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
প্রশাসনিক এলাকাসমূহসম্পাদনা
রাঙ্গাবালী উপজেলায় বর্তমানে ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রাঙ্গাবালী থানার আওতাধীন।
ইতিহাসসম্পাদনা
উপজেলার নামকরন
রাঙ্গাবালী উপজেলার নামকরনের সঠিক ইতিহাস জানা যায়নি। তবে কথিত আছে যে, সাগর বক্ষে নতুন বালুচর সৃষ্টির ফলে কালের বিবর্তনে এই বালুচরের বালু লাল ছিল। এই ‘‘লাল’’ শব্দটি আঞ্চলিক ভাষায় ‘’রাঙ্গা’’ নামে পরিচিত। এ থেকে ‘’রাঙ্গাবালি’’ নামের উৎপত্তি। ইতিহাসবেত্তাগন জানান ১৭৮৪ সালে কতিপয় রাখাইন জনগোষ্ঠী আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে এ অঞ্চলে বসতি স্থাপন করে। তখন থেকে এতদঞ্চলে জনবসতি শুরু হয়।
অবস্থান
রাঙ্গাবালী উপজেলাটি পটুয়াখালী জেলার সর্বদক্ষিনে বঙ্গোপসাগরের পাদদেশে অবস্থিত। উত্তরে চালিতাবুনিয়া ও আগুনমূখা নদী ও চর বিশ্বাস, পশ্চিমে রামনাবাদ চ্যানেল ও কলাপাড়া উপজেলা পূর্বে চর ফ্যাশন উপজেলার চর কুররী-মুকরী এবং দক্ষিনে বঙ্গোপসাগর।
উপজেলার উৎপত্তি
৭ জুন ২০১১ তারিখে নিকারের (ন্যাশনাল ইপপ্লিমেন্টেশন কমিটি ফর এ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম) ১০৫ তম সভায় রাঙ্গাবালী উপজেলার প্রশাসনিক অনুমোদন হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০১১ তারিখে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়। শুভ উদ্ধোধন হয় ২৫ ফেব্রুয়ারী, ২০১২ খ্রি:
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
এই উপজেলার মোট জনসংখ্যা ১,০৪,১২৮ জন, যার মধ্যে পুরুষঃ ৫৫,০২৭ জন এবং মহিলাঃ ৪৯,১০১ জন।
শিক্ষা হারসম্পাদনা
মোট শিক্ষার হার ৫০%। এর মধ্যে পুরুষ ৪২ % ও মহিলা ৩৬ %।
অর্থনীতিসম্পাদনা
কৃতী ব্যক্তিত্বসম্পাদনা
পত্র পত্রিকাসম্পাদনা
বিবিধসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রাঙ্গাবালী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫।
আরও দেখুনসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
বরিশাল বিভাগ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |